ধীরগতির ব্লুটুথকে বিদায় জানান আর বড়-বড় ফাইল ট্রান্সফার করুন চোখের পলকে।
প্রথমে প্লে স্টোর থেকে বিনামূল্যে
WifiShare
নামের এই এপ্লিকেশনটি সার্চ দিয়ে ডাউনলোড করুন।
তারপর আপনার ফোনে ও যার সাথে ফাইল ট্রান্সফার করবেন তার ফোনে এপ্লিকেশনটি ইন্সটল করুন। এবং এপ্লিকেশন ওপেন করে ইচ্ছেমত নামে সেভ করুন . এরপর উভয় ফোনে ওয়াইফাই এবং ওয়াইফাই হটস্পট চালু করুন এবং একটির সাথে অপরটি কানেক্ট করুন।
এরপর ফাইল ম্যানেজার এ গিয়ে যে ফাইলটি পাঠাতে চান সেটি সিলেক্ট করুন। 'শেয়ার" বা "সেন্ড" অপশনে গিয়ে "WifiShare" সিলেক্ট করুন। ওপরের বাম কোনায় রিফ্রেশ আইকনে টাচ করুন তাহলে যাকে ফাইলটি পাঠাতে চান তার নাম আসবে। নামের উপর টাচ করুন এবং সেন্ড সিলেক্ট করুন তাহলেই ফাইল ট্রান্সফার শুরু হবে এবং ফাইলের আকার অনুযায়ী সময়ের মধ্যে তা অপর মোবাইলে পৌঁছে যাবে।
এই পদ্ধতিতে ১ জিবি আকারের ফাইল পাঠাতে ১০-১২ মিনিটের মত সময় লাগে।
ফাইল ট্রান্সফারের সময় অবশ্যই ফোন দুটি কাছাকাছি রাখবেন। আর যেকোন সমস্যার জন্য কমেন্ট করতে ভুলবেন না।
এটা আমার প্রথম টিউন। কথাও কোন ভুল হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমার ফোনে স্ক্রিনশট না থাকায় ছবি দিতে পারিনি।
আমি tufantamim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার এইরকম একটা কিছুর প্রয়োজন ছিল.. ধন্যবাদ আপনাকে…