Symphony Xplorer W15 মোবাইল প্যার্টান লক খুলে জিতে নিন মাত্র ৫০/- (পঞ্চাশ) টাকা।

অনেক দিন পড়ে টিউন লিখতে বসলাম তাও আবার আমার সমস্যা নিয়ে। কারণ যখনই কোন না কোন সমস্যায় পড়ি তখনই মনে হয় যেন টেকটিউনসে একটা পোষ্ট দিলে মনে হয় আমার সমস্যার সমাধান হবে। আমার বিশ্বাস এই সমস্যাটাও আমি আপনাদের মধ্যে থেকেই তার সমাধান পাব। এবার কাজের কথায় আসি আমার মোবাইল টা  Pattern Lock করে একটা লোকের কাছে দিয়ে ছিলাম। কিন্তু পড়ে এসে দেখি  ইউজার নেইম এবং পাসওয়ার্ড চায়  এখন আমার ইমেইল বা পাসওয়ার্ড দিলে Errar দেখায় এবং বলিয়ম+পাওয়ার বাটন এক সাথে চাপলে নিচের চিত্রর মত আসে

কিন্তু উপরের তিনটি অপশন সিলেক্ট করা যাচ্ছে না। যদি কোন সদয়বান লোক আমার এই উপকার করেন তাহলে চিরকৃতঞ্জ থাকিব। আর সেই সাথে তাকে তার মোবাইলে ৫০/- (পঞ্চাশ) টাকা তার মোবাইলে দেওয়া হইবে।

বিঃদ্রঃ কমান্ড করার পূর্বে আপনি আপনার মোবাইল নম্বরটি অবসই দেবেন। আর আমি গরীব মানুষ ভাই তাই পঞ্চাশ টাকার কথা বললাম। আমার এই কথাতে কোউ কোন মনে কষ্ট নিবেন না।

Level 2

আমি দিলীপ চন্দ্র বর্মন। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

shathe r 50 taka dia mobile technician dara kaj kore nin.

Level 4

ভাই এটা আমি দেকে ছিলাম মনে হয় ফ্ল্যাশ ছাড়া হবে না

প্রথমে (ভলিউম বাটন -) ও পাওয়ার বাটন মাইরা ট্রাই করেন।না অইলে নিচের মেথদ ফলো করো

ফ্ল্যাশ করার নিয়মঃ w15

১. flash ফাইল টি ডাউনলোড করুন https://drive.google.com/uc?id=0B-9tyB-auwzhc1lWaFc4czFodzg

২. এখন এই flash tool টি ডাউনলোড করুন http://www.4shared.com/rar/ppkax1Tx/ResearchDownload.html

৩. এবং ড্রাইভার এখানে https://drive.google.com/uc?id=0B3qYFBKKL2hieUhjSFJBOVZwbFk

৪. এখন এই লিঙ্কের টিটোরিয়াল ফলো কর http://www.waltonforum.com/index.php/topic,3353.0.html

আবার ফাইল ঐ waltonforum থেকে ফাইল ডাউনলোড করতে যেও না আমি যেই তিনটি লিঙ্ক উপরে দিসি সেখান থেকে ডাউনলোড কর ।

আর আমার নাম্বার ০১৯৬৬৩২২০৫৬

ভাই আবার টাকা পাঠায়েন না আমি নাম্বার দিসি কোন সমস্যা হলে ফোন করার জন্য…………।।

এই টিউন টি https://www.techtunes.io/android/tune-id/296471#comment-532701 দেখুন আবার সমস্যা হলে নিজেই সমাধান করতে পারবেন।