আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। এটা আমার প্রথম টিউন। ভুল ত্রুটি হলে অনুগ্রহ করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ আপানাদের মধ্যে অ্যান্ড্রয়েড এর কিছু গুরুত্বপূর্ণ সিকিউরিটি কোড শেয়ার করছি, কখনো আপনার প্রয়োজন হতে পারে।
*#06# – IMEI নাম্বার প্রদর্শন করবে।
*2767*3855# – ফ্যাক্টরি রিসেট কোড( ফনের সব ডাটা ডিলিট হয়ে যাবে )
*#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য।
*#*#273282*255*663282*#*#* – সকল মিডিয়া ফাইল ব্যাক আপ করার কোড।
*#*#197328640#*#* – সার্ভিস টেস্ট মোড কোড।
*#*#1111#*#* – FTA সফটওয়্যার ভার্সন ।
*#*#1234#*#* – PDA এবং firmware ভার্সন।
*#*#232339#*#* – Wireless LAN টেস্ট কোড।
*#*#0842#*#* – ব্যাক লাইট ও ভাইব্রেসন টেস্ট কোড।
*#12580*369# – সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফর্মেশন।
*#*#2664#*#* – টাচ স্ক্রীন টেস্ট কোড।
*#9900# – সিস্টেম ডাম্প মোড।
*#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন।
*#*#34971539#*#* – ক্যামেরা ইনফর্মেশন।
*#872564# – ইউএসবি লগিন কন্ট্রোল।
*#301279# – HSDPA/HSUPA কন্ট্রোল মেনু।
*#7465625# – ফোন লক স্ট্যাটাস।
*#*#7780#*#* – ফ্যাক্টরি রি-স্টোর সেটিং। গুগল অ্যাকাউন্ট সহ সকল সিস্টেম ডাটা মুছে যাবে।
*2767*3855# – ফ্যাক্টরি ফরম্যাট সেটিং। সকল ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে।
*#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি ইনফর্মেশন।
*#*#273283*255*663282*#*#* – ফাইল কপি স্ক্রীন। সব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করা যাবে।
*#*#197328640#*#* – সার্ভিস মোড কোড। বিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য।
*#*#7594#*#* – এই কোড আপনার ইন্ড কল/ পাওয়ার বাটন কে ডাইরেক্ট পাওয়ার অফ বাটন এ পরিনত করবে।
*#*#8255#*#* – G Talk সার্ভিস মনিটর কোড।
*#*#34971539#*#* – ক্যামেরা ইনফর্মেশন। ক্যামেরা ফার্মওয়্যার আপডেট অপশন টি ব্যবহার করবেন না। এতে আপনার ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে।
W-LAN, GPS and Bluetooth Test Codes:
*#*#232339#*#* OR *#*#526#*#* OR *#*#528#*#* – W-LAN টেস্ট কোড। টেস্ট শুরু করার জন্য মেনু বাটন ব্যবহার করুন।
*#*#232338#*#* – ওয়াইফাই ম্যাক এড্রেস।
*#*#1472365#*#* – জিপিএস টেস্ট।
*#*#1575#*#* – আরেকটি জিপিএস টেস্ট কোড।
*#*#232331#*#* – Bluetooth টেস্ট কোড।
*#*#232337#*# – Bluetooth ডিভাইস ইনফর্মেশতেস
*#*#0588#*#* – প্রক্সিমিটি সেন্সর টেস্ট।
*#*#0*#*#* – এলসিডি টেস্ট।
*#*#2664#*#* – টাচ স্ক্রীন টেস্ট।
*#*#2663#*#* – টাচ স্ক্রীন ভার্সন।
*#*#0283#*#* – প্যাকেট লুপ ব্যাক।
*#*#0673#*#* OR *#*#0289#*#* – মেলোডি টেস্ট।
*#*#3264#*#* – র্যাম ভার্সন টেস্ট
অ্যান্ড্রয়েড ফোনের অনেক সিক্রেট কোড যা আমরা অনেকেই জানিনা। এই কোডগুলো ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোনের বিভিন্ন সেটিংস্ পরিবর্তন ও ফোনে বিভিন্ন টেস্ট পরিচালনা করা যাবে। আশাকরি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ। পোস্টটি পূর্ব প্রকাশিত হয়েছেঃ- এখানে
আমি কে. এম. ইমরান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
jotil hoise.