এই নিয়মটাকে আমি তিন ভাগে ভাগ করেছি। সিরিয়ালি ব্যাখ্যা করলামঃ ১. প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করাঃ এর জন্য আপনার লাগবে নিচের সফটওয়্যারগুলাঃ # ORbot: Proxy with Tor ডাউনলোড করুন প্লে স্টোর অথবা এখান থেকে # UC Browser for Android ডাউনলোড করুন প্লে স্টোর অথবা এখান থেকে # Clipper Plus ডাউনলোড করুন প্লে স্টোর(Lite) , প্লে স্টোর(Full version) অথবা এখান থেকে(অবস্যই full version 😛 ) # Loader droid ডাউনলোড করুন প্লে স্টোর অথবা এখান থেকে ২. সফটওয়্যার/সেটিং কনফিগার করাঃ # Clipper plus ইন্সটল করার পর Clipper+ এ ঢুকুন। সেখান থেকে যান Prefences> Monitoring> এখানের সব অপশনে টিক মার্ক দিন। এরপর Cleanup level এ ক্লিক দিয়ে লিখুন 999999 # Loader droid ইন্সটল করার LoaderDroid এ ঢুকুন। সেখান থেকে Settings এ যান এবং নিচের মত কনফিগার করুনঃ Allowed Connection: Allow Wi-Fi and Mobile Network Number of parts: 1 Show advance preferences এ টিক মার্ক দিন Number of connections এ লিখুনঃ 999999999 (নয়টা নয়) Limit number of simultaneous... এ টিক দিন Max number 0f loadings এ লিখুনঃ 999999999 (নয়টা নয়) Number of retries এ লিখুনঃ 999999999 (নয়টা নয়) Retry timeouts এ কমা দিয়ে যুক্ত করুন 9999 এভাবেঃ # দুইটি এক্সেস পয়েন্ট খুলুন এভাবেঃ প্রথম এক্সেস পয়েন্ট Name: Orbot apn: gpmms প্রথম এক্সেস পয়েন্ট এতটুকুতেই সেইভ করুন। দ্বিতীয় এক্সেস পয়েন্ট Name: gpmms apn: gpmms proxy: 10.128.1.2 port: 8080 দ্বিতীয় এক্সেস পয়েন্ট এতটুকুতেই সেইভ করুন... ব্যাস! কাজ শেষ! উপরের কাজগুলা একবার করা হলে আর দ্বিতীয়বার করা লাগবে না... ২. লিঙ্ক কালেকশনঃ লিঙ্ক কালেকশনের জন্য এই লিঙ্কের প্রথম নিয়মে অর্বট চালু করুন। এরপর আপনি যেই ফাইল ডাউনলোড করতে চান, ইউসি ব্রাউজার দিয়ে সেই লিঙ্কে ক্লিক দিয়ে download এ ক্লিক দিন... ডাউনলোড শুরু হলে অপশন থেকে Downloads এ ক্লিক দিন। এরপর যে ফাইলটা ডাউনলোড হচ্ছে, সে ফাইলের উপর ক্লিক দিয়ে রাখুন। দেখবেন, নিচের মত কিছু অপশন আসবে। সেখান থেকে Task Details এ ক্লিক দিন... এরপর নিচের মত কিছু অপশন আসবে। সেখান থেকে File URL এর পাশের Copy বাটনে ক্লিক দিন... তাহলে লিঙ্কটা ক্লিপারে সেইভ হয়ে যাবে। এভাবে কিছু লিঙ্ক কপি করতে থাকুন। সব লিঙ্কই ক্লিপারে সেইভ হয়ে যাবে এভাবে... ৩. ফাইল ডাউনলোডিং: এবার অর্বট ডিস্কানেক্ট করুন এবং gpmms এক্সেস পয়েন্ট সিলেক্ট করুন... এবার Loader droid এ ঢুকুন এবং Browser বাটনে ক্লিক দিন... এরপর বক্সে https://zacebook.com লিখে Go দিন। তাহলে নিচের মত পেইজ আসবে। এখানে ক্লিপার থেকে লিঙ্ক কপি করে করে পেস্ট করে Unblock অথবা Go (কীবোর্ডে) তে ক্লিক দিন... ( নটিফিক্যাশন বার টেনে ক্লিপারে ক্লিক দিন। লিঙ্কের লিস্ট এখানেই পাবেন। সেখান থেকে একটা একটা লিঙ্ক ক্লিক করে করে পেস্ট করুন)। দেখবেন, নিচের মত কিছু অপশন আসবে... যদি শুধু একটা ফাইল ডাউনলোড করতে চান, তাহলে Start এ ক্লিক দিন। সাথে সাথেই ডাউনলোড শুরু হয়ে যাবে। আর যদি অনেকগুলা ফাইল একসাথে ডাউনলোড করতে চান, তাহলে + বাটনে ক্লিক করে আবার আরেকটা লিঙ্ক ক্লিপার থেকে কপি করে Zacebook এ ঢুকার পর যে বক্সটা আসে, সেটাতে পেস্ট করুন এক-এক করে। তবে ডাউনলোড Start কিংবা + আগে অবস্যই ফাইলের নাম এবং এক্সটেনশন ঠিক ভাবে লিখে Start কিংবা + এ ক্লিক দিবেন (উপরের স্ক্রীনশট দেখুন) যদি অনেকগুলা ফাইল একসাথে + দিয়ে এড করে থাকেন, সবগুলা এড করার পর নিচের মত অপশনে গিয়ে সব ডাউনলোড Resume করুন (না বুঝলে Loader droid এর ভিতরের Tips%Tricks দেখুন। আশা করি, বুঝতে পারবেন) এবং OK তে ক্লিক দিন। সব ফাইল একই সাথে ডাউনলোড শুরু হবে... 😀 যদি মাঝপথে ডিস্কানেক্ট হয়েও যায়, সমস্যা নাই। অটোমেটিক রিজিউম হবে... এবং ডাউনলোড কমপ্লীটও হবে... 😀 Apologies: ১. আমার অভ্যেস খারাপ। স্ক্রীনশট দিতে একটা আলাদা মজা পাই। তাই এখানেও স্ক্রীনশট বেশি দিয়ে পোস্ট লম্বা করে ফেলেছি। কারও অসুবিধা হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ... ২. বানান ভুল হলে/লিঙ্কে সমস্যা থাকলে জানাবেন... ফেইসবুকে আমিঃ http://www.facebook.com/p32929
Updated on 8 September, 2013: এখন https://zacebook.com এর পরিবর্তে ঢুকুন https://sslsecureproxy.com এ...
ধন্যবাদ...
আমি ফাইয়াজ বিন সালাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 159 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম ফাইয়াজ বিন সালাম। আমার বয়স ১৭ বছর। আমি চট্টগ্রামে থাকি... যদি এটা ফেইসবুক হত তাহলে আমি আমার Biographical Info টা দিতাম এভাবেঃ I am a simple looking, complex minded, compound boy. I'm happy with whatever I am and whatever I have. I'm like no one and no one...
Vai,apnara mone hoy GP re janaya sarben…………then?sobaaaaaaaar bash.am I right?
anyway,techtunes is a free site,anyone can see it!!!!!!Dont mind,thanks.