আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । যাদের ফোন স্ক্রিন 240*320,LDPI
তারা " Sony Xperia Z "এর দারুন Wallpaper গুলো আপনার ফোনে default Wallpaper করে নিন । pack 1 এ ১৩ টি Wallpaper এবং pack 2 এ ৫২ টি Wallpaper আছে । আপনার যেটা চায় নিচ থেকে download করুন । তারপর নিচের পদ্ধতি অনুসরন করুন । xda developer "Yash98" কে অনেক ধন্যবাদ কারন উনি প্রথম এটি extract করেছেন ।
এখান থেকে pack 1 (2.8 mb) download করুন ।( ১৩ টি Wallpaper )
অথবা-
এখান থেকে pack 2 (11.3 mb) download করুন । ( ৫২ টি Wallpaper )
এবার কাজটি আপনি দুই ভাবে করতে পারেন -
পদ্ধতি ১* Zip ফাইলটি flash দিয়ে ।
১। Zip ফাইলটি SD Card এ নিন ।
২। ফোন recovery mode এ অন করুন ।
৩। Install zip from sdcard - এ ক্লিক করুন ।
৪। choose zip from sdcard - এ ক্লিক করুন ।
৫। Zip ফাইলটি select করে দিন ।
৬। Yes Install - এ ক্লিক করুন ।
৭। enjoy করুন ।
পদ্ধতি ২- root explorer ব্যবহার করে ।
১। Zip ফাইলটি extract করুন । app , meta-inf , etc এই ৩ টি ফোল্ডার পাবেন । etc ফোল্ডার ওপেন করুন , customization ফোল্ডার পাবেন । customization ফোল্ডার এর মধ্যে অনেক ফোল্ডার আছে (customization/content/com/enigma/wallpaperpicker/wallpapers)সেগুলোর কোন পরিবর্তন করবেন না ।
২। customization ফোল্ডার পুরোটাই কপি করে system/etc এর মধ্যে paste করুন ।
৩। enjoy
এবার wallpaper setting - enigma wallpapers এ আপনি Sony Xperia Z এর দারুন Wallpaper গুলো পাবেন ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thankx ভাই, তবে recovery mode এ অন কিভাবে করব বুঝতে পারছি না।
আর install zip from SD card option কোথায় পাব সেটাও বুঝতে পারছি না।
একটু detail বলবেন please.