জিপি সিম দিয়ে এন্ড্রয়ডে আনলিমিটেড ফ্রী ডাউনলোড করুন এক্কেবারে নিশ্চিন্তে

এই নিয়মটাকে আমি তিন ভাগে ভাগ করেছি। সিরিয়ালি ব্যাখ্যা করলামঃ ১. প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করাঃ এর জন্য আপনার লাগবে নিচের সফটওয়্যারগুলাঃ # ORbot: Proxy with Tor ডাউনলোড করুন প্লে স্টোর অথবা এখান থেকে # UC Browser for Android ডাউনলোড করুন প্লে স্টোর অথবা এখান থেকে # Clipper Plus ডাউনলোড করুন প্লে স্টোর(Lite) , প্লে স্টোর(Full version) অথবা এখান থেকে(অবস্যই full version 😛 ) # Loader droid ডাউনলোড করুন প্লে স্টোর অথবা এখান থেকে ২. সফটওয়্যার/সেটিং কনফিগার করাঃ # Clipper plus ইন্সটল করার পর Clipper+ এ ঢুকুন। সেখান থেকে যান Prefences> Monitoring> এখানের সব অপশনে টিক মার্ক দিন। এরপর Cleanup level এ ক্লিক দিয়ে লিখুন 999999 # Loader droid ইন্সটল করার LoaderDroid এ ঢুকুন। সেখান থেকে Settings এ যান এবং নিচের মত কনফিগার করুনঃ Allowed Connection: Allow Wi-Fi and Mobile Network Number of parts: 1 Show advance preferences এ টিক মার্ক দিন Number of connections এ লিখুনঃ 999999999 (নয়টা নয়) Limit number of simultaneous... এ টিক দিন Max number 0f loadings এ লিখুনঃ 999999999 (নয়টা নয়) Number of retries এ লিখুনঃ 999999999 (নয়টা নয়) Retry timeouts এ কমা দিয়ে যুক্ত করুন 9999 এভাবেঃ # দুইটি এক্সেস পয়েন্ট খুলুন এভাবেঃ প্রথম এক্সেস পয়েন্ট Name: Orbot apn: gpmms প্রথম এক্সেস পয়েন্ট এতটুকুতেই সেইভ করুন। দ্বিতীয় এক্সেস পয়েন্ট Name: gpmms apn: gpmms proxy: 10.128.1.2 port: 8080 দ্বিতীয় এক্সেস পয়েন্ট এতটুকুতেই সেইভ করুন... ব্যাস! কাজ শেষ! উপরের কাজগুলা একবার করা হলে আর দ্বিতীয়বার করা লাগবে না... ২. লিঙ্ক কালেকশনঃ লিঙ্ক কালেকশনের জন্য এই লিঙ্কের প্রথম নিয়মে অর্বট চালু করুন। এরপর আপনি যেই ফাইল ডাউনলোড করতে চান, ইউসি ব্রাউজার দিয়ে সেই লিঙ্কে ক্লিক দিয়ে download এ ক্লিক দিন... ডাউনলোড শুরু হলে অপশন থেকে Downloads এ ক্লিক দিন। এরপর যে ফাইলটা ডাউনলোড হচ্ছে, সে ফাইলের উপর ক্লিক দিয়ে রাখুন। দেখবেন, নিচের মত কিছু অপশন আসবে। সেখান থেকে Task Details এ ক্লিক দিন... এরপর নিচের মত কিছু অপশন আসবে। সেখান থেকে File URL এর পাশের Copy বাটনে ক্লিক দিন... তাহলে লিঙ্কটা ক্লিপারে সেইভ হয়ে যাবে। এভাবে কিছু লিঙ্ক কপি করতে থাকুন। সব লিঙ্কই ক্লিপারে সেইভ হয়ে যাবে এভাবে... ৩. ফাইল ডাউনলোডিং: এবার অর্বট ডিস্কানেক্ট করুন এবং gpmms এক্সেস পয়েন্ট সিলেক্ট করুন... এবার Loader droid এ ঢুকুন এবং Browser বাটনে ক্লিক দিন... এরপর বক্সে https://zacebook.com লিখে Go দিন। তাহলে নিচের মত পেইজ আসবে। এখানে ক্লিপার থেকে লিঙ্ক কপি করে করে পেস্ট করে Unblock অথবা Go (কীবোর্ডে) তে ক্লিক দিন... ( নটিফিক্যাশন বার টেনে ক্লিপারে ক্লিক দিন। লিঙ্কের লিস্ট এখানেই পাবেন। সেখান থেকে একটা একটা লিঙ্ক ক্লিক করে করে পেস্ট করুন)। দেখবেন, নিচের মত কিছু অপশন আসবে... যদি শুধু একটা ফাইল ডাউনলোড করতে চান, তাহলে Start এ ক্লিক দিন। সাথে সাথেই ডাউনলোড শুরু হয়ে যাবে। আর যদি অনেকগুলা ফাইল একসাথে ডাউনলোড করতে চান, তাহলে + বাটনে ক্লিক করে আবার আরেকটা লিঙ্ক ক্লিপার থেকে কপি করে Zacebook এ ঢুকার পর যে বক্সটা আসে, সেটাতে পেস্ট করুন এক-এক করে। তবে ডাউনলোড Start কিংবা + আগে অবস্যই ফাইলের নাম এবং এক্সটেনশন ঠিক ভাবে লিখে Start কিংবা + এ ক্লিক দিবেন (উপরের স্ক্রীনশট দেখুন) যদি অনেকগুলা ফাইল একসাথে + দিয়ে এড করে থাকেন, সবগুলা এড করার পর নিচের মত অপশনে গিয়ে সব ডাউনলোড Resume করুন (না বুঝলে Loader droid এর ভিতরের Tips%Tricks দেখুন। আশা করি, বুঝতে পারবেন) এবং OK তে ক্লিক দিন। সব ফাইল একই সাথে ডাউনলোড শুরু হবে... 😀 যদি মাঝপথে ডিস্কানেক্ট হয়েও যায়, সমস্যা নাই। অটোমেটিক রিজিউম হবে... এবং ডাউনলোড কমপ্লীটও হবে... 😀 Apologies: ১. আমার অভ্যেস খারাপ। স্ক্রীনশট দিতে একটা আলাদা মজা পাই। তাই এখানেও স্ক্রীনশট বেশি দিয়ে পোস্ট লম্বা করে ফেলেছি। কারও অসুবিধা হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ... ২. বানান ভুল হলে/লিঙ্কে সমস্যা থাকলে জানাবেন... ফেইসবুকে আমিঃ http://www.facebook.com/p32929

 

Updated on 8 September, 2013: এখন https://zacebook.com এর পরিবর্তে ঢুকুন https://sslsecureproxy.com এ...

ধন্যবাদ...

Level 0

আমি ফাইয়াজ বিন সালাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 159 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম ফাইয়াজ বিন সালাম। আমার বয়স ১৭ বছর। আমি চট্টগ্রামে থাকি... যদি এটা ফেইসবুক হত তাহলে আমি আমার Biographical Info টা দিতাম এভাবেঃ I am a simple looking, complex minded, compound boy. I'm happy with whatever I am and whatever I have. I'm like no one and no one...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Vai,apnara mone hoy GP re janaya sarben…………then?sobaaaaaaaar bash.am I right?
anyway,techtunes is a free site,anyone can see it!!!!!!Dont mind,thanks.

Level 0

vai gp already jane eta somporke..@parudu

ki shpb disen

Level 0

Will There Be A Problem If I Maintain Balance In My Account?Will Be Charged?

    @Prantoroy: টাকা রেখেও অনেকবার করেছি। টাকা কাটেনি। তবে আমার মতে টাকা না রাখলেই ভাল। বাইসেন্সের কোন লাইসেন্স নাই ভাই ;P

Level 0

কঠিন কঠিন লাগছে,আর সোজা কোন উপাই নাই

    @Al-Emran: আমি গুছিয়ে লিখতে পারিনি। তাই হয়ত কঠিন মনে হচ্ছে। সত্যি বলতে, এই সব কাজ করতে বড়জোর ৩~৪ মিনিট সময় লাগবে…

vai ORbot use korte hole to device ta root korte hobe tai na?Shodho ki gpmms diye kora jabe?

Level 0

আমার galaxy y দিএ orbot চলেনা।তাহলে কিবাবে করবো।

    @rhriyad: গ্যালাক্সির কিছু মোবাইলের স্টক কার্নেলে gpmms কাজ করে না। এজন্য কাস্টম কার্নেল ইউস করতে হবে। আমার কিছু ফ্রেন্ড ওভাবেই করেছে…

Thanks……..!

Level 2

UDP র যুগে কত সুখেই না ছিলাম! এর প্রতিশোধ অনেক ভয়ংকর GP বুঝে নিও।

    @omi97: আসলেই ভাই, UDP দিয়ে নেট অনেক স্লৌ ছিল, সপ্তাহে সপ্তাহে ৩ MB নিতে হত স্পীড ভাল পাবার জন্য। কিন্তু GPMMS দিয়ে কোন খরচ ছাড়াই সর্বোচ্চ ৩০~৩৫ KB/sec স্পীড পাওয়া যায়…

রুট করা ব্যাতিত এই নিয়মে ব্যাবহার করা যাবে কি?
উত্তরের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।

thanks for tune. which Xperia device you’re using?

uc টা ডাউনলোড করতে ‍পারছি না। দেখবেন কি একটু। মোবাইলে টাকা না রাখলে কাজ হবে। আর কোন পেকেজ চালু রাখব, p1 হলে কেমন হয়। মোবইলটা অবশ্য রুট করা আছে। চেষ্টা করে দেখব। ধন্যবাদ।

আর জিপিএমএমএস দিয়ে কম্পিউটারে কিভাবে zippy share থেকে রিজুম ডাউনলোড করা যায়, যদি কারো লাগে তাহলে আওয়াজ দেন। ধন্যবাদ টিউনের জন্য।

Level 0

GP hasiya koy…Likhe rakho ek fota dilam sisir…GP somudro poriman taka luut kore niyese..amra jotoi pisab kori somudro banate parbo na..so carry on..

Level 0

vi apnar phoner ar room ar nam ta ki…. download link ta dean.
Thanks

Level 0

galaxy y ar coustom rom ta dien

    @rubel799: কাস্টম রম না ভাই, কার্নেল। ইচ্ছা হলে রমও ইন্সটল করতে পারেন। সেটা আপনার ইচ্ছা…

    এখন আমি লিঙ্ক কোথায় পাই সেই কার্নেলের? ;-/ আমি তো সেটার নামই জানি না ;-/ আপনি গুগলিং করে দেখেন। আশা করি, পেয়ে যাবেন। ওয়িশ ইউ অল দা বেস্ট…

Level 0

vai sobkisu korci……kintu loader droid dia zacebook e dhukte pasci na…..phn unroot..
ans er jnno wait korci…..

ভাই droid loader কি HTTPS support করে। আমি সব কিছু ঠিক করে করলাম কিন্তু কাজ হলো না। droid loader এ পেজ Error দেখায়। এবং Orbot কানেক্ট হয় কিন্তু কোনো পেজ লোড হয় না। Please help me…

Level 0

gp mms select korci…@ফাইয়াজ বিন সালাম

Level 0

ভাই, loader এ download failed দেখায়।

    @sundorban: মাঝে মাঝে কিছু ফাইল ডাউনলোড ফেইল্ড হতে পারে লিঙ্কের সমস্যার কারণে। আপনি অন্য কোন ফাইল ডাউনলোড করার চেষ্টা করে দেখুন। আশা করি হবে ইনশা আল্লাহ…

Level 0

je vai exit korci@ফাইয়াজ বিন সালাম

Level 0

vi,playstore theke PC te app kivabe download korbo?
bolben,please,,,,

vai ami symphony w35 use kore kintu free net use korte partasi na ….please akta tricks din….

vai apnake onak okan okan okan okan okan okan okan okan okan okan okan okan okan okan okan okan okan dhonnobad……….amar kaj hoise……

@rajowan roshid: sorry,,, okan vul kore like falsi,,,,oikhane hobe onak onak,,,sorry vaia….

Level 0

loader এ অনেক চেষ্টা করেও download করতে পারলাম না।

Level 0

unroot phn dia ei trks ta kaj korce eirokom kew asen….?takle plz bolen..

Level 0

ভাই আমি সনি এরিক্সন এক্সপেরিয়া sk17i ব্যবহার করি। এটা কিভাবে root করব তা নিয়ে বিস্তারিত বললে ভাল হতো। আমি কিছুতেই মোবাইল টা root করতে পারতেছি না। আমার ফেবু id-fb.com/srony25 আর mail id- [email protected]। সাহায্যের আপেক্ষায় ..Rony

এই পদ্ধতিতে কি Walton Primo G1 এ হবে ?
Android – PC Software Download করার জন্য আমি একটা ব্লগস্পট আছে সময় পেলে ঘুরে আসবেনDownloadsable

Level 0

ভাই অনেকবার ট্রাই করলাম হলো না…………..loader droid dia zace book e dukte parci na…….”web page not found” dekhay………ei triks ta unroot phn e kaj kore kina eita plz ektu janan…@ফাইয়াজ বিন সালাম

Bhi koy parle help koran plz ami walton primo NX use kori root korbo kivhaba?r jodi karo free shopping card/credit card ba kono bank support lagla call me 01836795898 ami help korbo
tnx

Level 0

@ফাইয়াজ বিন সালাম: ভাই আমার মোবাইল ভারসন 4.0.4 । প্লিজ ভাই একটু হেল্প করেন। কম্পিউটার দিয়ে ১ ক্লিকে রুট করার পদ্ধতি ট্রাই করছিলাম but কাজ হয় না। মনে হয় ফ্লাস দিয়ে রুট করতে হবে। প্লিজ হেল্প করেন।

    @Rony:এক ক্লিকে রুট করার টুল টা যদি কাজ না করে, আপনাকে ফ্লাশটুল দিয়েই করতে হবে। আমিও আমার এক্সপেরিয়া মিনি ফ্ল্যাশটুল দিয়ে ডাউনগ্রেড করে রুট করে আপগ্রেড করি… এটাই বেস্ট আমার মতে। কারণ, এক ক্লিকে রুট করার পর যে সুপার ইউজার আপ্লিক্যাশনটা ইন্সটল হয়, সেটা খুবই বাজে…

Level 0

vai bohu chestar poreo apnar loader droid kaj kore na faild dakhay

Level 0

vai ami Uc_Browser_Apk_9.2.0_Android eta install dite parsina kivabe install debo pls bolben.

Level 0

ভাই সব কিছু ঠিক আছে Browsing & Download স্পীড খুব ভাল । কিন্তু আমি একাটা সমসসা Face করছি । কোন File Download দিয়া রাখলে Display Light Off হয়ে গালে Download automatic off হয়ে যাচ্ছে মানে Loder Droid sleep হয়ে যাচ্ছে । Screen on করলে আবার Automatic Download শুরু হচ্ছে । কি করলে Display off হয়ে গেলেও Download হবে Please জানান………………..আমি Walton Primo সেট ব্যবহার করি ।

ভাই আজ দুই দিন যাবত zacebook.com কাজ করছে না, এখন কি করতে পারি? একটু হেল্প করেন।

Level 0

হাহা post দেখে হাসি লাগ্লল এতো কিছু করার দিরকার না। gpmms connection করে Uc Browser এ যান এই বার Address Bare
গিয়ে সরাসরি লিখন https://zacebook.com.

For download us this proxy .No connection problems resume support : https://proxy-server.at/

For browsing .No browsing problem.Use this proxy: https://hideipproxy.com

All proxy have tested.You can use.