অনেক দিন থেকেই আছি আমার প্রিয় টেকটিউনসের সাথে কিন্তু কোন দিন টিউন করা হয়ে উঠেনি। তাই আজ বসে পরলাম কিবোর্ড নিয়ে। আপনাদের মধ্যে অনেকেই আপনার symphony W20 কে রুট করার জন্য হন্যে হয়ে
আছেন কিন্তু প্রয়োজনীয় দিক নির্দেশনা না থাকার কারণে রুট করতে ব্যর্থ
হয়েছেন। আজ আমি আপনাদের বলবো কি করে রুট করবেন। শুরুতেই বলে রাখি এই পদ্ধতি
টা হয়তো একটু জটিল কিন্তু আমি আপনাদেরকে সোজা করে বলতে চেষ্টা করবো। যাই হোক আর কথা না বারিয়ে এবার কাজের কথায় আসি। এই কাজের জন্য প্রয়োজন হবে
১. TWRP RECOVERY & SCATTER-FILE>>> LINK>www.mediafire.com/?sb6531r2sl7bhms
২. DRIVER & SOFTWARE (SP FLASH TOOL &
MTK TOOLS)>> LINK>>www.mediafire.com/download.php?k9u46ehkwfmeh02
৩. SYMPHONY W20 FACTORY BACKUP ROOT>>>
LINK>>>http://www.mediafire.com/?jf2qqhl9uszdq73
৪. 2nd time iinstalling driver>>> Link>>>https://dl.dropboxusercontent.com/u/147648227/AdbDriverInstaller.exe
ডাউনলোড করে জিপ ফাইলগুলো আনজিপ
করুন। তারপর DRIVER & SOFTWARE
ফোল্ডারটিতে দেখুন sp flash tool নামের
একটা জিপ ফাইল আছে অইটা আনজিপ করেন।
sp flash tool এ ঢুকে flash.exe আপনার
পিসিতে রান করুন। ডানে দেখেন scetter
lodding নামে অপশন আসে অইটাতে ক্লিক
করেন। (অনেকের এই জাতীয় [XML Exception ] Failed to create an XML document. [Hint] Please check if MSXML6 is installed.
(file. \XMLDocumentImpl.cop, line32) লেখা আসতে পারে, তারা এইটা
https://copy.com/ljSlN?download=1 ডাউনলোড দিয়ে ইন্সটল দিন) সেখান থেকে
SYMPHONY W20 FACTORY BACKUP ROOT ভিতরে flash to …… থাকা ফোল্ডারে
MT6575_Android_scatter.txt ফাইলটি সিলেক্ট করলে দেখবেন সব ব্লক লোড হবে।
এরপর এক এক করে Preloder এবং অন্য নামের যে অপশন আছে তাতে ক্লিক করে
(Recovery এবং Android নামে যেটা আছে সেটা বাদে) img ফাইল গুলো সিলেক্ট করুন।
দেখেন প্রত্যেকটির জন্য প্রত্যেকটির নামের ফাইল আছে। এরপর প্রত্যেক নামের
জন্য প্রত্যেকটা ফাইল সিলেক্ট করুন। এরপর Recovery নামে যে অপশনটা তাতে
ক্লিক করে TWRP RECOVERY
ফোল্ডারে থাকা recovery.img সিলেক্ট
করুন। (Android টা বাদ থাকবে)
এরপর থেকে আসল কাজ শুরু তাই একটূ ধীর-স্থির ভাবে কাজ করুন। যাই হোক এর পরের কাজগুলো করতে হবে খুবই দ্রুত।
আপনার সেটটা বন্ধ করে ব্যাটারি খুলে আবার লাগান। তবে অন করবেন না। এবার sp flash tool এর উপরের মধ্যের দিকে থাকা Download বাটোনে ক্লিক করেন। হয়তো দেখবেন কিছু আসবে,
তাতে ইয়েস করবেন, ফোন বন্ধ অবস্থায় ৩ সেকেন্ডের মধ্যে ডাটা ক্যাবল পিসির
সাথে কানেক্ট করবেন। দেখবেন নিচে ০% লেখা থেকে ১০০% উঠছে। (অনেকের আগে
ড্রাইভার ইন্সটল চায়। দিবেন কোন সমস্যা নাই। এরপর ১০০% উঠবে) সেই সময় খেয়াল
করে দেখুন যে এর আগে যে download টা দিছিলেন ফোন কানেক্ট করার সাথে সাথে
তা ১০০%
হইছে কিনা। যদি না হয় তো ডাটা কেবল খুলে প্রথম থেকে আবার শুরু করেন। আর যদি
দেখেন ১০০% লেখা উঠছে তাইলে খুব দ্রুত ইউএসবি ড্রাইভ ইন্সটোল দিতে হবে
কেননা ১০০% লেখাটার নিচে একটা টাইমার উঠবে যে টাইমের মধ্যে ইন্সটোল দিতে না
পারলে আবার প্রথম থেকে শুরু করা লাগবে। তাই খুব জলদি করবেন এর পরের কাজটা।
ফোন কানেক্ট করার পর Welcome to found new hardwar wizard নামে যে লেখা
এসেছে সেখানে ড্রাইভার ইন্সটল করার দুটা অপশন থাকবে। Install from a list
or spacific location সিলেক্ট করে নেক্সট ক্লিক করুন। এবার ব্রাউস এ ক্লিক
করে Drivers&Softs4Flash> driver+preloader_da+for+mt6575 >xp অথবা আপনার পিসি তে যে উইন্ডোস দেয়া আছে সেই নামের ফোল্ডার সিলেক্ট করেন। তবে xp হলে ভালো হয়। সিলেক্ট করা হয়ে গেলে নেক্সট বাটোন এ ক্লিক
করলে দেখবেন ড্রাইভার ইন্সটোল হবে। আবার এই একি জিনিস আসতে পারে। আসলে আবার
নেক্সট নেক্সট ক্লিক করবেন দেখবেন আবার ইন্সটোল হবে। এ পর্যন্ত যদি ঠিক
ভাবে করতে পারেন তো দেখবেন
sptools এ যে ডাউনলোড দিসিলেন তা সফল
হইছে এবং একটা সবুজ আইকন এসেছে।।আপনার কাজ প্রায় ৯০% শেষ। এবার ডাটা ক্যাবল
খুলে ফোন অন করুন এবং settings > application settings এ
যেয়ে unknown sources এবং usb debuggling অন করুন। এবার পিসি তে 2nd time installing Drivers অর্থাৎ adb driver installer টা ইন্সটল দিন। এবার ফোন অন
রাখা অবস্থায় ফোন পিসিতে কানেক্ট করেন। দেখবেন আপনার ফোন মডেল পাবে।ইন্সটল
হয়ে গেলে আপনার ফোন মডেলের নামের পাশে একটি সবুজ টিক চিহ্ন আসবে। এবার
Driver and Software ফোল্ডারটি ওপেন করে MTK root & TOOLS
ওপেন করলে দেখবেন আপনার ডিভাইস
পাবে। পেলে রিবুট অপশনে ক্লিক করলে একটা ডায়লগ বক্সে তিনটি অপশন আসবে।
সেখান থেকে Reboot Recovery তে ক্লিক করলে দেখবেন আপনার ফোন টি twrp তে
রিবুট হবে। অল্পকিছু সময় নিবে, এবার ডাটা ক্যাবল খুলে ফেলুন। তারপর আপনার
ফোনে দেখেন কিছু অপশন এসেছে সেখানে Reboot এ ক্লিক করে system এ ক্লিক
করবেন। করলে একটা অপশন আসবে তাতে ইয়েস করুন (এই ইয়েসটা করতে হবে অনেকটা
সাইড লকের মত, মানে সাইড লকের মত একটা তীর চিহ্ন থাকবে, সেটা টেনে ওপাশে
নিলেই ইয়েস করা হবে)। এরপর মোবাইল বন্ধ করে আবার অন করুন। এরপর ekhan theke
http://www41.zippyshare.com/v/62100663/file.html
supersu এপ টা ডাউনলোড করে ফোনে ইন্সটল করুন।
এবার একটু রিলাক্স হোন রে ভাই কারণ আপনার এতো সাধের ফোনটা যে রুট হয়ে
গেছে!! বিশ্বাস না হলে টেস্ট করে দেখুন। অনেক বিস্তারিতভাবে বললাম
আশা করি সবাই বুঝতে পেরেছেন। অনেক কষ্ট করে লিখলাম রে ভাই আপনাদের মুখে
হাসি ফুটলেই সার্থক হবে কষ্ট টা। আর যে ভাবে বললাম সেভাবেই সব কইরেন।
অস্তাদি মারতে যাইয়েন না যেন। আজ
তাইলে এই পর্যন্তই। ভালো থাকবেন
সবাই।
ফেসবুকে আমি - http://www.facebook.com/momashu
আরো সাহায্যের জন্য আমাদের ফেসবুক গ্রুপ- https://www.facebook.com/groups/507457999307062
আমি Misbah Mashu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নতুন কিছু শিখতে চাই, যা জানি তা সবাই কে জানাতে চাই। নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নাই। আর আশা করি তা দেখারও কেউ নাই।
VAI ETO KOSTO KORA LAGE NA. E ROOT EKTA SOFTWARE ACHE 2 MUNITE E HOYE JAI…..