Facebook , G-talk সহ বিভিন্ন IM(Instant Messaging) এ আনলিমিটেড চ্যাট করুন একদম ফ্রি । (Android user)

আসসালামু আলাইকুম । আশা করি ভাল আছেন । Facebook , Google ইত্যাদি চ্যাট ছাড়া আমাদের চলেনা । প্রতিদিনের জন্য আমরা এই চ্যাট চালিয়ে যাচ্ছি বিভিন্ন ব্রাউজার বা Massanger এর মাধ্যমে । টাকা ? সে তো পকেট থেকে যাচ্ছেই । তারপরেও একটি প্রস্ন - আপনার এই চ্যাট কতটুকু নিরাপদ ? আপনার এই গোপন Conversations আর কেও যে চুরি করছে না তার গ্যারান্টি আপনি কি দিতে পারেন ? আজ আপনাকে দেখাব কিভাবে  Facebook , G-talk সহ বিভিন্ন IM(Instant Messaging) এ আনলিমিটেড চ্যাট করবেন ফ্রি এবং একদম নিরাপদ , কোন ব্রাউজার বা Massanger ছাড়াই ।

১। এখান থেকে Gibberbot apk download করুন ।

২। Gibberbot ইন্সটল করুন ।

৩। প্রথম বার Run করার জন্য ওপেন এ ক্লিক করুন এবং নিচের ছবির মত ধাপগুলো সম্পন্ন করুন ।

৪। Orbot connect করুন নিচের নিয়মে (স্বাভাবিক নিয়মে)-

Root user দের জন্যঃ- এই নিয়ম

Unroot user দের জন্যঃ- এই নিয়ম

৫। Gibberbot ওপেন করুন । account configure করার জন্য (+) এ ক্লিক করুন ।

৬। এখানে user এর জায়গায় আপনার IM user এবং domain এর  জায়গায় server data দিতে হবে ।

ধরি , আপনি facebook এ চ্যাট করবেন । আপনার fesbook এ  user id - abc1234 , তাহলে account configure এ রকম হবে - [email protected] (এখানে @ দিতে হবে .(ডট) নয় )

ধরি , আপনি Google এ চ্যাট করবেন । তাহলে সরাসরি আপনার gmail address দিন । যেমন- [email protected]

password দিন

remembar password ও connect via tor এ টিক দিন ।

sign in এ ক্লিক করুন ।

৭। sign in সম্পন্ন হলে আপনার সকল friend list add হবে । উপরে ডান পাশে ক্লিক করে আপনি offline/online ফ্রেন্ড লিস্ট দেখতে পাবেন ।

৮। এভাবে আপনার প্রয়োজনীয় সকল IM account add করুন ।

৯। ফ্রেন্ড লিস্ট থেকে যার সাথে চ্যাট করতে চান তার id তে ক্লিক করে চ্যাট করুন । আপনার ফ্রেন্ড যদি tor ব্যবহার না করে তাহলে লাল কালারে এই warning দেখাবে ।

১০। আপনার ফ্রেন্ড যদি tor ব্যবহার করে তাহলে হলুদ কালারে  দেখাবে ।

১১। option থেকে তার identity verify করলে সবুজ কালার দেখাবে ।

তো শুরু করুন আনলিমিটেড চ্যাট একদম ফ্রি ও নিরাপদ ভাবে ।

Level 2

আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন কিছু শেয়ার করলেন, ধন্যবাদ।

ধন্নবাদ। কিন্তু বেশ ঝামেলার মনে হচ্ছে………!

Level 0

একটু ঝামেলার।

Level 0

ধারুন টিউন, মাগার গাফলা লাগলো, আরেকটু সহজ হলে ভাল হইত ……………।।

jahid vai, amake internet speed meter.apk full version er dw korar link ta dite parben?
mediafire hole valo hoy.
plz ektu dekhben.

Level 0

ami ki banglalink diye chalate parboo…?