নিজেই APK Edit করুন । (Android root user only)

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । APK Edit করার জন্য সাধারণত PC ব্যবহার করা হয় , সাথে কিছু Apk edit tools . কিন্তু আজ আমরা আমাদের ফোন থেকে APK Edit করব । মাসের পর মাস , বছরের পর আমরা বিভিন্ন apps ব্যবহার করে আসছি যার icon গুলো হয়ত আমাদের কাছে বিরক্তিকর হয়ে গেছে । আজ আপনি ঐ app কে edit করে তার icon সারাজীবনের জন্য  পরিবর্তন করে দিবেন ।  আপনার বন্ধুর অ্যাপ এবং আপনার অ্যাপ দেখতে আর একমত থাকবে না ।

* কাজটি করার জন্য আমরা ৩ টি app ব্যবহার করব-

* Root Explorer , এখান থেকে  download করুন । ইন্সটল করুন ।

* PicsArt , এখান থেকে  download করুন । ইন্সটল করুন ।

* ZipSigner , এখান থেকে  download করুন । ইন্সটল করুন । যদি ZipSigner আপনার ফোনে সাপোর্ট না করে তাহলে আপনি এই টিউন দেখুন ।

১। Root Explorer ওপেন করুন । আপনি যে অ্যাপ edit করতে চান সে লিংকে যান । download কৃত অ্যাপ হলে data/app ফোল্ডারে এবং সিস্টেম অ্যাপ হলে system/app ফোল্ডারে  যান ।যেমন আমি skyfire app edit করব যা data/app ফোল্ডারে আছে -

২। app টিতে প্রেস করে option থেকে Extract all এ ক্লিক করুন ।

৩। app extract হয়ে sdcard/speedsoftware/extracted  ফোল্ডারে জমা হবে ।

৪। অ্যাপ ফোল্ডার ওপেন করে  res ফোল্ডার  এ drawable ফোল্ডার এ যান । অর্থাৎ  res/drawble . সেখানে icon দেখতে পাবেন যা আপনি পরিবর্তন করতে চান ।

৫। এবার আপনি যে icon নতুন ভাবে দিতে চান তা Picsart এর মাধ্যমে edit করে ঐ একই নামে (যেমন এখানে নাম - app_icon.png ), একই format (যেমন এখানে format  png )  এ  res/drawble ফোল্ডারে পেস্ট করুন । পুরাতন icon টি replace/delete করে দিন । আপনার কাছে যদি png format এ icon থেকে থাকে তাহলে Picsart ব্যবহারের দরকার নেই , সরাসরি ঐ একই নামে (যেমন এখানে নাম - app_icon.png ), একই format (যেমন এখানে format  png )  এ icon টি  res/drawble ফোল্ডারে পেস্ট করুন ।

৬। sdcard/speedsoftware/extracted  ফোল্ডারে জমা (back key চাপুন ) app ফোল্ডারে প্রেস করে Zip this folder এ ক্লিক করুন ।

৭। sdcard/speedsoftware/zip ফোল্ডারে যান । ............ .zip কে rename করে ......... .apk করুন ।

৮। এবার ZipSigner ওপেন করুন । input থেকে কিছুক্ষণ পূর্বে rename করা apk দেখিয়ে দিন । আর output এ এর একটি ........... . apk (যেকোন) নাম দিন । key/mode দিন auto-testkey . এবার sign the file এ ক্লিক করুন ।

৯। কাজ শেষ । এবার পুরাতন অ্যাপ uninstall করুন । output directory (sdcard) থেকে নতুন app install করুন ।

১০। অনেক অ্যাপ extract করলে আপনি বহু drawable folder পেতে পারেন । সেক্ষেত্রে প্রতিটি ফোল্ডার চেক করুন , কোন কোন ফোল্ডারে icon কি কি নামে আছে । প্রতিটি ফোল্ডারে ঐ নামে নতুন icon দিন আর পুরাতনটি delete করুন  । আর বাকি সব কাজ একই মত করুন ।

সবাই ভাল থাকবেন ।

Level 2

আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Assalamu Alaikum.kemon acen?Bhaiya apni dekhte amar bhaiyar moto.kosto holeo amk bolento apnito mone hoy gts5570i use koren apnar set a kibabe build prop editorta support korce ami gts5570i use kori amartae keno support korcena kono way ace ki bhaiya pls janaben.Ami apnar bhaiyer moto apnar numberta amar dorkar deya jabe apnake birokto korbona.Amar email:[email protected]

Level 0

vai apni ki MHL somporke kichu info dite paren?

ভাই ZpSigner এর লিঙ্কটা “Blocked For Violation, bla bla bla ” বলতেছে 🙁

Level 0

Bhaiya amio cm7.1 use korte chai Upayto janina kibabe update korbo kono somossa hobena pls janaben ar phone no. tato dilen na

Level 2

good luck