আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । Androd Firewall এর কথা বললে LBE,Droid wall , Avast এই নামগুলো সবার পরিচিত । কিন্তু আমার দেখা সর্বশ্রেষ্ঠ Android Firewall হচ্ছে AFWall+ IPTables Firewall যা Droidwall এর latest version . আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি - আমি Orbot / Tor network ব্যবহার করি কিন্তু ভাল স্পীড পেতাম না । কারন যখন data enable থাকে তখন সব অ্যাপ আমার অনুমতি ছাড়াই তারা ডাটা খায় এবং আমার internet speed কমিয়ে দেয় । কিন্তু এখন আমি AFWall+ IPTables Firewall ব্যবহার করি । আমি এখন internet speed ভাল পাচ্ছি এবং data কোনভাবে নষ্ট হচ্ছে না ।
এখান থেকে AFWall+ apk download করুন । ইন্সটল করুন ।
১। মেনু থেকে White List / Black Listmode সিলেক্ট করুন । যেকোন ১ টি মোড select করুন ।
২। আপনি কোন অ্যাপ কে block or allow করতে চান তা সিলেক্ট করুন । (আপনি যদি White List মোড select করে থাকেন তাহলে লিস্ট থেকে কোন অ্যাপ কে টিক দেয়া মানে তাকে allow করা । আপনি যদি Black List মোড select করে থাকেন তাহলে লিস্ট থেকে কোন অ্যাপ কে টিক দেয়া মানে তাকে block করা । ) আর আমার মতে যখন যে অ্যাপ প্রয়োজন তখন শুধুমাত্র সেটি allow করুন । যেমন -আপনি opera mini ও orbot এই দুটি allow করে ফুল স্পীডে নেট ব্রাউজ করতে পারেন ।
৩। মেনু থেকে firewall enable করুন । এবার apply করুন । disable থাকলে লাল আর enable থাকলে সবুজ রং দেখাবে ।
৪। Menu-Preference থেকে Fix startup data leak ও Fix device start rules এ টিক দিন ।
৫। ফোন restart দিন ।
৬। Firewall log থেকে দেখুন আসলেই আপনি কোন কোন অ্যাপ কে ব্লক করেছেন ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks