নতুন স্মার্টফোন কিনবেন ভাবছেন? আপনার জন্য কিছু পরামর্শ।

স্মার্টফোন এবং ইন্টারনেটের যুগে পকেটে একটি স্মার্টফোন না থাকলে সকলের মাঝে নিজেকে অনেকটা ব্যাকডেটেড মনে হয়। নিত্য নতুন বিজ্ঞান ও প্রযুক্তির কল্যানে এবং প্রযুক্তি পন্যের মূল্য হ্রাস ও হাতের নাগালে আসায় চারদিকে এখন ডিজিটালের ছোঁয়া। বিশেষ করে মোবাইল/স্মার্টফোন এর নিত্য নতুন ফিচার যোগ হওয়ায় এবং মূল্য হ্রাসের কারনে এর জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে এবং বেড়েই চলেছে। বাজারে সস্তা ও দামি এত শত মোবাইল/স্মার্টফোন এর ভিড়ে নিজের বাজেটের মধ্যে তাও আবার নিজের ব্যাক্তিত্যের সাথে মানানসই মোবাইল/স্মার্টফোন খুঁজে পাওয়াই মুশকিল। যারা আগে ব্যবহার করেছেন তাদের ক্ষেত্রে সমস্যা না হলেও যারা নতুন কিনবেন বা আগে ব্যবহার করেননি তারা পড়েন বিপাকে। বেশির ভাগ ব্যবহারকারিই চান কম বাজেটে একটি ভাল স্মার্টফোন কিনতে। সবাই চায় তার শখের জিনিসটা যেন ভাল হয়। এক্ষেত্রে কিছু বিষয় মনে রাখলেই চলবে।

প্রথমেই আপনি যে বিষয় টি দেখবেন তা হল আপনার পছন্দের স্মার্টফোন টি যেন আপনার বাজেটের মধ্যে হয়। এরপর আপনার পছন্দের স্মার্টফোন এর নিন্মলিখিত বিষয় গুলো জেনে নিবেন। -

(১) প্রসেসর,

(২) র‍্যাম,

(৩) রোম,

(৪) গ্রাফিক্স,

(৫) ডিসপ্লে,

(৬) টাচ,

(৭) সেন্সর,

(৮) সাউন্ড,

(৯) ক্যামেরা,

(১০) ব্যাটারি এবং অন্যান্য।

 

স্মার্টফোন কেনার ক্ষেত্রে উল্লেখিত বিষয় গুলির কোনটিই ছোট করে দেখা যায় না। এর মধ্যে প্রথম ৭ টি ফিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ।(১) প্রসেসর, (২) র‍্যাম, (৩) রোম, (৪) গ্রাফিক্স, (৫) ডিসপ্লে, (৬) টাচ এবং (৭) সেন্সর এগুলো ভাল এবং উচ্চ গতি সম্পন্য না হলে ব্যবহারকালীন সময় ভাল পারফরমেন্স পাবেন না। এছাড়া HD/3D গেইমস খেলতে ও ভিডিও দেখতে সমস্যা হতে পারে। প্রসেসর ও র‍্যাম এর গতি স্মার্টফোনের গতি নিয়ন্ত্রন করে তাই এগুলো উচ্চ গতি সম্পন্ন দেখে কিনুন। রোম মেমরি তে অপারেটিং সিস্টেম সহ নানান এপ প্রিলোডেড থাকে। সব বাদ দিয়ে রোম এ যেটুকু স্পেস থাকে সেখানে আপনি নতুন নতুন এপ ইনস্টল করতে পারবেন। তাই রোম মেমরি কতটুকু খালি আছে তা দেখে নিবেন। কারন, রোম মেমরি কম থাকলে বেশি গেইম/এপ ইনন্টল করতে পারবেননা। এছাড়াও রোম কম থাকলে বেশী এপ ইনস্টল করলে অপারেটিং গতি কমে যাবে। ডিসপ্লে এবং টাচ ভাল না হলে ব্যবহার করে কোন মজাই পাবেন না। কারন বর্তমান স্মার্টফোন গুলো টাচ প্রযুক্তি নির্ভর এবং বেশির ভাগ স্মার্টফোন ব্যবহারকারি স্মার্টফোনে গেইমস খেলতে এবং ভিডিও দেখতে পছন্দ করেন। এরপর গুরুত্বপূর্ণ বিষয় সেন্সর। স্মার্টফোনে নানান ধরনের সেন্সর ব্যবহার করা হয় যা ব্যবহারকারির স্মার্টফোন ব্যবহারের আনন্দ আরও বাড়িয়ে দেয়। নানান ধরনের সেন্সর রয়েছে যাদের কাজও ভিন্ন। সেন্সর গেইম খেলা সহ নানান কাজে ব্যবহার হয়। সেন্সর নিয়ে অন্য একটি পোষ্ট এ আলোচনা করব। আর থাকে সাউন্ড, ক্যামেরা ও ব্যাটারি।গান শুনতে কে না পছন্দ করে আর তাই স্মার্টফোন কিনতে অবশ্যই সাউন্ড কোয়ালিটি দেখে নিবেন।প্রিয় মুহূর্ত গুলো ধরে রাখতে ক্যামেরার জুড়ি নেই। স্মার্টফোনের ক্যামেরা ছবি তোলা সহ ভিডিও কল ও আরো নানান কাজে ব্যবহূত হয়। তাই অবশ্যই ভাল মানের ক্যামেরা আছে কিনা দেখে নিবেন।এত গুলো কাজ করতে ব্যাটারি তো অবশ্যই ভাল হতে হবে নাহলে সারাদিন চারজার পকেটে নিয়ে ঘুরতে হবে। স্মার্টফোন এর ডিসপ্লে বড় হওয়ায় এবং এত ফিচার থাকায় চার্জ ও তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তাই উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি আছে কিনা দেখবেন। এছাড়াও স্মার্টফোন এ আরো অনেক ফিচার থাকে সেগুলো আপনার স্বাদ ও সামরথের মধ্যে থাকলে দেখে নিবেন যেমন, (ওয়াই-ফাই, ব্লুটুথ, ৩জি, ফ্রন্ট ক্যামেরা, জিপিএস ইত্যাদি)।

 

সব শেষে যারা নতুন স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য কিছু পরামর্শঃ

১। অবশ্যই ইন্টেক সেট কিনবেন। অর্থাৎ ইন্টেক প্যাকেট যেটা এখনও খোলা হয়নি। কিছু সেট খোলা থাকে যেগুলা কাস্টমারদের দেখানো হয়। এগুলো বার বার খোলার কারনে ব্যাটারি দুর্বল হয়ে পড়ে।
২। ব্যাটারির নিচে লেভেলে ২ টা সিমের জন্য ২ টা IMEI কোড পাবেন সেগুলা নোট করে রাখুন।
৩। ব্যাটারি, সিম এবং মেমরি কার্ড লাগিয়ে সেট টা অন করুন। ডায়াল প্যাড এ *#06# ডায়াল করে নোট করে রাখা IMEI কোড ২ টা মিলিয়ে দেখুন ঠিক আছে কিনা।
৪। পাওয়ার বা লক বাটন এবং ভলিউম বাটন গুলো ঠিক মত কাজ করছে কিনা দেখুন।
৫। টাচ স্মুথ কাজ করে কিনা দেখুন।
৬। ২ টা সিমের নেটওয়ার্ক ঠিক মত কাজ করছে কিনা দেখুন।
৭। নতুন ব্যাটারিতে হয় ফুল চার্জ থাকবে নয়তো অর্ধেক।
৮। মেমরি কার্ড ওপেন করে দেখুন কাজ করছে কিনা।
৯। ফুল ভলিউম দিয়ে রিংটোন বাজিয়ে দেখুন লাউড স্পীকার ঠিক মত কাজ করে কিনা।
১০। আপনার পরিচিত কাউকে ২ সিম থেকে কল করে দেখুন কথা স্পষ্ট শোনা যায় কিনা এবং অপর প্রান্তে কেমন শোনা যাচ্ছে জিজ্ঞেস করুন।
১১। গেইম খেলে দেখুন সেন্সর ঠিকমত কাজ করছে কিনা।
১২। ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা ও ফ্লাস ঠিকমত কাজ করছে কিনা দেখুন।
১৩। হেডফোন লাগিয়ে দেখুন।
১৪। চার্জার লাগিয়ে পরীক্ষা করে দেখুন চার্জ হচ্ছে কিনা এবং চার্জার লাগানো অবস্থায় টাচ ঠিক মত কাজ করে কিনা দেখুন।
১৫। ওয়ারেন্টি কার্ড বুঝে নিন এবং ক্যাশ মেমো দিতে বলুন। ক্যাশ মেমো ছাড়া কিনবেন না।
--------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------
যতটুকু মনে পড়ল শেয়ার করলাম। যদি কোন কিছু বাদ যায় তাহলে কমেন্ট করবেন। কষ্ট করে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি রাজু চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এমন সুন্দর পরামর্শ েদ্ওয়ার জন্য ধন্যবাদ। ভাই আমি sony xperia j এই ফোনটা কিনতে চাই। এটার ব্যাপারে কিছু বলবেন। বাজেট ১৮,০০০/- ।

    @Md. Mashudur Rahman: বাজেট ১৮,০০০/- হলে এক্সপেরিয়া গো অথবা সোলা নিতে পারেন। জে থেকে ভানেক ভাল। আমি গো-টাই সাজেষ্ট করছি।

    @Md. Mashudur Rahman: আপনাকেও ধন্যবাদ। চয়েজ ভাল আমার ভাল লেগেছে। গুগল সার্চ করে রিভিউ দেখুন।

সুন্দর পরামর্শ…

Thanks for suggestion.

খুব ভাল পোষ্ট। এই পোষ্টটি করার জন্যে ধন্যবাদ, আশা করি এরকম পোস্ট আরও করবেন। আর আরেকটি কথা জানিয়ে দেই ভুয়া চার্জার থেকে সবাই সাবধান। অনেকে এর জন্যে মারাও গেছে, বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন http://www.lecturesheet.com/2013/07/iphone-related-death-could-be-linked-to.html
অনেকে আবার শকও খেয়েছে, এ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন http://www.lecturesheet.com/2013/07/charging-iphone-with-different-charger.html

    @LectureSheets: আপনাকেও ধন্যবাদ। চেষ্টা করব। খবর টা পড়েছিলাম। আই ফোনের চার্জার।

Thanks

.

Level 0

vai ami 2-3 diner vetor smartphone kinte jacchi,amar budget 10-11 hajar,ei budget er vetor kon phone ta amar jonno valo hobe doya kore jodi bolten tahole ami onek upokrito hotam…

    @Rehan: আপনি যদি এন্ড্রয়েড স্মার্টফোন আগে ব্যবহার করে থাকেন বা যদি এর সম্পর্কে ধারনা থাকে তাহলে এই বাজেট এ যে ব্র্যান্ড এর স্মার্টফোনে আপনার কাংখিত সকল হার্ডওয়্যার ও সফটওয়্যার মজুদ আছে সেটি কিনুন। আমি কোন ব্র্যান্ড এর নাম আপনাকে সাজেষ্ট করব না। আপনার যেটা পছন্দ হয় সেটাই কিনুন। শুধু আপনাকে সাজেশন দিব কেনার আগে যে ব্র্যান্ডের যে মডেলটি কিনতে যাচ্ছেন তার ইউজার রিভিউ জেনে নিন।

Level 0

ভাই আমি আগে এন্ড্রয়েড ব্যবহার করিনি এবং আমার এর সম্পর্কে কোনো ধারনাও নাই।