এবার “Google Play Store” কে ফাঁকি দিন । ( Android Root User only )

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । "Google Play Store"  এ লক্ষ লক্ষ free apps , games আছে কিন্তু আমরা সব free apps ,games আমাদের ফোনে download/use করতে পারি না । অনেক apps ,games আছে যেগুলো আমাদের পছন্দ কিন্তু আমরা ব্যবহার করতে পারি না কারন সেগুলো কিছু নির্দিষ্ট মডেলের বা কিছু নির্দিষ্ট android version এর জন্য দেওয়া হয়েছে । যেমন - Mobile Odin pro ব্যবহার করার জন্য samsung এর কিছু নির্দিষ্ট মডেলের পারমিশন দেওয়া আছে , কিন্তু যেকোন samsung user Mobile Odin pro ব্যবহার করতে পারবেন । এক কথায় আপনার ফোনে সাপোর্ট করে না এমন সবকিছু (apps,games) আজ থেকে ব্যবহার করতে পারবেন ।

কিভাবে ? কাজটি আমরা করব build.prop ফাইল edit করার মাধ্যমে । এটি system ফোল্ডারে থাকে । build.prop কে android ফোনের পরিচয়পত্র বলা হয় । এখানে manufacturer , model , version ইত্যাদি তথ্য দেওয়া থাকে । আমরা  সব free apps ,games আমাদের ফোনে download/use করার জন্য আমাদের ফোনের পরিচয়পত্র নিজের ইচ্ছামত পরিবর্তন করব । নিচের ছবি ৩ টি আমার ফোন থেকে নেওয়া , আপনি কি বলতে পারবেন আমার ফোন manufacturer , model , version কত ? বলার উপায় নেই । তাহলে "Google Play Store"  কিভাবে বুঝবে  আমার আসল ফোন মডেল ।

যাহোক, কাজটি করার আগে ROM backup নিন । কোন সমস্যা হলে যেন restore করতে পারেন ।আমি বলব manufacturer পরিবর্তন করার দরকার নেই , আপনি শুধু product name . model , version পরিবর্তন করুন । latest কোন মডেলে পরিবর্তন করুন ।

* এখান থেকে build.prop editor apk download করুন ।

* ওপেন করুন । superuser permission দিন ।

* আপনি ৩ টি ফাইল পরিবর্তন করবেন -

১। ro.build.version.release ( এটি 4.1.2 দিলে ভাল হয় )

২। ro.product.model ( এটি আপনার ফোন কোম্পানির latest / প্রয়োজনমত কোন ফোনের মডেল দিন )

মডেল দেখার জন্য এখানে যান এবং এখানে যেভাবে মডেল লিখা আছে আপনি edit করার সময় ঠিক সেভাবেই লিখবেন ।

৩। ro.product.name ( ২ নং এ যে মডেল লিখেছেন তা এখানেও লিখুন )

নিচের ছবি দেখুন -

edit করে save করুন । ফোন restart দিন । এবার About phone এ গিয়ে দেখুন ।

এবার বুঝতে পারছেন - আপনার ফোন আসলে GTS5570 version 2.3.7. আমি পরিবর্তন করেছি ।

এখন Google Play Store"  এ  যান , আর app , games download করুন , ব্যবহার করুন ।

উপকৃত হলে জাহিদ ভাইকে ধন্যবাদ দিতে ভুলবেন না ।

Level 2

আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Amazing post…

আমার একটি প্রশ্ন আছে।আমি এইমাত্র আমার সনি এক্সপেরিয়া ই ডুয়াল ফোনটা রুট করলাম unlock root pro এর সাহায্যে। কিন্তু রুট করার পর আমার খুব ভয় হচ্ছে যে ফোন রুট করলে কি নষ্ট হয়ে যাবে?অথবা অন্য কোনো অসুবিধা হবে না তো?প্লিজ কেউ সাহায্য করুন।

Zahid Islam vai, I need a little help!
When I download an App or Game from Play-Store with my Gmail Account, I can update it in the future!!
But when I get any App or Game from The Net or Elsewhere or My Brother, I can’t update it and In fact if any update comes Those Apps don’t update!!!! This happens with my brother too!
Now I have many Apps and Games of Old Version! Paid and Free!
Is there any way to update those? Please help!!! Many must detect this problem and They will be happy to have help like me!!

    Level 2

    @DEVIL NEXUS: you can try this-
    1.Settings-Apps-Google Play Store”-Force stop-Clear data- restart your phone ,Now try the play store
    or 2.Remove Google Account,restart your phone and add it again . Now try the play store
    or 3. use any kind of vpn
    or. 4. change your play store version

zahid islam vaia,আমার একটি প্রশ্ন আছে।আমি এইমাত্র আমার
সনি এক্সপেরিয়া ই ডুয়াল ফোনটা রুট করলাম unlock root
pro এর সাহায্যে। কিন্তু রুট করার পর আমার খুব ভয়
হচ্ছে যে ফোন রুট করলে কি নষ্ট হয়ে যাবে?অথবা অন্য
কোনো অসুবিধা হবে না তো?প্লিজ কেউ সাহায্য করুন।

    Level 2

    @AssassinscreedDeep: ফোন যেহেতু রুট হয়ে গেছে সেহেতু ভয়ের আর কিছু নেই । চালিয়ে যান ………………………

Level 0

চালাই নি ।তবে এমন একটা সফট শেয়ার করার জন্য ধন্যবাদ ………… =D

Level 0

Bhai softwareta galaxy minite support korena kono upay ace ki support korar jonno

Level 0

vai pura matha nosto kora ak akta post koren apni……..onek donnobad 🙂 ami sudu matro apnar post gulo deikha amr samsung galaxy y root korsi r akhon smart phone er real moja ta paitesi…..thank u so much bro 🙂

Level 0

plz give me your phone number. my no: 01911745999 (Orbot problem)

Paid app free pawa jabe ki?

মহসিন ভাই Paid App Free পেতে একটা Software আপনাকে Install দিতে হবে।