Symphony Xplore W35 একটা কম বাজেট এর ভাল ফোন

প্রথমে সবাইকে রমজানের শুভেচ্ছা জানাই। এখন আমি আপনাদের Symphony Xplore W35 এর আমার নিজস্ব রিভিউ দিবো।

এক কথায় বলতে গেলে এই দামে এর চেয়ে ভাল কোন ফোন বাজারে নাই। এর প্রধান ফিচার গুলা হলঃ

  • Operating System: Android 4.1 Jellybean
  • Display: 3.5"  HVGA(320*480) TFT Capacitive Full Touch
  • Camera: 2MP+0.3 MP
  • CPU: 1GHz Processor
  • GPU: SGX 31ultra
  • RAM 512 MB (User Available RAM 475 MB) & ROM 4 GB (User Available ROM 786 MB)
  • Battery: 2000 mAh
  • 3G Network,EDGE,WiFi,GPS
  • Proximity sensor, Compass,SNS Application

আর হাঁ দামঃ ৬২৯০/= কিন্তু দামাদামি করলে ৬০০০/= তে পেতে পারেন।

এই ফোন সম্পর্কে আমার মন্তব্যঃ

  • W60 ও W70 এর সাথে শুধু Display size ও Camera এর পার্থক্য ।
  • NFS Most wanted এর মত HD Game অনায়াসে চলে। আমি NFS Most wanted, Temple Run এসব গেম খেলছি।
  • 512 MB RAM হওয়া সত্তেও অনেক অ্যাপ instal করা যায়। ফোন busy করে না।
  • ব্যাটারি বেশ ভাল। (২ ঘণ্টা নেট, ২+ ঘণ্টা গেম, গান ২-৩ ঘণ্টা ) এভাবে ব্যবহার করলে ১ দিন(২৪ ঘণ্টা) আরামে যায়।
  • গেম খেললে বা নেট চালালে ফোনের পিছনের দিকে একটু গরম হয়।

৬০০০/= টাকায় এর থেকে বেশি কি আশা করা যায়।

Level 0

আমি Nahian। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

yea i have this phone. Ami ai ta kinsi 6200 dia

Ami 5900 dia dealer er kas theke kineci. Phone ta heavy legece…

হ্যা ঠিকই বলেছেন আমিও ব্যবহার করছি প্রায় দু মাস হলো। কিনেছিলাম ৬২০০ টাকা দিয়ে ভালই কাজ করছে এখন অব্দি। কিন্তু রুট করার ইচ্ছে থাকলেও এখোনো করতে পারি নাই। গত দু তিনদিন আগে এক ভাই খুব যত্ন করে একটা পোস্ট করেছিলেন ঠিকি কিন্তু সফল হতে পারলাম না কেউ যদি একটু হেল্প করতে পারেন এ ব্যপারে তো খুব উপকৃত হতাম আমার ইমেইল হচ্ছে [email protected]

Level 0

vai ami symphony w15 chalassi. etate aktai pblm, r seta holo skype or viver diye thik moto kotha bola jay na. w35 a ki clearly internet diya kotha bola jay?

    @Anupom: হাঁ যায়। w15 দিয়েও কথা ভালমত বলা যাওয়ার কথা। তবে 2g বাদ দিয়ে 3g দিয়ে চেষ্টা করতে পারেন। 2g তে কোন ফোনেই ভালভাবে কথা বলা যায় না।

      Level 0

      @আধ্যাত্মিক ভবঘুরে: vai w15 a to 3g support kore na. even ami jokhon wifi te kotha bolo tokhon o thik moto kotha bola jay na. vai apni ki video kotha bole test koresen? amar skype a video kotha bolar jonnno kinte chassilam.

        @Anupom: আমি skype দিয়ে video chat করেছি। কোন সমস্যা হয় নাই। বিঃ দ্রঃ আমি ১ মেগা স্পীডের লাইন wifi দিয়ে test করেছি।

sabbir vai, kothay theke kinecen apni janaben plz..

set ta naki oneeek ghorom hoye jay???

Level 3

W71 kemon hobe ? Help

Level 0

ভাই কম্পাস কি কাজ করে ? সেন্সর কয়টা আছে জানেন ? মোবাইল অনেক গরম হয়। চার্জ ভাল থাকে না ! মোবাইল ফুল চার্জ হতে অনেক সময় নেয় । এক কথায় বাজে! এর চেয়ে Walton primo D1 অনেক ভাল ।

    @Adil_Haque: Walton primo D1 এর চেয়ে Symphony Xplorer W35 অনেক ভাল।
    কারনঃ
    ১। D1 এ Ram 256MB যেখানে W35 এ Ram 512MB
    ২। Battery 1500mAh vs 2000mAh.
    ৩। Android 2.3.6 vs 4.1.1(Jelly Bean)
    ৪। ROM: 512MB vs 4GB(786 MB user available) & 1.79 GB Phone Storage.
    শেষ কথা আপনি কয়টা অ্যাপ instal করেছেন। আমি 40 টার বেশি অ্যাপ চালাচ্ছি। হাঁ তবে চার্জ নিতে প্রায় ৫ ঘণ্টা লাগে। তবে সেটা আমার কাছে কোন সমস্যা না।

Level 0

sabbir vai, kothay theke kinecen apni janaben plz..

Techno Sabbir, vi ami student taker o problem,jodi aktu boltan kivaba oi diler ar kac thaka kinbo…….

I want to sell my g1 with 9.5 month warranty.. 10500 tk call:01829580722

Level 0

@আধ্যাত্মিক ভবঘুরে………..vaiya etate koyta sensor ache kindly ektu janaben……….eta normally kotokkhon use korar por gorom hoye jay??? 2ta question er answer diben plzzz……….

    @Dipto: ভাই কয়টা সেন্সর আছে আমি নিজেও এখনো বুঝে উঠতে পারি নাই।Proximity sensor কাজ করে না। তবে রেসিং গেম খুব ভালভাবে খেলা যায়। আর গেম, নেট, ভিডিও চালালে খুব তারাতারি গরম হয়।

সেটটা ডিলারের কাছ থেকে কিনছি ৫৯০০ টাকায়, তবে এখন পর্যন্ত রুট করতে পারিনি। কেউ সফল হলে জানাবেন। 01715379885

কোথায় থেকে কিনেছেন ভাই ? কবে কিনেছেন, কেমন সারভিছ দিচ্ছে বিস্তারিত জানাবেন প্লিজ । @ মুশতাক ভাই

Level 0

sound quality kemon ei mobile er?..

Level 0

w70 চালাচ্ছি। মাস খানেক হল। ফোন বা নেট চালাতে তেমন সমস্যা হয় নাই। কম্পাস চালানো যায় না। মোটর বাইক বা গাড়ির গেমসগুলো ভাল চলে না। স্ক্রিন সট নিতে পারছি না। কেউ জানলে হেল্প করবেন প্লিজ।

set diller ar kac teke kamne nibo … diller ar numbet ta keo jana takle diben plzz …..

vai ektu nirdisto kore bolben, kotokhon net/game chalale besi gorom hoy? @ ভবঘুরে

    @Blizzard Shuvo: আসলে খুব বেশি গরম হয় না। আমি ২ ঘন্টার উপরে নেট চালাইছি wifi দিয়ে। ব্যাটারির নিচে অংশ কিছুটা গরম হয়। iPhone 4s এর থেকেও বেশি গরম হয়। তাই এটা কোন ব্যাপার না।

vai set ta kinte chacci…kintu voy pacci… cz sobai boltacay set ta naki … corom vabe gorom hoy…plzz vobghure vai … acto detail bolen…na hoy apnar phn num ta den …..

    @রাসেল: আসলে খুব বেশি গরম হয় না। আমি ২ ঘন্টার উপরে নেট চালাইছি wifi দিয়ে। ব্যাটারির নিচে অংশ কিছুটা গরম হয়। iPhone 4s এর থেকেও বেশি গরম হয়। তাই এটা কোন ব্যাপার না।

আমার মনে হয় কারো যদি বাজেট কম থাকে তাহলে এই ফোন কিনলে পস্তাতে হবে না। যাই হোক আমার ভাল লেগেছে তাই বললাম। সবাইকে ভাল মন্দ দিক তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ ভাই ।

sob kisui valo laglo…………. but set ta gorom hoy eyta valo laglo naa…….. jotoi na net use ba game kheli……….gorom howata to valo lokkhon naa……ty na! baaki sob kisu awsome!

set ta ajke klinlam w35 …. sotti bolte ki ami asolei symphony r fan hoye gasi…ai takai ai set .. just like a BOMB …………. jotoi use kortaci to to i … valo lagtacay … r mojar bapar holo..ami set ta te 1 hour dhore tample run ta khallam.. gorom hoice bole mr mone hoy nai … 🙂

এই মোবাইলটা আমি ১২ দিন হল কিনেছি। চালিয়ে খুব মজা পাচ্ছি। এই সেটের কিছু জিনিস আমার ভাল লেগেছে আবার কিছু খারাপ দিকও আছে।

ভালো দিক হলো:
* চার্জ খুব ভালো থাকে।
* এপস এন্ড গেমস মুভ করলে মেমরি কার্ডে (যেটা এক্সট্রা লাগানো হয় তাতে) চলে যায়। (অল্প কিছু এমবি সেটে থাকে)
* সেট খুব ফাস্ট।
* কল রেকর্ডিং ভালো হয়।
* গাড়ির গেম খেলতে খুবই মজা।
* সাউন্ড কোয়ালিটি মোটামোটি চলে।
* প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর, এক্সেলেরোমিটার সেন্সর (থ্রিডি) আছে।
* সেটের মেমরিকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
একটাতে ৭৮৬ এমবি। অন্যটাতে ১.৮১ জিবি। এই মেমরি ছাড়াও আপনি
এক্সট্রা ৩২ জিবি পর্যন্ত লাগাতে পারবেন।

খারাপ দিক হলো:
* ডিসপেলে তেমন ভালো না।
* এফএম রেডিওর কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয় নি।
* সেটের সাথে যে হেডফোন আছে তার সাউন্ড কোয়ালিটি ভালো না।
* সামনের ক্যামেরা একটু কালো থাকে (ডার্ক এর পরিমান একটু বেশি)
* কম্পাস সেন্সর নাই। (যদিও ওদের সাইটে লেখা আছে যে, কম্পাস আছে)
* চার্জ হতে অনেক সময় লাগে (প্রায় ৫ ঘন্টা লাগে ফুল চার্জ হতে)
* গেম ও নেট চালালে সেট একটু গরম হয়। (আমার কাছে এটা তেমন বড় ধরনের কোন সমস্যা নয়)
* ক্যামেরা ফ্লাস এর আলো খুবই কম।

টাকার সাথে তুলনা করলে সেটটি খুবই ভালো।
আমি কিনেছি ৬০০০ (ছয় হাজার) টাকা দিয়ে। (দোকানে গিয়ে একটু ঝারি মারবেন যে, আমার বন্ধু ৬০০০ টাকায় নিল ২ দিন আগে অমুক মার্কেট থেকে দেখবেন কাজ হয়ে গেছে। আমি এই সিস্টেমে কিনেছি।)
আরো কিছু জানার থাকলে ফেসবুকে যোগাযোগ করার অনুরোধ রইল।

http://www.facebook.com/wadud.dj

Thanks

    @ওয়াদুদ: এই তথ্য গুলো যদি আপনার একটুও উপকারে আসে তবে ধন্যবাদ দিতে ভুলবেন না।

ভাই খুব বিপদে আসি। কেউ কি Symphony W35 রুট করতে পারেননি PLS HELP

@ WADUD TNX FOR POST