- অ্যান্ড্রয়েডের গেম [পর্ব-০১] :: Rayman Jungle Run, আমার দেখা অ্যান্ড্রয়েডের সেরা গেম। ফুল ডাউনলোড লিঙ্ক।
- অ্যান্ড্রয়েড গেম [পর্ব-০২] :: Despicable Me: Minion Rush চরম মজার গেম, মজা না লাগলে MB ফেরত। 😀
- অ্যান্ড্রয়েড গেম [পর্ব-০৩] :: Contract Killer 2, যারা শুটিং গেম পছন্দ করেন তাদের জন্য আদর্শ একটি গেম।
- অ্যান্ড্রয়েড গেম [পর্ব-০৪] :: SleepWalker’s Journey, ছোট কিন্তু মজার গেম। ট্রাই করে দখেন।
- অ্যান্ড্রয়েড গেম [পর্ব-০৫] :: GTA: Vice City চরম গেম, অ্যান্ড্রয়েডের জন্য, সাইজ অনেক বড় তাই যারা এমবি নিয়ে ভাবেন তাদের জন্য না।
- অ্যান্ড্রয়েড গেম [পর্ব-০৬] :: মাত্র ১৬এমবি, কিন্তু মনে হবে এইচডি রেসিং গেম Fast Racing 3D চরম গেম।
- অ্যান্ড্রয়েড গেম [পর্ব-০৭] :: PES 2012 Pro চমৎকার ফুটবল গেম, এবার অ্যান্ড্রয়েডের জন্য। দামি জিনিষ মাগনা 😀
- অ্যান্ড্রয়েড গেম [পর্ব-০৮] :: ছোট বড়, মজার মজার ক্রিকেট গেম কালেকশন। আমার কাছে সবগুলো ভালো লেগেছে আপনিও দেখে নিন!
- অ্যান্ড্রয়েড গেম [পর্ব-০৯] :: Mostofa গেম যে খেলে নাই সে মঙ্গল গ্রহের মানুষ! পৃথিবীর মানুষ হইতে চাইলে এখনি খেলুন, Cadillacs and Dinosaurs (Mostofa) অ্যান্ড্রয়েড ভার্সন।
- অ্যান্ড্রয়েড গেম [পর্ব-১০] :: PSP (Play Station Portable)-এর যেকোন গেম খেলুন অ্যান্ড্রয়েড মোবাইলে।
- অ্যান্ড্রয়েড গেম [পর্ব-১১] :: Candy Crush চমৎকার এবং জনপ্রিয় একটি গেম। খেলেই দেখুন না!…
- অ্যান্ড্রয়েড গেম [পর্ব-১২] :: Defense Zone 2 HD অস্তির অ্যান্ড্রয়েড অ্যাকশান গেম। APK+Data ফ্রী ডাউনলোড।
- অ্যান্ড্রয়েড গেম [পর্ব-১৩] :: Fish VS Pirates, সে এক ভয়ংকর মাছের যুদ্ধ।
- অ্যান্ড্রয়েড গেম [পর্ব-১৪] :: EPOCH আমার মতে ২০১৩ সালের সেরা অ্যান্ড্রয়েড HD গেম।
- অ্যান্ড্রয়েড গেম [পর্ব-১৫] :: Dead Trigger, বেসম্ভব মজার অ্যান্ড্রয়েড HD Zombie গেম। (APK+Data)
- অ্যান্ড্রয়েড গেম [পর্ব ১৬]:: Frontline Commando: D-Day অ্যান্ড্রয়েডের জন্য অসাধারন একটা শুটিং গেম।
- অ্যান্ড্রয়েড গেম [পর্ব ১৭]:: Need For Speed: Shift এই গেম না খেললে রেসের মজা বুঝবেন না! (গেমপ্লে ভিডিও আছে)
অনেক দিন পর আবার পোস্ট করছি, কেমন আছেন আপনারা সবাই? আমিতো জানি আপনারা ভাল থাকেন 😀 কিন্তু আমি এতদিন ভালো ছিলাম না। Samsung Galaxy S Duos (GT S7562) কেনার ১ মাস পর Root করলাম তারপর Internal Storage বাড়ানোর চক্করে Phone Brick করে ফেলেছিলাম 🙁 মজার বিষয় হলো কোন খরচ ছাড়াই কেয়ার সেন্টার থেকে ঠিক করলাম 🙂 এখন আমার মোবাইলও ঠিক, আমিও ঠিক!
আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার অল্প বয়সের অ্যান্ড্রয়েড অভিজ্ঞতার সেরা গেম। গেমটা খেলে আমি অনেক মজা পেয়েছি আশা করি আপনারাও মজা পাবেন। গেমটির নাম Rayman Jungle Run। গেমটি আমি আগে পিসি তে খেলেছিলাম পরে সার্চ করে অ্যান্ড্রয়েডের জন্য বের করলাম। অনেক কষ্ট হয়েছিল গেমটি ডাউনলোড করতে।
যাই হোক আপনাদের বুঝার জন্য কিছ স্ক্রীনশট দিলাম।
অনেক গুলো Character আছে আপনার ইচ্ছা মতো সিলেক্ট করবেন।
গেমটিতে অনেক গুলো লেভেল আছে এবং আস্তে আস্তে কঠিন হয়।
গেমটির যা ভালো লেগেছেঃ
আমার প্রিয় গেম কিন্তু তারপরও কিছু জিনিস একটু বেশি ভালো লাগে,
- ১। চরম মজার সাউন্ড
- ২। গেমটির গ্রাফিক্স দেখার মতো (৫/৫)
- ৩। কন্ট্রোল অনেক সহজ (অন্যান্য টাচ গেমের তুলনায়)
- ৪। বেশি System Config দরকার নেই
যা ভালো লাগেনিঃ
- ১। গেমটির শেষের কিছ লেভেল এমন কঠিন! না পারলে মন চায় মোবাইল ভাঙ্গি 🙁
- ২। সাইজ ২০০ এমবি+ (Extract করার পর বারবে, এটা কারও জন্য ভালো, কারো জন্য খারাপ)
Download Links:
ইন্সটল করার নিয়মঃ
- ১। প্রথমে আপনার পিসিতে ডাউনলোড কৃত ফাইলটি 7Zip/Winrar দিয়ে Extract করুন।
- ২। ভেতরে com.pastagames.ro1mobile নামে একটা ফাইল আছে সেটা কপি করে আপনার মোবাইলের sd card/ android/ data ফোল্ডারে পেস্ট করুন। (Dropbox থেকে ডাউনলোড করলে com.pastagames.ro1mobile নামের zip ফাইল আবার Extract করতে হবে।)
- ৩। এবার zip থেকে বের করা APK ফাইলটি ইন্সটল করুন।
না পারলে মন্তব্যে জিজ্ঞেস করুন।
ধন্যবাদ কষ্ট করে পরার জন্য আমি বরাবরই ভুল করি তাই দয়া করে মাফ করে দিবেন আর কোন সমস্যা হলে মন্তব্যে জানান অথবা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করেন।
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।
আমার ব্লগ
ফেসবুকে আমি।
মোবাইল গেম ২০০ এম বি? :O মরছি ভাই আমি আর নাই। 🙁