আসসালামু আলাইকুম । আশা করি ভাল আছেন । Facebook , Google ইত্যাদি চ্যাট ছাড়া আমাদের চলেনা । প্রতিদিনের জন্য আমরা এই চ্যাট চালিয়ে যাচ্ছি বিভিন্ন ব্রাউজার বা Massanger এর মাধ্যমে । টাকা ? সে তো পকেট থেকে যাচ্ছেই । তারপরেও একটি প্রস্ন - আপনার এই চ্যাট কতটুকু নিরাপদ ? আপনার এই গোপন Conversations আর কেও যে চুরি করছে না তার গ্যারান্টি আপনি কি দিতে পারেন ? আজ আপনাকে দেখাব কিভাবে Facebook , G-talk সহ বিভিন্ন IM(Instant Messaging) এ আনলিমিটেড চ্যাট করবেন ফ্রি এবং একদম নিরাপদ , কোন ব্রাউজার বা Massanger ছাড়াই ।
১। এখান থেকে Gibberbot apk download করুন ।
২। Gibberbot ইন্সটল করুন ।
৩। প্রথম বার Run করার জন্য ওপেন এ ক্লিক করুন এবং নিচের ছবির মত ধাপগুলো সম্পন্ন করুন ।
৪। Orbot connect করুন নিচের নিয়মে (স্বাভাবিক নিয়মে)-
Root user দের জন্যঃ- এই নিয়ম
Unroot user দের জন্যঃ- এই নিয়ম
৫। Gibberbot ওপেন করুন । account configure করার জন্য (+) এ ক্লিক করুন ।
৬। এখানে user এর জায়গায় আপনার IM user এবং domain এর জায়গায় server data দিতে হবে ।
ধরি , আপনি facebook এ চ্যাট করবেন । আপনার fesbook এ user id - abc1234 , তাহলে account configure এ রকম হবে - [email protected] (এখানে @ দিতে হবে .(ডট) নয় )
ধরি , আপনি Google এ চ্যাট করবেন । তাহলে সরাসরি আপনার gmail address দিন । যেমন- [email protected]
password দিন
remembar password ও connect via tor এ টিক দিন ।
sign in এ ক্লিক করুন ।
৭। sign in সম্পন্ন হলে আপনার সকল friend list add হবে । উপরে ডান পাশে ক্লিক করে আপনি offline/online ফ্রেন্ড লিস্ট দেখতে পাবেন ।
৮। এভাবে আপনার প্রয়োজনীয় সকল IM account add করুন ।
৯। ফ্রেন্ড লিস্ট থেকে যার সাথে চ্যাট করতে চান তার id তে ক্লিক করে চ্যাট করুন । আপনার ফ্রেন্ড যদি tor ব্যবহার না করে তাহলে লাল কালারে এই warning দেখাবে ।
১০। আপনার ফ্রেন্ড যদি tor ব্যবহার করে তাহলে হলুদ কালারে দেখাবে ।
১১। option থেকে তার identity verify করলে সবুজ কালার দেখাবে ।
তো শুরু করুন আনলিমিটেড চ্যাট একদম ফ্রি ও নিরাপদ ভাবে ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন কিছু শেয়ার করলেন, ধন্যবাদ।