সিম্ফোনী ডাব্লিও ৩৫ ব্যবহারকারিদের কিছু সমস্যা, সমস্যার কারন ও সমাধান [পর্বঃ১]

সমস্যাঃ সিম্ফোনী ডাব্লিও ৩৫ কেন গরম হয়?

উত্তরঃ প্রসেসর নির্ভর সকল স্মার্টফোনই কিছুটা গরম হয়. এটা স্মার্টফোন ব্যবহারের একটা স্বাভাবিক ঘটনা. এটা কোন সমস্যা নয়. প্রসেসর এর কাজ হচ্ছে ব্যবহারকারির ইনপুট করা যেকোন প্রকার ডেটা অথবা কমান্ড প্রসেসিং করা এবং তার আউটপুট ফলাফল প্রদান করা. ডেটা প্রসেসিং সময় কালে সকল প্রসেসরই গরম হয়. এখন অনেকে প্রশ্ন করবেন সিম্ফোনী ডাব্লিও ৩৫ বেশি গরম হয় কেন? এর বেশ কয়েকটি কারন আছে. প্রথমেই আমি যে বিষয়টি উল্লেখ করব তা হল - যারা কম্পিউটার ব্যবহার করেন তারা জেনে থাখবেন কম্পিউটার প্রসেসর ঠান্ডা রাখার জন্য তাতে কুলিং ফ্যান ব্যবহার করা হয়. তবে কম্পিউটার সিপিইউ তে কুলিং ফ্যান লাগানোর জন্য যথেষ্ট স্পেস থাকে যা স্মার্টফোনের স্বল্প পরিসরে লাগানো সম্ভব নয়. এটা তো একটা মাত্র কারন. অনেকে প্রশ্ন করবেন তাহলে অন্যান্য স্মার্টফোন গুলো এই ফোনের তুলনায় কেন কম গরম হয়? সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয় যেমন, হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে জানতে হবে. আপনি ৬২৯০ টাকা মূ্ল্যের সিম্ফোনী ডাব্লিও ৩৫ স্মার্টফোন ব্যবহার করছেন যা বর্তমানে সর্বনিম্ন মূল্যের একটি আপডেটেড স্মার্টফোন. এতে ব্যবহার করা হয়েছে ১ গিগাহার্টজ সিঙ্গেল কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র‍্যাম, ৪ গিগাবাইট রোম. যার কারনে আপনি অনায়াসে এইচডি ভিডিও এবং ত্রিমাতৃক এপ গেইম চালাতে পারেন. এছাড়াও এতে ব্যবহার করা হয়েছে ৪.১ জেলিবিন অপারেটিং সিস্টেম. জেলিবিন অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড এর বর্তমান ও সর্বশেষ সংস্করন এবং এতে এন্ড্রয়েড এর অন্যান্য সংস্করন থেকে আরো উন্নত গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে. এই সংস্করনটি চালাতে নূন্যতম ১ গিগাহার্টজ প্রসেসর গতি প্রয়োজন. তবে ভাল ফলাফল পেতে ডুয়েল কোর অথবা তার চাইতে বেশি ক্ষমতা সম্পন্ন প্রসেসর প্রয়োজন. ১ গিগাহার্টজ সিঙ্গেল কোর প্রসেসর তার উপর ৪.১ জেলিবিনের লোড নিতে বেশ কিছুটা হিমসিম খেতে হয় এই প্রসেসর টিকে. এই নুন্যতম গতি সম্পন্ন প্রসেসর টি জেলিবিনের সকল প্রকার গ্রাফিকাল লোড প্রসেস করতে গিয়ে খুব তারাতারি গরম হয়ে উঠে. উদাহরন স্বরূপঃ অনেকেই লো কনফিগারেশন এর কম্পিউটার ব্যবহার করেন যাতে উইন্ডোজ এক্সপি ভাল ভাবে চলে কিন্তু সমস্যা দেখা দেয় তখন যখন আপনি উইন্ডোজ এর লেটেস্ট সংস্করন ব্যবহার করতে যাবেন. বা বুঝা না গেলে আরেকটা উদাহরনঃ আপনার কম্পিউটার এর সব হার্ডওয়্যার আপডেটেড শুধু প্রসেসরটি কম গতি সম্পন্ন এবং অন্যান্য সব ঠিক মত চললেও যখন আপনি কোন এইচডি ভিডিও বা গ্রাফিক্স এর কাজ করতে যাবেন তখন লক্ষ করবেন প্রসেসর ভিষন গরম হয়ে যাচ্ছে, কুলিং ফ্যান খুব বেশি শব্দ করছে এবং পিসি স্লো করছে. সিম্ফোনী ডাব্লিও ৩৫ এর ক্ষেত্রেও ঠিক তাই. এছাড়াও ব্যবহারকালিন সময়ে মাদারবোর্ড এ থাকা ছোট ছোট আইসি,র‍্যাম,ডিসপ্লে,ব্যাটারী ইত্যাদি কিছুটা গরম হয়ে উঠে যা শুধু এই সেটের নয় সকল এন্ড্রয়েড স্মার্টফোন গরম হওয়ার একটি কারন. এরপর শেষ যে বিষয়টি লিখব তা হল এর মাল্টি টাস্কিং সুবিধা. আপনারা জানেন এন্ড্রয়েড স্মার্টফোনে কম্পিটারের মত মাল্টি টাস্কিং ব্যবহার করা যায়.যারা জানেন না তাদের জন্যঃ মাল্টি টাস্কিং হচ্ছে সেই সুবিধা যার দ্বারা আপনি একসাথে অনেক গুলো টাস্ক নিয়ে কাজ করতে পারবেন. ধরুন, আপনি অডিও গান শুনছেন, সেই সাথে ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করছেন, ব্লুটুথ এ ফাইল শেয়ার করছেন এবং গেইম খেলছেন.এতগুলো কাজ একসাথে করছেন একেই বলে মাল্টি টাস্কিং. এখন বোঝার বিষয় এতগুলো কাজ একসাথে+জেলিবিন+সেন্সর সহ অন্যান্য হার্ডওয়্যার এর এতগুলো লোড বেচারা ১ গিগাহার্টজ সিঙ্গেল কোর প্রসেসর এর জন্য একটু বেশি হয়ে গেল না? আর এত লোড নিতে গিয়েই বেচারা প্রসেসর গরম হয়ে যায় এবং এটাকে অনেকে মারাত্তক সমস্যা হিসেবে চিহ্নিত করেন. যা আসলে কোন সমস্যাই নয়. এখন প্রশ্নঃ প্রসেসর এর এই প্রকার গরম হওয়া সেটের কোন ক্ষতির কারন হবে কি? উত্তরঃ না. তেমন কোন সমস্যা করবেনা এবং এখন পর্যন্ত কোন সমস্যা হয়েছে বলে জানা যায়নি. তবে অতিরিক্ত গরম হলে সেট রিস্টার্ট নিতে পারে অথবা হ্যাং করতে পারে. এটা একান্তই আপনার ব্যবহারের উপর নির্ভর করে. কিছু নিয়ম মেনে চললে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন. তবে আজ এই পর্যন্তই বাকী বিষয় নিয়ে পরবর্তি পোষ্ট এ আলোচনা করা হবে.সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন.

[উল্লেখ্যঃ টিউনটি শুধুমাত্র ব্যবহারকারি দের প্রশ্নের ভিত্তিতে করা হয়েছে, কোম্পানীর বিজ্ঞাপন কিংবা প্রচারনার উদ্দেশ্যে নয়। আমার জ্ঞান ও অভিজ্ঞতা থেকে যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করেছি মাত্র। কোন ভুল হলে ক্ষমা করবেন। অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন।]

Level 0

আমি রাজু চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

ভাই আমি দু এক দিনের মধ্যে মোবাইল কিনতে যাব । সেম্বফনি ডবলিও৭১ কিনতে চাচ্ছি এ সম্পর্কে কিছু বলবেন উপকার হত । ধন্যবাদ ।

    @Kaysarul: আমি অত্যন্ত দুঃখিত এই সম্পর্কে আপনাকে কিছু জানাতে পারছিনা। আপনি গুগল সার্চ করে সেট টির রিভিউ দেখতে পারেন। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

আপনার টেকটিউন অ্যাকাউন্ট এ প্রফাইল পিকচার যুক্ত করতে পারছেন না? তাহলে এই টিউন টা আপনার জন্য!

    @Sheikh Miraj: তথ্যটি জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমার টেকটিউনস একাউন্ট এ অনেক আগেই ছবি যুক্ত করেছি তবুও জানানোর জন্য ধন্যবাদ। সেই সাথে অনুরোধ করছি বিষয় বহির্ভূত কোন মন্তব্য না করার জন্য।

ভাল লাগল বিষদ বর্ণনা পেয়ে।

Level 0

Thanks…

ভাই আজকে আমার w35 এ কথা বলা শেষে যখন লাইন কাটতে যাব তখন ডিসপ্লের লাইট আর জলে না। প্রত্যেকটা বাটন আলাদা করে টিপে দেখেছি লাইট জলে না। এই সমস্যাটা হল এই প্রথম ২০ দিনের মধ্যে । লাইন কাটতে না পেরে মোবাইলের ব্যাটারি খুলতে বাধ্য হয়েছি।

    আপনাকে ধন্যবাদ দিতে ভুলে গেছি। যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    @ওয়াদুদ: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনার সমস্যাটি প্রক্সিমিটি সেন্সরের কারনে হয়েছে। প্রক্সিমিটি সেন্সর সম্পর্কে বিস্তারিত জানতে আমার পূর্বের প্রকাশিত সেন্সর সম্পর্কিত টিউনটি দেখতে পারেন। আপনি যদি ডিসপ্লের উপর কোন স্ক্রীন প্রটেকটর ব্যবহার করেন তবে সেটি খুলে ফেলুন। আশা করি আর সমস্যা করবেনা। যদি এর পরও সমস্যা করে তবে সিম্ফোনী কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

Level 0

রাজু ভাই, বর্তমানের HD আন্ড্রোয়েড গেমস খেলার জন্য এই ফোনটা কেমন?????কারণ আমি ৬০০০ টাকা বাজেটর ভিতর একটা ফোন কিনব……………………………………

    @Emon: ৬০০০ টাকার মধ্যে অত্যন্ত ভাল তবে সার্বিক দিক থেকে মধ্যম। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Level 0

আমার W35 এ wifi connect করতে গেলে MAC Address automatic change হয়ে যায় । কেও কি এটার সমাধান দিতে পারবেন?

Raju vai amar ek frnd gotokal (04.08.2013) ekta w35 kinlo , kintu oitar settings> app> Downloaded theke kono app (temple run , max Player) e move korte partesina, move to sdcard option tai show kore na, w35 a app move korar system ta ki???????????????????

he he asol karoni lekhe nai………battery or charger a prob thakle set gorom hobei….amito w35 chalai…amartato gorom hoy naaaaaaaa…….walton nx o gorom hoy vai……aigula koya lav nai…..w35 er battery dise 2000 with 3.5 inch….r back cover plastic er ..ekdom patla jei karone heat ektu besi mone hoy…..gorom ta hoy actually battery..single core dia aro bohut jelly bean ase market bt oigular battery er mah kom ……nije thimoto buijha tarpor post diben

Root kor te parsena pls help me

i need symphony w35 stock rom plz help

আমার symphony w35 টিতে মেমোরি কার্ড কয়দিন পরপরই নস্ট হয়ে যায়। এটা ক গরম হওয়ার জন্য। আমি অবশ্য একটু বেশই ব্যবহার করি।
………………………………………………………………………………………………
মুভি রিজিউম সাপোর্টসহ http://freedirectmoviezdownload.blogspot.com/