বেশ অনেকটা সময় কেটে গেল টিউন আর করা হল না। যাই হোক, এর মাঝে অনেক দিন ধরে অ্যান্ড্রয়েড ফোনের এর জন্য খুব উচ্চ গুণগত সম্পন্ন মনের মতো একটা ভালো মিউজিক প্লেয়ার খুঁজছিলাম। যা শেষ অবধি পেয়েও গেলাম। যদিও এর আগে PowerAMP, MortPlayer, Winamp, JetAudio, N7player, Maven3D player, Rocket Player, Mixzing player, Player Dreams, Sensor music player, Fusion Player, Daroon Player, NGR player, TTpod, Pixi Player, Real player, Picus audio player, Me player, Equalizer player, Neutron player, WT player, Media plus player, Player3D music, Xplay player আর ও অনেক যা এখন আর নাম মনে নেই। এমনকি Android JellyBean 4.2 এর ডিফল্ট প্লেয়ার ব্যবহার করেও মনের মতো হ্য়নি।যদিও কথাগুলো অনেক বেশি বলা হল কিনা?
প্রশ্নঃ- এখন অনেক দামি প্রশ্ন হল, এতকিছু পড়ে, এতে পাঠকের লাভ কি?
উত্তরঃ- অবশ্যই, পুরো লেখাটাই তো পাঠকের লাভের উদ্দেশ্য। যারা উচ্চ গুণগত সম্পন্ন মনের মতো একটা ভালো মিউজিক প্লেয়ার খুঁজছিল, তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করা হল। দেখো, এবার সমস্যা সমাধান হয় কিনা।
১. সমস্যা == মিউজিক প্লেয়ার [ অ্যান্ড্রয়েড ফোনের এর জন্য ]
২. সমাধান == Player Pro v2.72 [ Full Version ] [ ফ্রী ] এত গল্পের পর, উত্তর টা কেমন যেন ছোটো ও কর্কশ মনে হচ্ছে তাই না।
প্রশ্নঃ- Player Pro কেন উচ্চ গুণগত সম্পন্ন মনের মতো একটা ভালো মিউজিক প্লেয়ার হতে যাবে?
উত্তরঃ- Player Pro এর বৈশিষ্ট্য আলোচনা করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
Player Pro এর বৈশিষ্ট্য === ১. Google Play Store এ রেটিং আছে ৪.৬ – ৫ এর মধ্য।
২. যেকোনও নাম দিয়ে গান সার্চ করা যায়। আর্টিস্ট, অ্যালবাম এমনকি ফোল্ডার এর মধ্যমে ও গান প্লে করা যায়।
৩. Bass , Stereo , Bit , Themes ইছা মতো পরিবর্তন করা যায়।
৪. Equalizer, 3D বা Reverb effects দেওয়া যায়।
৫. Tru- Bass, DTS, SRS Effect বা Virtualizer Effect দেওয়া যায় DSP Pack plugin করে।
৬. Widget Support করে, এমনকি Background ও কালার পরিবর্তন করা যায়, Headset এবং Bluetooth দিয়ে পুরোপুরি কন্ট্রোল করা যায়।
৭. Shake [সেক ] ফিচার আছে যা দিয়ে গান পরিবর্তন ও থামানো যায়।
৮. সেন্সর দিয়েও গান কন্ট্রোল করা যায়।
৯. এর অন্যতম সুবিধা হল এটি আবার ভিডিও প্লেয়ার হিসাবে যেকোনো ফরম্যাট এর ভিডিও চালানো যায়।
১০. স্কিনএ সুউফ করলে গান পরিবর্তন তথা অ্যালবাম ও পরিবর্তন করা যায়।
১১. UI তথা গান চলানো, প্লে লিস্ট করা, সব কিছু খুবই সুন্দর এবং ফেক্সিবেল। সব সার্টিফিকেট তো আমিই দিলাম, তোমরা তাহলে কি দেবে?
সমালোচনা === উপরে উল্লেখিত সকল প্রকার প্লেয়ার এর মধ্য PowerAMP নিঃসন্দেহ খুবই উচ্চ গুন সম্পন্ন প্লেয়ার। কিন্তু এটি ট্রায়াল ভার্সন থাকে, যদিও ফুল ভার্সন পেলেও তা আদতে সফল হয় না। , যদি ট্রায়াল ভার্সন কে ফুল ভার্সন এর মতো চলানো যায়,তার জন্য ফোনের PowerAMP ইন্সটল করার পর যে ট্রায়াল ডেট থাকে তা শেষ হয়ে গেলে, ফোনের ডেট টি পিছিয়ে দিলে আবার ও চলতে থাকে। কিন্তু তা অনেকেরই সমস্যা হয়। যদি টাকা দিয়ে কিনতে চাও তাহলে তো কথা নেই।
তাই Player Pro [ ফ্রী ] এর গুনগত মান একাই হবার পরও ফুল ভার্সন এ কোনও সমস্যা নেই। এমনকি অ্যান্টিভাইরাস টেস্টেড,গুগুল ভেরিফায়েড ও কোন ঝামেলা ছাড়া, যা বিভিন্ন সাইট থেকে সহজে পাওয়া যায়। এরকমই একটি সাইট এর ঠিকানা দিলাম যা থেকে সর্ব শেষ ভার্সন টি ১.ডাউনলোড ২.Download করে মিউজিক উপভোগ করতে পারো নিশ্চিন্তে।।
উপরে উল্লেখিত Player Pro এর বৈশিষ্ট্য বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব সমাধান দেওয়ার। কোন প্রকার সমস্যা হলে জানাতে ভুলো না।
এর পর..............................আবারও নতুন কিছু নিয়ে কথা হবে..................।।
আমি Mohinur MN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Jar kase jeita valo lage… Ami jodi adicted hoi tahole ami mod er safai gaibo…. Etai savabik… Jodio mod kharap….