Android এর Gallery থেকে সহজে দূর করুন Picasa অ্যালবাম…(Root+Unroot উভয় ইউজারদের জন্য)

আসসালামু আলাইকুম।

আমার গত টিউন ছিল  Android এর Miss Call নোটিফিকেশান না যাওয়ার সমস্যার সমাধান (মিনি টিউন)…... ।

আজ আমি আপনাদের দেখাবো Android Gallery থেকে কিভাবে picasa Album রিমুভ করবেন ।

উপরের ছবিতে লাল রঙ্গয়ের মার্ক করা অ্যালবাম গুলো পিকাসা অ্যালবাম।

প্রথম দিন যখন আমি আমার Samsung S Duos মোবাইলে ইন্টারনেট অ্যাক্টিভ ও আমার গুগল অ্যাকাউন্ট যোগ করি, কিছুক্ষন পরেই দেখি আমার গ্যালারিতে জিমেইল অ্যাকাউন্ট এর ছবি চলে এসেছে। একটি অ্যালবামে আসলে না হয় কোন কথা ছিল, কিন্তু দেখি বেশ কয়েকটি পিকাসা অ্যালবাম যোগ হয়েছে আমার গ্যালারিতে। আমার কাছে এই অ্যালবামগুলো বিরক্তিকর মনে হল। তাই আমি ডিলিট করতে গেলাম। কিন্তু হায়! কিছুতেই ডিলিট করতে পারছিলাম না। পরে অনেক কষ্টে নেট ঘাটাঘাটি করে এর সমাধান পেয়েছি এবং ভাবলাম আমার মত যদি আপনাদের কারও এই সমস্যা হয়ে থাকে যাদের পিকাসা অ্যালবাম পছন্দ নয় ও ডিলিট করতে চাচ্ছেন, তাদের হয়ত এই টিউনটি সাহায্য করতে পারবে।

১. প্রথমে আপনার সেটিং এ যান এবং 'Account and Sync' তে ঢুকুন (উপরের চিত্রের মত) ।

২. 'Account and Sync' অপশন Enable করে দিন (উপরের চিত্রের মত), এবার আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টে ঢুকুন ।

৩. জিমেইল অ্যাকাউন্টে ঢুকার পর সবার নিচে দেখবেন একটা লেখা আছে ' Sync Picasa Web album' এটাকে আনমার্ক করুন (উপরের চিত্রের মত) ( বিঃদ্রঃ ২ নং ধাপটি না করলে আপনি টিক/আনটিক করার অপশন পাবেন না) ।

৪. এবার সেটিং থেকে 'Application Manager' তে ঢুকুন (উপরের চিত্রের মত) ।

৫. এখন 'All' ট্যাবে ক্লিক করুন এবং 'Gallery' খুঁজুন। Gallery পেলে তার মধ্যে ঢুকুন (উপরের চিত্রের মত) ।

৬. এবার সর্বশেষ 'Clear data' তে ক্লিক করুন এবং সেটিং থেকে বের হয়ে আসুন  (উপরের চিত্রের মত) ।

৭. এখন গ্যালারিতে ঢুকলে দেখবেন আপনার সেই পিসাকা অ্যালবাম আর নেই  (উপরের চিত্রের মত) । যদি থেকে থাকে তাহলে ফোনটি একবার restart করে নিন।

(বিঃদ্রঃ 'Clear data' দেওয়ার পর প্রথম যখন আপনি যখন আপনার গ্যালারিতে প্রবেশ করবেন তখন আপনার গ্যালারি নতুন করে ছবি/ভিডিও রিফ্রেশ করে add করবে। তাই আপনার মেমোরি / ফোনে যদি বেশি পরিমাণ ছবি/ভিডিও থেকে থাকে তাহলে প্রথমবার লোড নিতে কিছুটা সময় লাগবে, আর কম পরিমাণ হলে দ্রুত লোড নিবে।

সমস্যা এবং সমাধান Samsung S Duos দ্বারা ।

টিউন টিতে কোন প্রকার ভুলত্রুটি থাকলে, তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

আল্লাহ্‌ হাফেজ

Level 0

আমি এম,এইচ সজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এম,এইচ সজিব। যে কিনা বাংলাদেশি পণ্ডিত।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ… ভাই…… 🙂
picasa album নিয়া খুবই প্যারার মধ্যে আছিলাম……।

thank u vai, kaz hoiche

amar internal memory card er onek jaiga bere gelo, bepar ta bujhlamna. age chilo 550mb/1.78gb r akhon hoyeche 315mb/1.78gb.
Is it deleted any important file ???????

thanks sojib vai,
S Duos er aro kichu thakle diben vai.