আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । আপনার Android ফোন smooth এবং fast চালাতে চান ? তাহলে AutoKiller Memory Optimizer ব্যবহার করুন । ভাল ফলাফল পেতে সঠিক value সেটিং দরকার । সেটাও আপনাকে শেয়ার করব ।
এখান থেকে AutoKiller Memory Optimizer apk download করুন । ইন্সটল দিন ।
১। প্রথমে আপনাকে এই ঠিকানায় যেতে হবে । যান , statistics এ ক্লিক করুন ।
২। Select your phone type অপশন এ আপনার ফোন মডেল select করুন ।
৩। অনেকগুলো সেটিং দেখতে পাবেন কিন্তু আপনি Top ৩ টি সেটিং অনুসরণ করুন । ঐ ৩ টি সেটিং থেকে আপনি hidden app value , content provider value , empty app value ( ৩ সেট ) নোট করুন । ( সবুজ রং দ্বারা দেখান হয়েছে )
৪। AutoKiller Memory Optimizer apk ওপেন করুন । su permission দিন । system default ও minfree এই দুই নামে দুইটি অপশন পাবেন । change এ ক্লিক করলে বিভিন্ন preset দেখাবে । যেমন- system default , moderate, optimum . আপনার সেটের জন্য কোন সেটিং সুবিধাজনক ও ফাস্ট তা আপনাকে বাছাই করতে হবে । কিভবে করবেন ?প্রথমে moderate preset select করুন এবং minfree তে advance এ ক্লিক করে switch to page এ ক্লিক করুন । তাহলে moderate preset এ hidden app value , content provider value , empty app value দেখতে পাবেন । আপনি যে ৩ টি Top value নোট করেছেন সেই value র সাথে মিলিয়ে নিন । যদি এর কাছাকাছি সেটিং না পান তাহলে আবার preset পরিবর্তন করুন optimum করুন । এভাবে প্রায় আপনার নোট করা value র কাছাকাছি যে value মিলবে আপনি সে preset select করুন । apply করুন ।
৫। অপশন থেকে ১০ টি Tweaks এর মধ্যে যে গুলো প্রয়োজন সেগুলোতে টিক দিন । (সব গুলোতেও টিক দিতে পারেন ) । প্রত্যেক বার সেট restart এর পর আপনাকে Tweaks active করে দিতে হবে । এটি নিজের থেকে হবে না ।
৬। Homescreen এ AutoKiller Memory Optimizer এর shortcut / Widget সেট করুন যেন আপনি সবসময় তা দেখতে পান ।
সথিকভাবে সেটিং করুন , অবশ্যই আপনার ফোন অনেক Fast, Smooth হবে । যা আগে আপনি প্রত্যাশা করেন নি ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
apnar post gulo khubi chomotkar. Apnar sathe jogajog korar agroho bodh korchi. contact me [email protected]. Dhonnobad