অনেক অনেক অনেক বার ট্রাই করেছেন। অনেক পদ্ধতিতে চেষ্টার পরেও কাজ হয়নি। এবার হবে 😀
কথা সেইটা না, কথা হইলো আসেন কাজের কথায় চলে যাই ডাইরেক্ট
ড্রাইভার ইন্সটল পদ্ধতিঃ
১।USBdeview সফটওয়্যারটি right click করে run as administrator দিয়ে ওপেন করুন। এসময় আপনার মোবাইল কম্পিউটারে কানেক্টেড থাকার দরকার নেই। MT65xx Preloader সহ যত ড্রাইভার আছে যেগুলো আপনার মোবাইল রিলেটেড, সব রাইট ক্লিক করে আনিন্সটল করুন। কম্পিউটার রিবুট করুন।
২। মোবাইল অফ করে USB port এ কানেক্ট করুন। MT65xx Preloader ইন্সটল হবে। রিবুট করুন পিসি এবং মোবাইল কম্পিউটার থেকে ডিসকানেক্ট করুন।
৩। Device Manager এ যান। মোবাইল বন্ধ থাকা অবস্থাতেই কানেক্ট করুন (আগে যে usb port এ কানেক্ট করেছিলেন সেটাতেই)। সতর্ক থাকুন, MT65xx Preloader দেখা যাবে Device Manager এ। ডাবল ক্লিক করে update driver এ যান। update করুন। ড্রাইভার এইটা। কাজ শেষ!
রুটঃ
এবার সাগর ভাইয়ের টিউটোরিয়াল দেখে ৩০ সেকেন্ডে রুটটা করে ফেলুন মশাই 😀
***এই টিউটোরিয়াল সাগর ভাইয়ের কাছে ভয়াবহ রকম কৃতজ্ঞ 🙂 ***
আমি proteek-kmc। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Driver: http://androidurdu.com/download/MT6577%20USB%20VCOM%20drivers.rar
সাগর ভাইয়ের টিউনঃ https://www.techtunes.io/android/tune-id/229127