অ্যান্ড্রয়েডের গেম [পর্ব-০১] :: Rayman Jungle Run, আমার দেখা অ্যান্ড্রয়েডের সেরা গেম। ফুল ডাউনলোড লিঙ্ক।

অ্যান্ড্রয়েড গেম

অনেক দিন পর আবার পোস্ট করছি, কেমন আছেন আপনারা সবাই? আমিতো জানি আপনারা ভাল থাকেন 😀 কিন্তু আমি এতদিন ভালো ছিলাম না। Samsung Galaxy S Duos (GT S7562) কেনার ১ মাস পর Root করলাম তারপর Internal Storage বাড়ানোর চক্করে Phone Brick করে ফেলেছিলাম 🙁 মজার বিষয় হলো কোন খরচ ছাড়াই কেয়ার সেন্টার থেকে ঠিক করলাম 🙂 এখন আমার মোবাইলও ঠিক, আমিও ঠিক!

আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার অল্প বয়সের অ্যান্ড্রয়েড অভিজ্ঞতার সেরা গেম। গেমটা খেলে আমি অনেক মজা পেয়েছি আশা করি আপনারাও মজা পাবেন। গেমটির নাম Rayman Jungle Run। গেমটি আমি আগে পিসি তে খেলেছিলাম পরে সার্চ করে অ্যান্ড্রয়েডের জন্য বের করলাম। অনেক কষ্ট হয়েছিল গেমটি ডাউনলোড করতে।

যাই হোক আপনাদের বুঝার জন্য কিছ স্ক্রীনশট দিলাম।

অনেক গুলো Character আছে আপনার ইচ্ছা মতো সিলেক্ট করবেন।

গেমটিতে অনেক গুলো লেভেল আছে এবং আস্তে আস্তে কঠিন হয়।

গেমটির যা ভালো লেগেছেঃ

আমার প্রিয় গেম কিন্তু তারপরও কিছু জিনিস একটু বেশি ভালো লাগে,

  • ১। চরম মজার সাউন্ড
  • ২। গেমটির গ্রাফিক্স দেখার মতো (৫/৫)
  • ৩। কন্ট্রোল অনেক সহজ (অন্যান্য টাচ গেমের তুলনায়)
  • ৪। বেশি System Config দরকার নেই

যা ভালো লাগেনিঃ

  • ১। গেমটির শেষের কিছ লেভেল এমন কঠিন! না পারলে মন চায় মোবাইল ভাঙ্গি 🙁
  • ২। সাইজ ২০০ এমবি+  (Extract করার পর বারবে, এটা কারও জন্য ভালো, কারো জন্য খারাপ)

Download Links:

ইন্সটল করার নিয়মঃ

  • ১। প্রথমে আপনার পিসিতে ডাউনলোড কৃত ফাইলটি 7Zip/Winrar দিয়ে Extract করুন।
  • ২। ভেতরে com.pastagames.ro1mobile নামে একটা ফাইল আছে সেটা কপি করে আপনার মোবাইলের sd card/ android/ data ফোল্ডারে পেস্ট করুন। (Dropbox থেকে ডাউনলোড করলে com.pastagames.ro1mobile নামের zip ফাইল আবার Extract করতে হবে।)
  • ৩। এবার zip থেকে বের করা APK ফাইলটি ইন্সটল করুন।

না পারলে মন্তব্যে জিজ্ঞেস করুন।

ধন্যবাদ কষ্ট করে পরার জন্য আমি বরাবরই ভুল করি তাই দয়া করে মাফ করে দিবেন আর কোন সমস্যা হলে মন্তব্যে জানান অথবা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করেন।

সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।

আমার ব্লগ

ফেসবুকে আমি।

Level 0

আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মোবাইল গেম ২০০ এম বি? :O মরছি ভাই আমি আর নাই। 🙁

    Level 0

    @সুজন: ভাই অ্যান্ড্রএড ফোন ইউস করে যদি ২০০ এমবি কে ভয় পান তাহলে কি আর HD গেম খেলতে পারবেন! 🙁

    @সুজন: ভাই এতেই ভয় পাইছেন ? তাহলে ১ – ১.৫ জিবি এর গেম দেখলে কি করবেন ?

Level 0

Khelte hobe. Dolmus Drive game ta khele dekhte paren. Game ta amar onak valo lage

    Level 0

    @saif24X7: ধন্যবাদ মন্তব্যের জন্য।

      Level 0

      @Sohag: GTA vice city IV গেমটিতে কিভাবে গাড়িরর দরজা লক করা যায় তার চিট কোড যদি কারো জানা থাকে জানাবেন।

Level 0

link kaj korse na

    Level 0

    @Gopal: Eceesive Trafic এর কারনে Dropbox এর Public লিঙ্ক বন্ধ করে দিয়েছে, আমি এখনি আরেকটা লিঙ্ক দিচ্ছি।

please give the link hurry. i want to download

    Level 0

    @alihasan045: টরেন্ট লিঙ্ক দিলাম, ডিরেক্ট লিঙ্ক দিচ্ছি, Uploading………

আমার symphony w 15 আন্ড্রএড আছে এটা রুট করা জাবে কি । রুট করার সুবিদা অসুবিদা জান্তে চাই বন্ধুরা।

    Level 0

    @suman sikder: ভাই রুট করলে সম্পূর্ণ আপনার নিজ দায়িত্তে করতে হবে, আপনার Warranty বাদ হয়ে যাবে। রুট করার সময় Brick হওয়ার সম্ভাবনা থাকে।

Level 0

More Paid App, Game, Free Download Here………http://paidfullapk.blogspot.com

Level 0

লিঙ্ক আপডেট করা হয়েছে, নতুন ২ টা লিঙ্ক দিলাম, Dropbox কাজ না করলে গুগল ড্রাইভে যান।

life er 1st mobile ta 10 din er mathay brick korsilam … ja voy paisilam … game tar jonno dhonnobad …

    Level 0

    @Tareque Hasan: আমিও অনেক ভয় পেয়েছিলাম, আমারও জিবনের প্রথম Android মোবাইল। ধন্যবাদ……

Level 0

vai ei game ta ki symphony w65 e khela jabe……………..ram rom koto lagbe

    Level 0

    @ovi05: হ্যা আপনার মোবাইলে খেলতে পারবেন।

Kal rate download dia ghmaicilam… Aj khellam…. Osthir game…. Seser step gula asolei kothin….

Level 0

Vai ami drop box er link theake download koresi…winrar dia ex koresi….amar simphony w 70 te full folder ta send koresi…..4 mb er apk file install koresi…..open korte bolsa wifi connection lagbe……kivabe ki korbo??

    Level 0

    @nirob alo: bhai apni file gulu kun folder e copy korechen bolun…..WiFi conecction chawar karon ta ki lekha ache?? Jodi bole extra file download korte hobe tahole apni thik folder e copy koren nai….ar activation chaile mobile Airplane mode e rekhe game chalo koren….

Level 0

আপনি বললেন ২০০ মেগাবাইট , কিন্তু Google Drive থেকে ডাউনলোড করলাম ১০৫ মেগাবাইট । Extract করে ১৭৮ মেগাবাইট হইছে । এই একটাই ফাইল নাকি আরও আছে ? এটা আরেকবার ডাউনলোড করেছিলাম । Install দিলাম কিন্তু চলল না । পরে Uninstall করে দিয়ে দেখি ডাউনলোড করা ফাইল টাও কেটে দিসি । তাই আবার ডাউনলোড করলাম । Install দিলাম কিন্তু এইবারও চলল না । লেখা আশে “Unfortunately Rayman Jungle Run has Stopped” . ডাটা ফাইল গুলো ঠিক মতই Paste করলাম । কিন্তু দুইবারই পারলাম না । ফাইল কি আরও আছে ? না থাকলে চলতেছে না ক্যান ? আমার সেট Symphony W65 , Root করা না ।

    Level 0

    @Repon13: দয়া করে আবার চেক করেন ফাইলটা ঠিক জায়গায় কপি করেছেন কিনা। ফাইল এর সাইজ ঠিক আছে। না হলে Android/Obb ফোল্ডারে কপি করে দেখেন। Obb ফোল্ডার না থাকলে বানিয়ে নিন।

Level 0

@Sohag: bhai trully amazing game.THANKS

    Level 0

    @Sea hawk: আপনাকেও ধন্যবাদ।

ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।
এই গেম টা ঠিক মতই অপেন করতে পারছি ও খেলতে পারছি।
কিন্তু আপনার ব্লগে He-Man নামে একটা গেম আছে , ঐ গেম টা অপেন করার অনেক চেষ্টা করছি কোন মতেই পারি নাই। শুধু ডাউনলোডিং ফেইল্ড দেখায়।
ঐ গেম টা কিভাবে অপেন করব ও কিভাবে খেলব নিয়ম টা বলে দিলে অনেক খুশী হতাম।

    Level 0

    @এম, মাহমুদুল হাসান ।: কি বলেন ভাই, আমারতো কোন গেমিং ব্লগ নাই 🙁

সরি ভাই, আমি এই http://topsapk.blogspot.com/?m=1 ব্লগ টি আপনার মনে করেছিলাম ।
যাই হোক, He-Man গেইম টি নিয়ে ১ টি পোষ্ট করার আবেদন রইল।

android এর এমন কনো mp3 প্লেয়ার আছে কি জার মাধ্যমে আমি যখন ফোনে কথা বলবো তখন এক শাতে গান সুনতে এবং সুনাতে পারবো । অরথাত কথা বলার সমাই ২ জনই গান সুনতে পারবো। !

    Level 0

    @রাকিব হাসান: হোমে ক্লিক করে গান প্লে করুন।

Level 0

ভাই আপনার কাছে Android Games এর ছোট খাট একটা ভাণ্ডার আছে বলে মনে হচ্ছে। আপনার বাসা ঢাকায় হয়ে থাকলে আপনার সাথে যোগাযোগ করে সেইগুলি নিতে চাই। আপনার মতামতের অপেক্ষায় থাকলাম, আপনার ফেসবুক আইডি টা একটু বলেন……।

    Level 0

    @saif: ফেসবুক আইডি পোস্টে দেওয়া আছে।

viaa walton primo 2 te ki 2ta sim ei 3G suport korbe ?