SAMSUNG, HTC SONY এসব ব্রান্ডের সাথে SYMPHONY, WALTON এর তুলনা করা কতটুকু যৌক্তিক??

SAMSUNG, HTC SONY এসব ব্রান্ডের সাথে SYMPHONY, WALTON এর তুলনা করা কতটুকু যৌক্তিক??

আজকাল বিভিন্ন গ্রুপ গুলোতে অনেকেই ঝগড়া করে বসে, সিম্ফোণী ভাল, না ওয়াল্টন ভাল! আরেকজন হয়তো এগুলোর নাম শুনলেই নাক সিঁটকায়!! কেউ কেউ হয়তো এরকম ও বলেন যে স্যামসাং, সনি থেকেও সিম্ফোণী, ওয়াল্টন বেশি ভাল!! এখন প্রশ্ন হচ্ছে এসব ডিবেট কতো টুকু যৌক্তিক!

প্রথমেই বলতে হয় আমি স্যামসাং এবং সিম্ফোণী উভয় কোম্পানির সেটই ব্যবহার করেছি! এবং উভয় কোম্পানির বিভিন্ন মডেল হাতে নিয়েও ঘাটাঘাটি করার সৌভাগ্য হয়েছে। আমার মতামত আজকে আপনাদের সাথে শেয়ার করছি!

বাজারে স্যামসাং এবং সনির স্মার্টফোন গুলোর তুলনায় সিম্ফোণী এবং ওয়াল্টন এর সেট গুলো প্রায় অর্ধেক দামে পাওয়া যায়! এখন প্রায় অর্ধেক দামে দেয়ার পরেও সেট গুলোর কোয়ালিটি কেমন সেইটাই দেখার বিষয়।

বাজার মুল্য যদি হিসেব করা হয় তবে সিম্ফোণী এবং ওয়াল্টন যে একেবারে খারাপ সার্ভিস দেয় তা বলা যায় না! অন্যান্য চাইনিজ কোম্পানি গুলোর উপর ভরসা না করতে পারলেও এদের উপর মোটামুটি আস্থা রাখা যায়। তবে তাই বলে পৃথিবীর সেরা নামিদামী ব্রান্ডগুলোর সাথে এদের তুলনা করা নেহাত বোকামি ছাড়া আর কিছুই নয়!!

সিম্ফোণী এবং ওয়াল্টন এর কিছু দুর্বল যায়গা আমি দেখেছি। যেগুলো সাধারণত ব্রান্ডের সেটগুলোতে চোখে পড়ে না। প্রথমেই আমি বলবো ডিসপ্লে কোয়ালিটির কথা। এদের ডিসপ্লে কোয়ালিটি ব্রান্ডের সেটগুলোর তুলনায় বেশ নিম্নমানের। এছাড়া ক্যামেরা কোয়ালিটিরও বেশ পার্থক্য চোখে পড়ে, 5 MP স্যামসাং এবং সিম্ফোণী ক্যামেরার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে এবং কম আলোতে ছবি তোলার ক্ষেত্রেও এদের দুর্বলতা চোখে পড়ে। গতির দিক থেকেও বলবো সিম্ফোণীর সেটগুলো একটানা ব্যবহার করলে স্লো হয়ে যায়, পুনরায় রিস্টার্ট করলে ঠিক হয়ে যায় তবে ব্রান্ডের সেটগুলোতে এই সমস্যা অপেক্ষাকৃত কম দেখা যায়। এছাড়া এই সেটগুলো প্রায়ই হ্যাং হয়ে যায়, আমি Samsung Galaxy Y ও সহজে হ্যাং হতে দেখিনি। এছাড়া হার্ডওয়্যার বিচার করলে ও স্যামসাং সনির তুলনায় সিম্ফোণী এবং ওয়াল্টন বেশ পিছিয়ে রয়েছে।

অতএব বলা যেতে পারে কোয়ালিটির বিচারে সিম্ফোণী এবং ওয়াল্টন কে কখনোই স্যামসাং, সনির মতো কোম্পানির সম মানের ভাবা যায় না।

এখন আসি দাম নিয়ে তুলনা করি, দামের বিচার করতে গেলে অবশ্য আমি সিম্ফোণী এবং ওয়াল্টনের পক্ষেই কথা বলবো। দাম হিসেবে সিম্ফোণী এবং ওয়াল্টনের কোয়ালিটি যথেষ্ট ভালো। Samsung Galaxy Y এর বাজার মুল্য যখন ৯৫০০ টাকা ছিল তখন সমমুল্যে বাজারে Symphony W60 সেট পাওয়া যেত। এই সেট দুটি তুলনা করলে কিন্তু নি:সন্দেহে W60 কেই উপরে রাখতে হয়।

অতএব যে যেই ব্রান্ডই ব্যবহার করেন না কেন দাম, এবং কোয়ালিটির বিচারে কোন না কোন দিক থেকে আপনি এগিয়ে!! সকলকে ধন্যবাদ!

    • চমৎকার সব Paid/premium, Apps ডাউনলোড করতে ভিজিট করুন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং প্রথম পুর্নাঙ্গ এন্ড্রয়েড এপস বিষয়ক ওয়েবসাইট
      ANDROID Games Free Download | ANDROID APK™

    এ!

    • প্রতিদিন Paid/premium apps এর তথ্য এবএব ডাউনলোড লিংক পেতে অবশ্যই এই ফেইসবুক পেইজ টি লাইক দিয়ে রাখবেন।
      Premium Android Apps On Facebook

    Level New

    আমি অ্যান্ড্রয়েড বস্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 116 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

    i am an android fan.. and i established a website for android apps and games. i hope you must like it


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    Level 0

    symphony walton je ekebare kharap ta bola jay na.
    ami ekishathe symphony w125, samsung i9500, sony z, use kortechi.
    damer dik theke bolte gele super plus. ar performance r display te
    olpo kichudiner modhhei brand er flagship set gulo k dhore felbe ta sure kore bola jay.

    Level 0

    অনেক দিন পরে

    Level New

    ভালো লিখেছেন। চায়না মোবাইল ব্যাবহারে যে স্বাস্থ্য ঝুকি রয়েছে সেটি উল্লেখ করা যেতে পারত। এছাড়া অনেককেই বলতে দেখি যে নকিয়া,স্যামসাং ও চায়না তে বানানো হয়। চায়নাতে বানানো হলেও ব্রান্ড প্রোডাক্ট এর quality রি-ব্রান্ড/নন-ব্রান্ড প্রোডাক্ট থেকে অনেক বেটার। কোয়াড কোর প্রসেসর চালিত চায়না মোবাইল এর যে পারফরমেন্স সেটা ব্রান্ড মোবাইল এর ডুয়েল কোর এমনকি সিংগেল কোরেও পাওয়া যায়। written specifications মোবাইলের সব কিছু না। রিয়েল লাইফ পারফরমেন্স হল আসল। আর একটা ব্যাপার হল ব্রান্ড এর মোবাইল যেমন স্যামসাং , সনি এদের ডিজাইন কিন্তু ইউনিক। যেমন সনি এক্সপেরিয়া যেড সুধু মাত্র সনির এ আছে। অথচ চায়না রিব্রান্ড ওয়াল্টন, সিম্ফনির অনেক সেট অন্যান্য দেশে অন্য কোম্পানি অন্য নাম দিয়ে বিক্রি করছে। যেমন ওয়াল্টন primo x1 চায়নার xionee dream d1 এর রিব্রান্ড। ভারতীয় মাইক্রোম্যাক্সও রিব্রান্ড পোডাক্ট বিক্রি করে। অপরদিকে ব্রান্ড এর মোবাইল কোম্পানি গুলি নিজেদের সতন্ত্র ডিজাইন ও প্রযুক্তি ব্যবহার করে উন্নত মান নিশ্চিত করেই প্রডাক্ট বাজারে ছাড়ে।

      @Tanay: অনেক সুন্দর মতামত দিয়েছেন। 🙂

      @Tanay: valo bolchen vai, , koi agor tola ,, ar koi khater tola ,, ami nijeo walton primo use kori ,, 7.5k tk er walton primo er pray sob feature e amar friend er 13k er samsung galaxy Y er 1.5 gun , jemon processor, display resolution and size, RAM etc … kintu ami kokhono vule o or set er sathe amar set tulona korte jai na ,, amar taka kom tai kom damer set use kori ,, taka beshi thakle to ami ek e feature er beshi damer brand er set e nitam ,,,

      re brand product gulote health hazard hoy onek beshi ,, jeta hoyto amra count kori na ,,, valo company gulo shudhu R&D te joto khoroch kore ,, oi taka die …. …. er moto 2 ta company kina jaibo ,,

    walton n1 a dekhesi 2 minite a 1 minite e radiation day.

    Level 0

    Vai onek e ase jara Brand er shate non-brand er tulona kore.. aita mantei hobe Brand er shate non brand er tulona hoy na….. R china non brand jodi atoi valo hoito.. taile apple, samsung er moto ora o Top 10 brand er moto hoito…

    Vai ami symphony w35 use kori. Vai set ta aktu garom hoy kintu akhono hang kore nie.

    Level 0

    ভাইজান স্যামসাং গ্যালাক্সি এস৩ এর দাম এখন কত?

    Level 0

    asha korbo walton primo x1 set ta use kore then motamot janaben….. koydin por bd theke brand vagar rasta pabe na….sob brand use korci ami…

    China non brand phone গুলিতে radiation filter তেমন শক্তিশালী নয়, অনেক ক্ষেত্রে তা থাকেও না। এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তাছাড়া জাপানি brand SONY, কোরিয়ান brand Samsung, আমেরিকান brand Apple আগুলোর সাথে non brand এর কোন দিকদিয়েই তুলনা চলেনা। সেটা পারফরমেন্স হোক বা কোয়ালিটি ই হোক। আর হ্যাঁ ব্রান্ড এর প্রোডাক্ট এর দাম এমনিতে বেশি হয়না। এগুলো নিখুঁত করে তৈরি করতে অনেক খরচ হয় তাই। ইলেক্ট্রনিক্স এর এই বিষয়গুলা এতটাই জটিল যে এর মহাত্তা কয় একটি টিউন করেও বুঝানো সম্ভব হবেনা।

    আর টিউন এর জন্য আপনাকে ধন্যবাদ।

    আমার ব্যবহৃত সেট Samsung Galaxy Y ডুয়াল প্রথম ৬ মাসেই ডিস্ট্রাব দেখা দেয়। সার্ভিস সেন্টারে দেবার পর ২১দিন ঘুরার পর তারা কোন কিছু না বলে সেটটি ঠিক করে দেয়। তারপর ২য় দফা আবার সমস্যা দেখা দেয়। আবারও সার্ভিসে দেই। প্রায় ১ মাস পর (এর মধ্যে অনেক বার ফোন করেছি) তারা বলল আপনার সেট বিদেশ থেকে পার্স আনা লাগবে। অগত্যা সেটটি আবার ফেরত পেলাম ততক্ষনে কিন্তু ১ বছর ওয়ারেন্টি শেষ। আমার কথা হচ্ছে ১৫ হাজার দিয়ে আমি ২টি সেট কিনতে পারতাম। ১টি ব্রান্ড সেট কিনে আমি তো বোকা হয়ে গেছি। আর যারা স্যামসাং এর সার্ভিস সেন্টারে জুতা ক্ষয় করেছে তারা বলতে পারে। এত বাজে সার্ভিস মনেহয় সিম্ফোনিতেও নেই। তাই ব্র্যান্ড সেট কিনার আগে ৭বার ভাববো আমি।

      @Jahidur Rahman: tobe vai walton er service kintu valo e peyechi ai khetre ,, 3 bar set warranty te diechi ,,, protibar e ora 1 diner moddhe phone dieche ,, emon obostha jeno set thik kore die dite parle ora bache ,,,