আপনার Android এর গতি বাড়িয়ে নিন । (Root user)

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । আপনার Android  ফোন smooth এবং fast চালাতে চান ? তাহলে AutoKiller Memory Optimizer ব্যবহার করুন । ভাল ফলাফল পেতে সঠিক value সেটিং দরকার । সেটাও আপনাকে শেয়ার করব ।

এখান থেকে AutoKiller Memory Optimizer apk download করুন । ইন্সটল দিন ।

১। প্রথমে আপনাকে এই ঠিকানায় যেতে হবে । যান , statistics এ ক্লিক করুন ।

২। Select your phone type অপশন এ আপনার ফোন মডেল select করুন ।

৩। অনেকগুলো সেটিং দেখতে পাবেন কিন্তু আপনি Top ৩ টি সেটিং অনুসরণ করুন । ঐ ৩ টি সেটিং থেকে আপনি hidden app value , content provider value , empty app value ( ৩ সেট ) নোট করুন । ( সবুজ রং দ্বারা দেখান হয়েছে )

৪। AutoKiller Memory Optimizer apk  ওপেন করুন । su permission দিন । system default ও minfree এই দুই নামে দুইটি অপশন পাবেন । change এ ক্লিক করলে বিভিন্ন preset দেখাবে । যেমন- system default , moderate, optimum . আপনার সেটের জন্য কোন সেটিং সুবিধাজনক ও ফাস্ট তা আপনাকে বাছাই করতে হবে । কিভবে করবেন ?প্রথমে moderate preset  select করুন এবং minfree তে advance এ ক্লিক করে switch to page এ ক্লিক করুন । তাহলে moderate preset এ hidden app value , content provider value , empty app value দেখতে পাবেন । আপনি যে ৩ টি Top value নোট করেছেন সেই value র সাথে মিলিয়ে নিন । যদি এর কাছাকাছি সেটিং না পান তাহলে আবার preset পরিবর্তন করুন optimum করুন । এভাবে প্রায় আপনার নোট করা value র কাছাকাছি যে value মিলবে আপনি সে preset select করুন । apply করুন ।

৫। অপশন থেকে ১০ টি Tweaks এর মধ্যে যে গুলো প্রয়োজন সেগুলোতে টিক দিন । (সব গুলোতেও টিক দিতে পারেন ) । প্রত্যেক বার সেট restart এর পর আপনাকে Tweaks active করে দিতে হবে । এটি নিজের থেকে হবে না ।

৬। Homescreen এ AutoKiller Memory Optimizer এর shortcut / Widget সেট করুন যেন আপনি সবসময় তা দেখতে পান ।

সথিকভাবে সেটিং করুন , অবশ্যই আপনার ফোন অনেক Fast, Smooth হবে । যা আগে আপনি প্রত্যাশা করেন নি ।

Level 2

আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

apnar post gulo khubi chomotkar. Apnar sathe jogajog korar agroho bodh korchi. contact me [email protected]. Dhonnobad

chinise phone a ki korbo ….

আসসালামু আলাইকুম,

দয়া করে আমাকে সাহায্য করুন।

আমার একটি এন্ড্রুয়েড ফোন আছে : Huwei IDEOS S7

তো একদিন টিটিতে একটা টিউন দেখে আমার ফোনটি রুট করি।

তো আমি Root Browser থেকে system/apps

এখান থেকে এন্ড্রুয়েড Default Launcher,Browser ডিলেট দিয়ে আমার পছন্দ মত Launcher আর Browser ওইখানে Paste করে দেই।

পরে Factory Reset দেওয়ার পর মাথাই হাত।

দেখি কিছুই নেই।

পরে প্লে ষ্টোর গিয়ে আকাউন্ট দিয়ে লগিন করে।

তারপর Launcher ডাউনলোড করে ঠিক করলাম।

কিছুখন চলালাম।

পরে Power Off বাটনে প্রেস করার পর ফোন বন্ধ হয়ে গেল কিছুই বুঝলাম না।

পরে ফোন চালু করালাম।কিন্তু চালু হয় না।

শুধু bootanimation দেখাই কি করি।

টেকটিউনস অনেক খুজাখুজি করে একটা টিউন পেলাম কিন্তু কাজ হয় না।

দেখাই:Fast Boot Mode Press HOME+BACK

তাই টেকি ভাইয়েরা দয়া করে আমাকে সাহায্য করুন।

ভাই pro version ছাড়া কাজ হয় না। আছে আপ্নের কাছে?