আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । আপনি আপনার প্রয়োজনে Computer এর Screen Resolution পরিবর্তন করেন কিন্তু আপনার Android/Tablet এর Screen Resolution পরিবর্তন করেন কি ? তবে ২ টির মধ্যে পার্থক্য আছে । Computer এর Resolution বাড়ালে text,icon,app etc. ছোট হয়ে যায় , কিন্তু Android/Tablet এর density বাড়ালে text,icon,app etc. বড় হয়ে যায় ।
Android/Tablet এর Screen Resolution এর জন্য density setting পরিবর্তন করা হয় । সহজ ভাবে বললে DPI (dots per inch) পরিবর্তন করা হয় । বিভিন্ন Android/Tablet এর ডিফল্ট DPI বিভিন্ন থাকে । যেমন- 120,240,320,480,......
আপনি যখন DPI কমিয়ে দিবেন তখন ফোনের text,icon,app,widget etc. ছোট হয়ে যাবে । আবার আপনি যখন DPI বাড়িয়ে দিবেন তখন ফোনের text,icon,app,widget etc.বড় দেখাবে।
অনেক Android/Tablet ব্যবহারকারী Screen Resolution পরিবর্তন করতে পছন্দ করেন কারন এতে Screen performance বৃদ্ধি পায় । আবার High Resolution এর গেম খেলা , ভিডিও দেখা , home screen এ যথেষ্ট জায়গা বের করা ইত্যাদি সুবিধা পাওয়া যায় ।
DPI (dots per inch) কমিয়ে কত করবেন তা আমার বলা সম্ভব না । কারন এটি আপনার device এর উপর নির্ভর করছে । আপনার Android/Tablet যে density setting এ সবকিছু ঠিকঠাক থাকবে আপনি সে সেটিং টি রাখবেন । এর জন্য ২-৩ টি সেটিং দিয়ে আপনি দেখতে পারেন । অনেকে ১২০ থেকে ৯০/১০০ , ২৪০ থেকে ১২০/১৮০/১৯০ ... ৩২০ থেকে ২৪০/১৮০... dpi এ পরিবর্তন করেন ।সঠিক সেটিং না পেলে অনেক অ্যাপ crash করতে পারে ।
DPI কমানোর পূর্বের ছবিঃ-
DPI কমানোর পরের ছবিঃ-
Density পরিবর্তন আমরা ২ উপায়ে করতে পারি-
১। কোন অ্যাপ এর সাহায্যে । আমরা এখানে LCD Density Changer app ব্যবহার করব । এখান থেকে download করুন । ইন্সটল করুন । এবার প্রয়োজন মত Density value দিয়ে change এ ক্লিক করুন । ফোন restart নিবে এবং আপনি পরিবর্তন দেখতে পাবেন । নতুনরা এই পদ্ধতি ব্যবহার করাই ভাল , কারন কোন সমস্যা হলে ব্যাটারি রিমুভ করলে আবার Default সেটিং ফিরে পাবেন ।
অথবা-
২। build.prop edit করার মাধ্যমে । এখান থেকে download করুন । ইন্সটল করুন । build.prop থেকে qemu.sf.lcd_density এর value পরিবর্তন করে । save করুন । ফোন restart দিন ।
তো করে ফেলুন - আপনার Android/Tablet এর Screen Resolution পরিবর্তন ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।