Root Tutorial: রুট করুন আপনার Walton Primo H2 (100%)

 

রুট করার পালা

প্রথমে নিচের ফাইলটি ডাউনলোড করে নিন।

Walton Primo one-click rooter by invarBrass. (মিরর)

কীভাবে রুট করবেন

ফাইলটি ডাউনলোড করলে এতে দু’টি ফোল্ডার পাবেন। এর একটি ফোল্ডারে দেয়া আছে ইউএসবি ড্রাইভারস এবং অন্যটিতে রয়েছে মূল অ্যাপ্লিকেশন। রুট করার আগে প্রথমবার ইউএসবি ড্রাইভার ইন্সটল করতে হলে usb_drivers ফোল্ডারে থাকা  android_winusb ফাইলটিতে রাইট ক্লিক করুন এবং ইন্সটল-এ ক্লিক করুন।

এবার ফোন থেকে সেটিংস -> ডেভেলপার অপশনস -> ইউএসবি ডিবাগিং চেকবক্সটিতে চেক দিন। এবার আপনি মূল অ্যাপ্লিকেশনটি রান করতে পারেন।

অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটি দেখতে নিচের মতো। সাধারণ সফটওয়্যার ইন্সটলের মতোই এতে নেক্সট বাটন চেপে পরবর্তী ধাপসমূহে যেতে পারবেন।

walton primo root

প্রথম স্ক্রিনেই রুট সংক্রান্ত যাবতীয় সতর্কতা দেয়া রয়েছে। রুট করার চেষ্টা করার আগে অবশ্যই সেগুলো পড়ে নিবেন।

walton primo root

পরবর্তী পদক্ষেপে আপনার কম্পিউটারে ইউএসবি ড্রাইভার ইন্সটল করা আছে কি না তা নিশ্চিত করতে বলা হবে।

walton primo root

এরপরের স্ক্রিনে পাবেন ইউএসবি ডিবাগিং চালু করার বার্তা। যেহেতু আমরা ইতোমধ্যেই সেটাও করেছি, কাজেই নেক্সট বাটনে ক্লিক করুন।

walton primo root

এবার ফোনটি ইউএসবি ক্যাবলের মাধ্যমে পিসিতে কানেক্ট করুন এবং ভেরিফাই ডিভাইস কানেক্টিভিটি বাটনে ক্লিক করুন। ডিভাইস স্ট্যাটাস অনলাইন দেখালে নেক্সট বাটন চাপুন।

walton primo root

এবার রুট বাটনে ক্লিক করার পালা।

walton primo x1 root

রুট বাটনে ক্লিক করলে আপনার ফোনে রুটিং প্রসেস শুরু হবে এবং শেষ হলে একটি কনফার্মেশন বার্তা পাবেন।

walton primo n1 root

walton primo x1 root

সবশেষে ফোন রুট হয়েছে কি না তা ভেরিফাই করতে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে দেখতে পারেন।

root walton primo

এ পর্যায়ে আপনার ফোনটি রুট অ্যাক্সেস পেয়েছে। এবার আপনি বিভিন্ন রুট অ্যাপ্লিকেশন (যেমন পিম্প মাই রম) ব্যবহার করতে পারবেন কিংবা ডেভেলপার হলে অ্যাডভান্সড কাজও করতে পারবেন।

Level 0

আমি kala_kasem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

primo R1 রুট করার পদ্ধতি জানা থাকলে প্লিজ জানাবেন,পূর্বের পোষ্ট গুলোতে রুট করার পদ্ধতি কাজ করেনা।

Level 0

ভাই খুব বিপদে আসি। কেউ কি Symphony W35 রুট করতে পারেননি???????

Level 0

Walton Primo H2 N1 X1 H1 root hobe.amar h2 ai ta diyei koreche.R1 e hote pare try kore dakhen

Level 0

ভাই প্রিমো এর জন্য এরকম কোন সহজ পদ্ধতি নেই?থাকলে দেন.

ভাই H2 রুট করা তো দেখালেন, ROM backup করব কিভাবে?

ভাই খুব বিপদে আসি। কেউ কি Symphony W35 রুট করতে পারেননি PLS HELP

vai…. android_winusb ফাইলটিতে রাইট ক্লিক kore installe click korle install hoy na

amar phone walton h2

shomadhan chai,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,inf file install hoy na keno?????????????????

Level New

আমি আমার ZTE V882 মোবাইলটি ROOT করতে চাই।
Android version: 2.3.5
Baseband version: P885D10_SHOPB01
Kernel version: 2.6.35.7-perf+
zte-kernel@Zdroid-SMT
Build number: GB_SHOP_P855D10V1.0.0B01

আমাকে একটু সাহায্য করেন, Please…….

@kala_kasem…….রুট করার পর কিভাবে ফোনটা রিস্টার্ট করব… ইউএসবি দিয়ে ফোন নিজে নিজে রিস্টার্ট হবে নাকি… নাকি আমাকে রিস্টার্ট করতে হবে ইউএসবি খুলে…. আর একটা ব্যাপার… আমার ফোনের ভলিউম বাটন কাজ করে না… আমার ফোন কি রুট করতে পারবো?