আর নয় ঝামেলা !! এবার Facebook এ স্ট্যাটাস দিন যেকোনো মোবাইল দিয়ে, এইভাবে- Hello! 2 minutes ago via Galaxy Siii শুধুমাত্র android app দিয়ে!!

কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম মজার একটি অ্যাপ। এন্ড্রয়েড এর জন্য। এই অ্যাপ টির সাহায্যে আপনি ফেসবুকে

যেকোনো মোবাইল দিয়ে স্ট্যাটাস দিতে পারবেন।

এর আগে আরেকজন টিউনার ভাই একটি পদ্ধতি দিয়ে ছিলেন। কিন্তু সেটাতে আত্র কয়েকটি মোবাইলের নাম ছিল। আর কঠিন ছিল।

বুঝেন নাই! মানে আপনি যদি কোনো স্ট্যাটাস দেন তাহলে ফেসবুক দেখাবে এভাবে,

GOOD Night!! 8 Hours ago via iOS

How are you all!! 5 hours ago via Samsung mobile

Or,

এভাবে দিতে চান ?

কোনো ঝামেলা ছাড়া ?

নিচের পদ্ধতি Follow করুন,

১। প্রথমে নিচের ছবিতে ক্লিক করে apk file টা ডাউনলোড করুন(এটা Latest paid Version)

২। এরপর অ্যাপ টা ওপেন করলে এরকম আসবে

৩। এরপর আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপ টিতে লগিন করুন।

৪। এরপর যদি ফেসবুক Permission চায় তাহলে allow দিন।

৫। ঠিক ঠাক মত লগিন হলে নিচের মত আসবে।

৬। ছবির নির্দেশনা অনুসরন করুন।

৭।ওটাতে ক্লিক করার পর নিচের মত আসবে।

ছবির মত একটিতে ক্লিক করুন।*(*আপনি যেকোনো একটি সিলেক্ট করতে পারবেন)।

৮। ক্লিক করার পর আপনাকে পোস্ট লেখার জন্য একটি যায়গা আসবে সেখানে আপনি আপনার পোস্ট টি লিখুন। লিখে এন্টার চাপুন।।

ব্যাস!!! কাজ শেষ।

এবার ফেসবুকে ঢুকে দেখুন মজা !!!!!!!!!!!

ভালো লাগলে কমেন্ট করুন। অসুবিধা হলে বলবেন। ভুল হলে ক্ষমা করবেন।

প্রথমে এখানে প্রকাশিত - Foyzur's Apps,Games,Tips,Softwares ZONE

Level 0

আমি Foyzur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস