অ্যান্ড্রয়েড গেম [পর্ব-০২] :: Despicable Me: Minion Rush চরম মজার গেম, মজা না লাগলে MB ফেরত। :D

অ্যান্ড্রয়েড গেম

কেমন আছেন সবাই? ভালোর দলে থাকাই ভালো 🙂 অনেকে ইচ্ছা করে খারাপ থাকে, সেটা আপনি করেতে যাবেন না যেন। যা ই হোক, অ্যান্ড্রয়েড মোবাইল কেনার পর থেকে গেম নিয়ে চরম বেস্ত হয়ে পরেছি আর মজার গেম পেলেই আপনাদের সাথে শেয়ার করছি।

Minion Rush পরিচিতি:

আজ নিয়ে আসলাম অনেক মজার একটা গেম জার নাম Despicable Me: Minion Rush। নাম শুনে অনেকেরই পরিচিত লাগবে। লাগারই কথা, Minion কে না চেনে!! যারা Despicable Me মুভি দেখেছেন তারা জানেনে Minion কত মজার চরিত্র। এই গেমটা Minion দের নিয়ে বানানো।

অ্যান্ড্রয়েড মোবাইলে তো অনেক দৌড়া দৌড়ী করেছেন, উদাহরন স্বরূপ SubWay Surf, Temple Run কিন্তু Minion Rush আপনার সব দৌড়ের গেমের ধারনা পালটে দেবে।

গেমটি অন্য দৌড়ের গেমের তুলনায় কঠিন কারন এটাতে দৌড়ের সাথে সাথে মারামারি ও আছে। মুভির ভিলেন Victor এর সাথে ফাইট করতে হয়। নতুন নতুন লেভেলে নতুন জায়গা পাবেন। এই গেমটি খেলার সময় আপনাকে হাসতে বাধ্য করবে Minion রা।

গেমটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে সাউন্ড, Minion দের ভাষা আসলেই মজার, মুভিতে যেরকম সাউন্ড ছিল ঠিক সেই রকম মজার মজার শব্দ আছে। গেম খেলার চেয়ে Minion দের Attitude বেশি ভালো লাগে। কমেডি অ্যাকশান এর ক্যাটাগরিতে দিতে পারেন এই গেমকে।

গেমটার সাইজ ১৮০ এমবি, আমি আগেই বলেছি মজা না লাগলে এমবি ফেরত 😀 যাদের এমবির চিন্তা কম মজার চিন্তা বেশি তারা ডাউনলোড করুন।

ডাউনলোডঃ

ডাউনলোড APK ফাইল

ডাউনলোড Data ফাইল

ইন্সটলের নিয়মঃ

  •  প্রথমে APK ফাইলটা ডাউনলোড করে ইন্সটল করেন।
  •  Data ফাইল ডাউনলোড করে Extract করেন।
  •  Extract করার পর com.gameloft.android.ANMP.GloftDMHM নামে একটা ফোল্ডার পাবেন।
  •  ফোল্ডারটি আপনার মবিলের SD Card/Android/Data ফোল্ডারে কপি করুন।
  •  এবার মেনু থেকে গেমটা রান করান।
  •  Enjoy!!

ইন্সটলের পর ভাষা যদি চাইনিজ আসে তাহলে নিচের ছবিতে মার্ক করা জায়গায় ক্লিক করুন তাহলেই ভাষা ইংলিশ হয়ে যাবে।

আমি FL Studio এর PC ভার্সন দিয়ে নিজের কণ্ঠে কিছু গান বানিয়েছি, সময় পেলে শুনে আসবেন।

মাহাদির "সুনীল বরুনা" আমার কণ্ঠে SoundCloud লিঙ্ক (Karaoke এর সাথে FL Studio 11 দিয়ে Compose করা)

মিনারের "সাদা" আমার কণ্ঠে SoundCloud লিঙ্ক (Karaoke এর সাথে FL Studio 11 দিয়ে Compose করা)

লিঙ্ক কাজ না করলে, কিংবা Minio Rush/ অ্যান্ড্রয়েড গেম নিয়ে যেকোনো কিছু জানতে/ গেমটি মজা লাগলে এমবি ফেরত নিতে 😀 যোগাযোগ করুন আমার ফেসবুকে অথবা মন্তব্যে।

বরাবরের মতো ভুলের ক্ষমা চাইছি, পরের টিউন করার আশা নিয়ে আজ এ পর্যন্তই। টা টা......

সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।

আমার ব্লগ

ফেসবুকে আমি।

Level 0

আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খেলা শেষ অনেক আগেই… চরম মজা!! ধন্যবাদ… যারা খেলেন নি তারা নামিয়ে খেলতে থাকুন………….

Level 2

ভাইয়া Midiaifire এ আপলোড করেদিলে খুব খুশি হতাম। স্লো নেট তো একবারে ডাউনলোড সম্ভব না। Google drive a প্রবলেম করে।

Level 0

games ta khelsi joss

    Level 0

    @rafa: ধন্যবাদ ভাই।

আসলেই চরম গেম।
…………………………………………………….
Free Full HD movies download with resume support http://www.freedirectmoviezdownload.blogspot.com/

    Level 0

    @forlendfabia: ধন্যবাদ মন্তব্যের জন্য।

Level 0

ভাই Language তো চাইনিজ আসলো । বুঝিনা কিছুই । Change করা যাবেনা ?

    Level 0

    @Repon13: ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। পোস্ট আপডেট করা হয়েছে, শেষের অংশটা পরেন তাহলেই বুঝতে পারবেন।

Level 0

আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আপনার কাছে যদি থাকে তাহলে আরও ভাল ভাল কিছু গেম আপলোড দিবেন আশা রাখি ।

    Level 0

    @Repon13: অবশ্যই, আস্তে আস্তে সব দেব। দোয়া করবেন…

nice tune.
one of my tune …… মেগা টিউন ফর এন্ড্রয়েড গেমস এন্ড এ্যাপস। টিউনটাকে,” হাজারে একটা টিউন” করার প্রয়াস নিয়ে লেখা। Android User Don’t Miss It..
https://www.techtunes.io/android/tune-id/233556

Level New

download link not working.
upload it on mediafire plz

    Level 0

    @Parish: Bhai link to thik ache…..Virus scan korte pare na bole Error dekhay. Download Anyway te click korlei hobe………Mediafire ei dhoroner file rakhe na, delete kore dey…..:(

Level 0

ekta kotha chilo Despicable Me: Minion Rush gametite ki additional data lagbe? ja WIFI diye dload korte hoy .sure na hoye 180 khoroch korte unable.

    Level 0

    @Sea hawk: না ভাই, Data ফাইল এখানে দেওয়া আছে। আর কিছু ডাউনলোড করতে হবে না। ধন্যবাদ………

Level 0

bhai agey jante cheyechhilam additional data lagbe kina ? ja WIFI diye dload korte hoy. ekhon gameta launch korar shomoy bole activate your internet connection in order to continue….!!!!!

দুইটা গানই শুনলাম। অসাধারন লাগলো। মাইক্রোফোনটা আরও ভালো হলে একেবারেই বোঝা যেত না সিঙ্গার কে… keep trying bro… you are awesome…

N.B: FL Studio নিয়ে টিউটরিয়াল দেন না কেনো ??

Level 0

ভাই গানটা সুওনলাম খুব ভালো লাগলো…।
গানটা কি আপনি গেয়েছেন?
ভাই কিভাবে করেন একটু বলবেন?

ভাই, গেমটা চলল না তো… চালালে শুরুতে একটা এনিমেটেড ভিডিও হয়, এরপর গেম স্টার্ট হওয়ার আগেই গেম অফ হয়ে যায়
আমার ফোনটি হল ওয়াল্টন প্রিমো জি ৩ (কোয়াড কোর ১.২ গি,হা। র‍্যাম- ৫১২ MB)