আজ আপনাদেরকে আমার একটি মজার অভিজ্ঞতা বলবো! জীবনে প্রথম রুট করার পর আমি বেশ ভাল বিড়ম্বনায় পড়েছিলাম!
যদিও আমার মাথায় কিরিঙ্গি বাজি বুদ্ধি অনেক তাই সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম!!
যাইহোক রুট করার মহা উপকারিতা সম্পর্কে জানার পর রুট করলাম৷ যদিও রুট করতে কোন সমস্যা হয়নি। খুব সহজেই কোন ঝামেলা ছাড়াই করতে পেরেছিলাম কিন্তু রুট করার পর মেইন কাহিনী শুরু!!
প্রথমেই আজাইরা সব সিস্টেম এপস গুলো রিমুভ করলাম স্পেস বাড়ানোর জন্য। ভাল কথা আমার সেটের ডিফল্ট লন্চারটি মোটেও পছন্দ হইতো না। আমার গো লন্চার ইনস্টল করা ছিল এবং ওইটাই ব্যবহার করতাম তাই সিস্টেম লন্চার টা ডিলিট করে দিয়েছিলাম। ভালকথা অনেক গুলো এপস ডিলিট করার দেখলাম স্পেস নামে মাত্র কমেছে। তাই সেট ফ্যাক্টরি রিসেট মারলাম! কিন্তু রিসেট মারার পর আমার মাথায় হাত!!
মোবাইল অপেন হওয়ার পর শুধু স্ক্রিনলক টা আসে!
লক খুললে পুরাই ব্লাঙ্ক শুধু স্ট্যাটাস বারটা উপরে আর পুরা খালি!
মাথায় হাত!! মেনু, সিটিং কিছুতে যাওয়ার কোন উপায় নাই!
মনে পড়লো আবালের মতো সিস্টেম লন্চার রিমুভ করে ফ্যাক্টরি রিসেট মারছি!! এতোবড় আহাম্মকী কেমনে করলাম!! এখনকা কি উপায়!!
তো এইবার চিন্তা করতে লাগলাম কেমনে কি করমু! মাথায় বুদ্ধি আসলো একই মোবাইল আমার বন্ধু ব্যবহার করে, ওর
থেকে লন্চার টা ব্লুটুথ দিয়ে নিয়ে নিলেই হবে! স্ট্যাটাস বার থেকে ব্লুটুথ অন করা যাবে! কিন্তু সমস্যা অন্য জায়গায়!
ব্লুটুথ দিয়ে নিতে হলে ব্লুটুথ অন করে ডিসকভারেবল করতে হবে! কিন্তু সেইটা করমু কেমনে!? সেটিং এ যাওয়ার ই তো কোন উপায় নাই! ল ঠেলা! মনে মনে নিজেরে নিজেই গাইল্লাইয়া শেষ!
হঠাৎ মনে হইলো উপায় একখান আছে! স্ক্রিন লক থেকে মেসেজ অপশনে যাবার সুযোগ ছিল! এই সুযোগ টাকেই
কাজে লাগালাম! মেসেজ অপশনে গিয়ে একটা ওয়েব এড্রেস
লিখে নিজেকেই নিজে সেন্ড করলাম!!! ওয়েব এড্রেস পাঠানোর পর নিজের কাছেই ওই মেসেজ আসলো! তো এখন ওই এড্রেস এর উপর ক্লিক করলাম সঙ্গে সঙ্গে ব্রাউজার
ওপেন হয়ে গেল!! ভাগ্য ভাল সিস্টেম ব্রাউজার টা রিমুভ মারি নাই!
এখন ব্রাউজার থেকে Xplore ফাইল ম্যানেজার ডাউনলোড করে অপেন করে ইনস্টল করলাম এবং অপেন করে সুন্দর
করে গো লন্চার টা ইনস্টল করলাম! এবং সেই যাত্রায় কিরিঙ্গি বাজি বুদ্ধির জন্য রক্ষা পেলাম! মনে আমার শান্তি ফিরিয়া আসিলো!
ঘটনা থেকে আপনার শিক্ষনীয় অনেক কিছু আছে! 😛
অ্যান্ড্রয়েড এপস্ এবং গেমস্ ডাউনলোড করতে ভিজিট করুন আমার সাইটে।
আর কানেকটেড থাকুন আমার পেইজে
আমি অ্যান্ড্রয়েড বস্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 116 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am an android fan.. and i established a website for android apps and games. i hope you must like it
আছা ভাই রুট করলএ কী সব সময়ব স্পেস নামে মাত্র কমে।