বহু যল্পনা কল্পনার পর গুগল নিয়ে আসলো এন্ড্রয়েড এর নতুন ভার্সন ৪.৩! আজ থেকেই আপডেট পাবে নেক্সাস ডিভাইস গুলো! এবং চমৎকার কিছু ফিচার যুক্ত করেছে গুগল তাদের এই নতুন এন্ড্রয়েড ভার্সনে!
★ নতুন ফিচার গুলোর মধ্যে চোখে পড়ার মতো একটি ফিচার হলো মাল্টি ইউজার সেটিং। এখন আপনি ইচ্ছে করলে কোন রেস্ট্রিকটিভ প্রোফাইল তৈরি করতে পারবেন। এবং বয়স ভিত্তিক প্রাইভেসি দিতে পারবেন যা শিশুদের কে এডাল্ট কনটেন্ট থেকে দুরে রাখতে সাহায্য করবে।
★ এছাড়া নতুন ভার্সনে থাকছে " ব্লুটুথ স্মার্ট " যা ব্লুটুথ এক্সেসরিস ব্যবহারে আপনাকে মুগ্ধ করবে। ব্লুটুথ স্মার্ট মূলত আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাটারি খুব বেশি খরচ না করেই ব্লুটুথ ব্যবহার এবং ব্লুটুথ চালিত যেকোন অ্যাক্সেসরিজ আপনার ডিভাইসের সাথে সংযুক্ত করতে সাহায্য করবে।
★ এছাড়া থাকছে OpenGL ES 3.0 সাপোর্ট যা অ্যান্ড্রয়েড গেম ডেভলপারদের জন্য এক নতুন যুগের সূচনা করবে। ওপেনজিএল ইএস ৩.০ সমর্থনের কারণে এখন আগের চেয়েও ভাল গ্রাফিক্স রেন্ডারিং সম্ভব হবে। অর্থাৎ ১০৮০ পিক্সেল রেন্ডারিং এর পাশপাশি ভবিষ্যতের অ্যান্ড্রয়েড গেমগুলোতে লেন্স ফ্লেয়ারের মত অসাধারণ সব ভিজুয়াল ইফেক্টও দেখা যাবে বলে জানিয়েছে।
★ আরেকটি উল্লেখযোগ্য ফিচার হলো এর “ব্যাকগ্রাউন্ড ওয়াইফাই লোকেশন”। এর ফলে জিপিএস ছাড়াই শুধুমাত্র ওয়াইফাই ব্যবহার করে লোকেশন বেস্ড অ্যাপ্লিকেশনগুলোর কাজ চালিয়ে যেতে পারবেন। মূলত ব্যাকআপ বৃদ্ধির পাশাপাশি “গুগল নাও” এর সার্ভিসটি আরও উন্নত করতেই গুগল এই সুবিধাটি যুক্ত করেছে। তবে একদম সূক্ষ্মভাবে অবস্থান নির্ণয়ের জন্য যে সেই জিপিএস এর উপরই নির্ভর করতে হবে।
★ নতুন আপডেটটিতে ক্যামেরা অ্যাপ্ ইন্টারফেসেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন এই ইন্টারফেসে আগের চেয়েও স্পষ্ট ছবি ধারণ করা সম্ভব হবে। এছাড়া “গুগল কিপ” অ্যাপ্লিকেশনটিকেও অ্যান্ড্রয়েড ৪.৩ -এ সিস্টেম অ্যাপ্লিকেশন হিসেবে যুক্ত করা হয়েছে। এর বাইরে এতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, মোবাইল ডাটার কিছু বাগ ফিক্স করা সহ আগের চেয়েও উন্নতমানের ব্যাটারি ম্যানেজমেন্ট সুবিধা যুক্ত করা হয়েছে যা ডিভাইসের ব্যাকআপ বৃদ্ধিতে সহায়তা করবে।
★ নতুন ভার্সন সম্পর্কে নিচে আপনার মতামত দিন।
- এন্ড্রয়েড বিষয়ক যে কোন প্রশ্ন করতে বা সাহায্য পেতে, যেকোন এপস/গেমস রিকোয়েস্ট করতে বা একে অপরের সাথে শেয়ার করতে জয়েন করুন আমাদের গ্রুপে!
FACEBOOK GROUP LINK- আর ভাল ভাল প্রিমিয়াম এন্ড্রয়েড এপস এবং গেমস পেতে এবং এন্ড্রয়েড টিপস এবং ট্রিক্স বাংলায় পেতে অবশ্যই ভিজিট করুন আমাদের নতুন ওয়েবসাইট টি।
- Android Apk Apps for Android
আর টিউন টি ভাল লাগলে নির্বাচিত টিউন হিসেবে ভোট করুন!
আমি অ্যান্ড্রয়েড বস্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 116 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am an android fan.. and i established a website for android apps and games. i hope you must like it
vaia galaxy s2 te ki jellybean 4.3 dea jbe ????