এটা আমার প্রথম টিউন । আশা করি আপনারা উপকৃত হবেন , তারপর ও যদি কেউ করতে না পারেন বা কোন কারনে বিফল হন কমেন্ট করবেন সমাধান দিতে চেষ্টা করব , ROOT করা সংক্রান্ত সকল ঝুকি আপনার । তবে আপনাকে আমি এটুকু বলতে পারি আমার এই টিউনটি ঠিক মত follow করলে আশা করি কার মোবাইল এ কোন ক্ষতি হবে না।
১। MT6577 USB VCOM drivers ( ড্রাইভার )
১ । প্রথমে ২ টা zip file কে unzip করুন । ড্রাইভার install করুন , এবং অবশ্যই আমার দেয়া ড্রাইভার , অবশ্যই আপনার কম্পিউটার রিস্টার্ট দিবেন ড্রাইভার ইন্সটল করার পরে ।
২। খুলুন Flash Tool এবং Select Scatter Loading এ ক্লিক করুন । { Flash Tool টি যেহেতু Portable Version তাই আপনারা যারা Windows7 এর Service Pack 1 এবং যারা Windows 8 ব্যাবহার করেন , তারা অবশ্যই Flash Tool টি "Run As Administrator" এ ক্লিক করে ওপেন করবেন । তা না হলে কাজ করবে না ডাউনলোড হবে না ৯ নাম্বার স্টেপ এ । ধন্যবাদ । }
৩। scatter file টি লোড করুন
৪। "RECOVERY" ফাইল এর উপর Double click করুন
৫। সিলেক্ট "recovery_twrp_w35.img" ফাইল
৬। চাপুন "Download"
৭। চাপুন "Yes"
৯ । এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় , আপনার ফোনটি অবশ্যই "usb dubugging" মোড এ থাকতে হবে । এখন আপনার ফোনটি অফ করুন এবং ব্যাটারি খুলুন , ১ মিনিট অপেক্ষা করে ব্যাটারি লাগান , ফোন অন করবেন না, অফ রেখেই ডাটা কেব্ল দিয়ে কম্পিউটার এর সাথে সংযুক্ত করুন .
১০। সব কিছু ঠিক থাকলে, এই রকম একটা পপ আপ মেসেজ আসবে
১। ডাটা কেব্ল খুলুন "Power button + Volume UP button " চেপে দরে রাখুন যতক্ষন না আপনি TWRP recovery. স্ক্রীন দেখতে পাচ্ছেন ।
২. এই মেনু থেকে "Reboot" চাপুন
৩. পরের মেনু থেকে "System" চাপুন
৪. এখন আপনাকে জিজ্ঞেস করা হবে SuperSu ইন্সটল করবেন কি না । আপনি যদি ইন্সটল করতে চান তাহলে swipe left to right অপশন টি টেনে ডান দিকে নিয়ে যান । এটা করবেন , তাহলে ভালো হবে ।
৫. এর পর ফোন টি রিবুট নিবে , সেট অন হলে আমার দেয়া apk অ্যাপ্লিকেশান ২ টা সেট এ ইন্সটল করুন এবং enjoy করুন root privilege.
৬। ব্যাস শেষ হল আমাদের রুট যাত্রা । সবাই ভালো থাকবেন ।
আমি সাগর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি সাগর, থাকি খুলনাতে ... খুলনাতেই বর হয়েছি এবং ইচ্ছা আছে যতদিন সম্ভব খুলনাতে ই থাকব । আমি বর্তমানে আযাম খান কমার্স কলেজ এ বিবিএ ৩য় বর্ষের একজন ছাত্র । আমার এক মাত্র শখ হল কম্পিউটার সম্পর্কিত যে কোন বিষয় শেখা । এতা আমার শখ না এটা আমার নেশা ।
ভাই সুন্দর টিউন এর জন্য ধন্যবাদ। ভাই আমাকে পারলে হেল্প কররেইন । আমি আমার সেম্ফনি W10 সেট রুট করার পর থেকে আমার সেট অনেক স্লও হয়ে গেছে। আমি মেমরি কার্ডে কোন ভাইরাস না ই আমি সিউর । প্লিস সমাধান চাই সবার কাছে ।