লাও ঠ্যালা সকল ব্রান্ড এর অ্যান্ডএড ROOT করুন ১ ক্লিক এ

টিটি তে এইটা আমর প্রথম পোস্ট. ভুল হলে ক্ষমা করবেন।। আমরা যারা এন্ড্রয়েড ব্যবহারে অভ্যস্ত, তারা ভাল করেই জানি, এন্ড্রয়েডের আসল মজা তখনই যখন আপনার হ্যান্ডসেট টি হবে রুটেড। আজ আমি আপনাদের সাথে শেয়াকরব কিভাবে যেকোনো ব্রান্ড এর ICS or JB ফোন/ট্যাব রুট করা যায়।  এজন্য কি কি প্রয়জনীয় জিনিসপত্র ও পদক্ষেপ গ্রহণ করতে হবে তা আমি নিচে ধাপে ধাপে বর্ণনা করলাম।

(বিশেষ দ্রষ্টব্য: রূট করলে হ্যান্ডসেটের ওয়ারেন্টী বাতিল হতে পারে)। তবে রুট করা থেকে আনরুট করা অনেক সহজ, তাই ওয়ারেন্টী হারাবার তেমন কোন ভয় থাকেনা। আমি এখানে যে পদ্ধতি বর্ণনা করব তা উদ্ভাবন করেছে XDA Developers, তাই সেট ব্রেক হওয়ার কোন সম্ভাবনা নেই। এতদসত্তেও যদি কোন সমস্যা হয়, তাহলে SHADO HACKE & TT তার জন্য কোন ভাবেই দায়ী থাকবনা।)

১। সর্বপ্রথম আপনাকে এই RAR ফাইল টা আপনার কম্পিউটার এ ডাউনলোড করতে হবে।

২। এরপর আপনার হ্যান্ডসেট অথবা টেবলেটের Settings এ গিয়ে USB Debug Mode অন করুন এবং USB Cable এর মাধ্যমে কম্পিউটার এর সাথে কানেক্ট করুন। ADB Driver অটমেটিকালি ইন্সটল হবে।

৩। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। RAR ফাইল টা এক্সট্রাক্ট করুন ও ওপেন করুন ।সেই ফোল্ডার থেকে Runme.bat ফাইলটি ওপেন করুন। 1 সেকেন্ড অপেক্ষা করুন,রুট

এই রকম একটা window ওপেন হবে, এবার আপনের  ফোনের মডেল যদি লিস্ট এ না থাকে তাহলে OTHER সিলেক্ট করুন এবং enter চাপুন আপনার হ্যান্ডসেটে পাসওয়ার্ড চাইবে। 12345 ব্যবহার করুন অথবা কোন পাসওয়ার্ড ব্যবহার করবেন না।

৪। আপনার হ্যান্ডসেট রিস্টার্ট নেবে। মেনুতে প্রবেশ করুন। Super user নামে একটা নূতন এপ্লিকেশন যোগ হয়েছে কিনা চেক করুন।

এখন আপনার হ্যান্ডসেট রুটেড হয়েছে। এবার লন সেইরাম মজা অ্যান্ডএড এর।। পুরাই বাঁধ ভেঙ্গে দেন।।

Level 0

আমি Shado hacker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Symphony w30 তে কাজ হবে?

    Level 0

    @Fbboy হিমু: himu vai apnar w30 kaj hole obossoy bolben amare amartaou same

    Level 0

    @Fbboy হিমু: ভাই আমারটাও W30 । প্লিজ, কেউ W30 রুট করার নিয়ম জানলে হা বলুন। এটা সাধারন পদ্ধতিতে রুট হয় না।

w30 যদি ICS হয় ১০০% হবে।।

Level 0

Vai, amar sony Ericsson Live with walkman set e “USB Debug Mode” khuje pachchi na. Pls help me. I will wait for ur nice reply. Thanks…..

software টি download করে RAR ফাইল টা এক্সট্রাক্ট কি pc করব না phone-এ করবো ? আর ADB Driver অটমেটিকালি ইন্সটল হবে কিভাবে ? আমার pc তে এমনি Mobogenie software টি ইন্সটল আছে । phone pc তে দিলেই এটি চালু হয়ে যায়। সমাধান চাই ।একটি কমদামি চায়না সেট কিনে এম্নিতে বিপদে আছি । ram লেখা ছিল ৫১২ কিন্তু পেলাম মাত্র ১৭৮।

সুন্দর পোষ্ট। অনেকের কাজে লাগবে।
অবশ্যই আপনি এর জন্য ধন্যবাদ প্রাপ্য।
আমরা কিন্তু ইচ্ছে করলে শিরোনামগুলো আরও সুন্দর করে দিতে পারি।
মন খারাপ করলেন কি?

Level 0

আপনার পোস্টটি খুবই ভাল লাগছে। কিন্তু
ভাই symphony w15 ki iCS or JB er মধ্যে পরে??
আমি কিভাবে বুজব যে আমার ফোন iCS or JB er মধ্যে পরে??
এই পোস্টের লেখক অথবা কেউ আমার প্রশ্নের উত্তর জানলে বলেন!!!

    @peal: আপনি setting এর about phone এ গিয়ে version দেখেন 2.3 6 নাকি 4.0.4. ( 2.3 হলে JB আর 4.0.4 হলে ICS )

      @গেমস মাস্টার: মানুষকে উলটাপালটা রিপ্লাই দেন কেন? যেটা জানবেন না সেই বেপারে হেল্পও করবেন না। ২.৩ মানে Gingerbread ৪.১ মানে হচ্ছে JB(JellyBean)। আশাকরি পরবর্তীতে এ জাতীয় ভুল শুধরে নিবেন।

bhai xperia P root hobe ki aii process a

ভাই কেউ কি সফল হতে পেরেছেন বলবেন কি? আমার মোবাইল সিম্ফনি w35। এটা কি এই পদ্ধতিতে করা যাবে টিউনার ভাই বলবেন কি?

ভাই কেউ সফল হতে পেরেছেন কি? আমার মোবাইল sumsang galaxy music duos S6012। এটা কি এই পদ্ধতিতে করা যাবে টিউনার ভাই বলবেন কি?

Level 0

ভাই, আমার সিম্ফনী ডব্লিউ 35, উইনডোজ 7 ব্যবহার করছি, Device not found দেখাচ্ছে

    @fc: ভাই Settings এ গিয়ে USB Debug Mode অন করুন তার পর ডাটা কাবেল লাগান

vai amar w30 ki ei process e root hobe?
version gb
r driver nije theke kivabe install hobe?
usb driver install diasi ami tobu root hoina.pls help korben kew…?

Level 2

Symphony W-35 .. E Kaj Korchy na …

সবাই ভাল করে টিউন টি পড়ুন এইটা শধু ICS & JB এর জন্য

Level 0

rar file ki computer dia download korte hobe,,,,??? Android dia download korle hobena??? and rar file computer dia extract koira kothai rakhbo??? pls help,,,,I need 2 root my w25…help.

Level 0

what a nice post ! আমার ব্লগ সময় হলে দেখুন- http://allfreetunes.blogspot.com

Level 0

ভাই, আমারটা symphony w20, jb2. driver autometic conect হচ্চেনা। এই ধরনের ফোনের জন্য কিছু করেন । root করার পধ্যতি please ………………

    @sundorban: পরের টিউন এর সমাধান দিব, ধন্যবাদ।।

ভাই পোষ্টটা ভাল হয়েছে। তবে আমি Unroot করবো কিভাবে?

ভাই Huawei G510 Jelly bean 4.1.1 তে কি সম্ভব???
না গেলে অন্য কি উপায়ে করা যায় জানাবেন কি???

    @নাফিজ: এই মডেল এর একটা আমি নিজে রুট করছি so no 10সন

root কি ? এটা করলে কী হয়। /না করলে কি হয়।এক জায়গায় শুনেছি root ভয়াবহ পরিনতি হতে পারে আবার নাও হতে পারে ।দায়-দায়িত্ব সম্পূর্ণ নিজের।কথাটা কতটুকু সত্য।জানাবেন প্লিজ।

Level 0

Adb driver automati insatall হলে কিভাবে বুঝবো যে এটা istall হয়েছে?

W35 A KAJ KORBE KENA BOLEN …

w50????? gingerbread???

Level 0

vi root kore abar unroot kivabe korbo, plz help, walton x1 hobe? tx

Level 0

bai sokolei tu comments korlen kaharo ki kaj hoyece akto bolben please…….
amar phone Huawei u8800pro aita ki root hobe our kibave korbo help me…version 2.3.5
+8801753423863 amar root korata onek dorkar.
please please please help

Level 2

ভাই কেউ কি আছেন আমাকে সাহায্য করেন আমার মোবাইল অন হচ্চা নাহ।আমি বাংলা লেখা দেখার জন্য কিছু স্টেপ ফলো কচিলাম।আখন আমার মোবাইল ছালু হচ্চে নাহ ।পিসি থেকে কি ভাবে ফ্ল্যাশ মারা জাই আক্তু বলবেন প্লিজ আন্দ্রইড এক্সপারট ভাই দের কাচে বলচি প্লিজ।

vai Maximus max907 r hocce na. 4.2.2 jb . Kew ki bolte parben ki vabe root korbo?

vai ami amar huawei t1 7.0 kono app dia root hoe na.akon ki korbo.ar kibaba boothloder unlock korbo root ar jonno.