সাধের সিম্ফনি w20রুট করতে পারছেন না? তাইলে করে নিন ঝটপট ,

অনেক দিন থেকেই আছি আমার প্রিয় টেকটিউনসের সাথে কিন্তু কোন দিন টিউন করা হয়ে উঠেনি। তাই আজ বসে পরলাম কিবোর্ড নিয়ে। আপনাদের মধ্যে অনেকেই আপনার symphony W20 কে রুট করার জন্য হন্যে হয়ে

আছেন কিন্তু প্রয়োজনীয় দিক নির্দেশনা না থাকার কারণে রুট করতে ব্যর্থ

হয়েছেন। আজ আমি আপনাদের বলবো কি করে রুট করবেন। শুরুতেই বলে রাখি এই পদ্ধতি

টা হয়তো একটু জটিল কিন্তু আমি আপনাদেরকে সোজা করে বলতে চেষ্টা করবো। যাই হোক আর কথা না বারিয়ে এবার কাজের কথায় আসি। এই কাজের জন্য প্রয়োজন হবে

১. TWRP RECOVERY & SCATTER-FILE>>> LINK>www.mediafire.com/?sb6531r2sl7bhms

২. DRIVER & SOFTWARE (SP FLASH TOOL &

MTK TOOLS)>> LINK>>www.mediafire.com/download.php?k9u46ehkwfmeh02

৩. SYMPHONY W20 FACTORY BACKUP ROOT>>>

LINK>>>http://www.mediafire.com/?jf2qqhl9uszdq73

৪. 2nd time iinstalling driver>>> Link>>>https://dl.dropboxusercontent.com/u/147648227/AdbDriverInstaller.exe

ডাউনলোড করে জিপ ফাইলগুলো আনজিপ

করুন। তারপর DRIVER & SOFTWARE

ফোল্ডারটিতে দেখুন sp flash tool নামের

একটা জিপ ফাইল আছে অইটা আনজিপ করেন।

sp flash tool এ ঢুকে flash.exe আপনার

পিসিতে রান করুন। ডানে দেখেন scetter

lodding নামে অপশন আসে অইটাতে ক্লিক

করেন। (অনেকের এই জাতীয় [XML Exception ] Failed to create an XML document. [Hint] Please check if MSXML6 is installed.

(file. \XMLDocumentImpl.cop, line32) লেখা আসতে পারে, তারা এইটা

https://copy.com/ljSlN?download=1 ডাউনলোড দিয়ে ইন্সটল দিন) সেখান থেকে

SYMPHONY W20 FACTORY BACKUP ROOT ভিতরে flash to …… থাকা ফোল্ডারে

MT6575_Android_scatter.txt ফাইলটি সিলেক্ট করলে দেখবেন সব ব্লক লোড হবে।

এরপর এক এক করে Preloder এবং অন্য নামের যে অপশন আছে তাতে ক্লিক করে

(Recovery এবং Android নামে যেটা আছে সেটা বাদে) img ফাইল গুলো সিলেক্ট করুন।

দেখেন প্রত্যেকটির জন্য প্রত্যেকটির নামের ফাইল আছে। এরপর প্রত্যেক নামের

জন্য প্রত্যেকটা ফাইল সিলেক্ট করুন। এরপর Recovery নামে যে অপশনটা তাতে

ক্লিক করে TWRP RECOVERY

ফোল্ডারে থাকা recovery.img সিলেক্ট

করুন। (Android টা বাদ থাকবে)

এরপর থেকে আসল কাজ শুরু তাই একটূ ধীর-স্থির ভাবে কাজ করুন। যাই হোক এর পরের কাজগুলো করতে হবে খুবই দ্রুত।

আপনার সেটটা বন্ধ করে ব্যাটারি খুলে আবার লাগান। তবে অন করবেন না। এবার sp flash tool এর উপরের মধ্যের দিকে থাকা Download বাটোনে ক্লিক করেন। হয়তো দেখবেন কিছু আসবে,

তাতে ইয়েস করবেন, ফোন বন্ধ অবস্থায় ৩ সেকেন্ডের মধ্যে ডাটা ক্যাবল পিসির

সাথে কানেক্ট করবেন। দেখবেন নিচে ০% লেখা থেকে ১০০% উঠছে। (অনেকের আগে

ড্রাইভার ইন্সটল চায়। দিবেন কোন সমস্যা নাই। এরপর ১০০% উঠবে) সেই সময় খেয়াল

করে দেখুন যে এর আগে যে download টা দিছিলেন ফোন কানেক্ট করার সাথে সাথে

তা ১০০%

হইছে কিনা। যদি না হয় তো ডাটা কেবল খুলে প্রথম থেকে আবার শুরু করেন। আর যদি

দেখেন ১০০% লেখা উঠছে তাইলে খুব দ্রুত ইউএসবি ড্রাইভ ইন্সটোল দিতে হবে

কেননা ১০০% লেখাটার নিচে একটা টাইমার উঠবে যে টাইমের মধ্যে ইন্সটোল দিতে না

পারলে আবার প্রথম থেকে শুরু করা লাগবে। তাই খুব জলদি করবেন এর পরের কাজটা।

ফোন কানেক্ট করার পর Welcome to found new hardwar wizard নামে যে লেখা

এসেছে সেখানে ড্রাইভার ইন্সটল করার দুটা অপশন থাকবে। Install from a list

or spacific location সিলেক্ট করে নেক্সট ক্লিক করুন। এবার ব্রাউস এ ক্লিক

করে Drivers&Softs4Flash> driver+preloader_da+for+mt6575 >xp অথবা আপনার পিসি তে যে উইন্ডোস দেয়া আছে সেই নামের ফোল্ডার সিলেক্ট করেন। তবে xp হলে ভালো হয়। সিলেক্ট করা হয়ে গেলে নেক্সট বাটোন এ ক্লিক

করলে দেখবেন ড্রাইভার ইন্সটোল হবে। আবার এই একি জিনিস আসতে পারে। আসলে আবার

নেক্সট নেক্সট ক্লিক করবেন দেখবেন আবার ইন্সটোল হবে। এ পর্যন্ত যদি ঠিক

ভাবে করতে পারেন তো দেখবেন

sptools এ যে ডাউনলোড দিসিলেন তা সফল

হইছে এবং একটা সবুজ আইকন এসেছে।।আপনার কাজ প্রায় ৯০% শেষ। এবার ডাটা ক্যাবল

খুলে ফোন অন করুন এবং settings > application settings এ

যেয়ে unknown sources এবং usb debuggling অন করুন। এবার পিসি তে 2nd time installing Drivers অর্থাৎ adb driver installer টা ইন্সটল দিন। এবার ফোন অন

রাখা অবস্থায় ফোন পিসিতে কানেক্ট করেন। দেখবেন আপনার ফোন মডেল পাবে।ইন্সটল

হয়ে গেলে আপনার ফোন মডেলের নামের পাশে একটি সবুজ টিক চিহ্ন আসবে। এবার

Driver and Software ফোল্ডারটি ওপেন করে MTK root & TOOLS

ওপেন করলে দেখবেন আপনার ডিভাইস

পাবে। পেলে রিবুট অপশনে ক্লিক করলে একটা ডায়লগ বক্সে তিনটি অপশন আসবে।

সেখান থেকে Reboot Recovery তে ক্লিক করলে দেখবেন আপনার ফোন টি twrp তে

রিবুট হবে। অল্পকিছু সময় নিবে, এবার ডাটা ক্যাবল খুলে ফেলুন। তারপর আপনার

ফোনে দেখেন কিছু অপশন এসেছে সেখানে Reboot এ ক্লিক করে system এ ক্লিক

করবেন। করলে একটা অপশন আসবে তাতে ইয়েস করুন (এই ইয়েসটা করতে হবে অনেকটা

সাইড লকের মত, মানে সাইড লকের মত একটা তীর চিহ্ন থাকবে, সেটা টেনে ওপাশে

নিলেই ইয়েস করা হবে)। এরপর মোবাইল বন্ধ করে আবার অন করুন। এরপর ekhan theke

http://www41.zippyshare.com/v/62100663/file.html

supersu এপ টা ডাউনলোড করে ফোনে ইন্সটল করুন।

এবার একটু রিলাক্স হোন রে ভাই কারণ আপনার এতো সাধের ফোনটা যে রুট হয়ে

গেছে!! বিশ্বাস না হলে টেস্ট করে দেখুন। অনেক বিস্তারিতভাবে বললাম

আশা করি সবাই বুঝতে পেরেছেন। অনেক কষ্ট করে লিখলাম রে ভাই আপনাদের মুখে

হাসি ফুটলেই সার্থক হবে কষ্ট টা। আর যে ভাবে বললাম সেভাবেই সব কইরেন।

অস্তাদি মারতে যাইয়েন না যেন। আজ

তাইলে এই পর্যন্তই। ভালো থাকবেন

সবাই।

ফেসবুকে আমি - http://www.facebook.com/momashu
আরো সাহায্যের জন্য আমাদের ফেসবুক গ্রুপ- https://www.facebook.com/groups/507457999307062

Level 0

আমি Misbah Mashu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন কিছু শিখতে চাই, যা জানি তা সবাই কে জানাতে চাই। নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নাই। আর আশা করি তা দেখারও কেউ নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

VAI ETO KOSTO KORA LAGE NA. E ROOT EKTA SOFTWARE ACHE 2 MUNITE E HOYE JAI…..

    @Amit kumar barua: সিম্ফনি W20 রুট করার সফটওয়্যার টার নাম বলেন প্লিস কারন আমি এই নিওম মেনে রুট করতে পারতেছি না।

SORRY ITS SYMPHONY W20…

Level 0

Root onek din agei korte perechi . Kintu Vai W20 r kono custom rom ki ache ? Thakle jodi rom install er process ta bolen ba link den tahole onek upokrito hotam . THANKS

Level 2

unlock root pro 4.1 tai best symphony’r jnno
http://malekbd.blogspot.com/

Level 2

vai ai proccess a ki micromax a25 root hobe

Level 2

vai ai proccess a jodi na hoy tabe micromax a25 j proccess a hobe ta dan

Level 0

vai, 2nd time iinstalling driver> drop box 404 error দেখাচ্চে। please link টা আবার দিন। আপনার মোবাইল number টা দিন please please please………………………………………………?

Level 2

ভাই micromax a25 কীভাবে রুট করব একটু বলবেন plz plz plz plzplz plzplz plzplz plzplz plzplz plzplz plzplz plzplz plzplz plzplz plzplz plzplz plzplz plzplz plzplz plzplz plzplz plzplz plzplz plzplz plzplz plzplz plzplz plzplz plzplz plzplz plz.

Level 0

atlast i have successful. many many thanks to you. root পরবর্তি পদক্ষেপগুলো বলবেন kindly. plz plz plz plz. কি কি software install করতে হবে। সেট মেমোরি কীভাবে খালি করব?

    Sd card partition kore link 2 sd die onek app install korte parben…root explorer theke system folder er vetore thaka app folder tae dhukun then oproyojinio app delete kore den..bt sabdgan. Na bujhe onno kisu delete krben na..root korar mela shubidha ase… Techtunes ghatun pea jaben…thakns apnakeo.

2nd time installition driver google ghete dwonload kore nin…and amr jana mote eitAi w20 root korar only one way…so ajaira mb khoroch kore onno kisu download kore hoyrani hoiben na…ami eikhane reply dite na parle fb te knock korun…cmnt korar jonno sobai k dhonnobad

Level 0

Sd card partition কীভাবে করব? plz plz সাহায্য করুন।

Level 0

symphony w20 te kibabe rom ram baranu jay.custom rom ar babosta ace?

nah kono custom rom nei and ram barano jabe na.. but rom barate parben.