আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । "Terminal Emulator" এর কিছু প্রয়োজনীয়
Code/Command নিয়ে আজ কথা বলব । যারা Linux বিষয়ে আগ্রহী তাদের জন্য ।
আপনার ফোনে supersu apk এবং busybox apk install থাকতে হবে ।
নিজ দায়িত্বে চর্চা করুন । আপনার ফোনের কোন রকম ক্ষতির জন্য আমরা দায়ী থাকব না ।
* প্রথমে এখান থেকে Terminal Emulator apk download করে ইন্সটল দিন । su permission দিন ।
* এখন থেকে যখনই Terminal Emulator ব্যবহার করবেন তখনই command line এ টাইপ করবেন
su এবং এরপর enter চাপুন ।
su ১। আপনি date বা time দেখতে চাইলে নিচের কোড টাইপ করুন , এরপর enter চাপুন ।
date ২। আপনি ক্যালেন্ডার দেখতে চাইলে নিচের কোড টাইপ করুন , এরপর enter চাপুন ।
cal ৩। কোন ip কে পিং করতে চাইলে নিচের মত কোড টাইপ করুন , এরপর enter চাপুন ।
ping www.google.com
ping 10.128.1.2 ৪। ফোন বন্ধ করার জন্য নিচের কোড টাইপ করুন , এরপর enter চাপুন ।
poweroff ৫। ফোন restart করার জন্য নিচের কোড টাইপ করুন , এরপর enter চাপুন ।
reboot ৬। Recovery mode এ ফোন on করার জন্য নিচের কোড টাইপ করুন , এরপর enter চাপুন ।
reboot recovery ৭। Downloading mode এ ফোন on করার জন্য নিচের কোড টাইপ করুন , এরপর enter চাপুন ।
reboot download ৮। Sd কার্ডে app install দেওয়ার জন্য নিচের কোড টাইপ করুন , এরপর enter চাপুন ।
pm set-install-location 2 ৯। system এ r/w mount করার জন্য নিচের কোড টাইপ করুন , এরপর enter চাপুন ।
mount -o rw,remount -t /system অথবা
mount -o rw,remount -t ext3 /dev/block/mmcblk1p21 /system ১০।system unmount করার জন্য নিচের কোড টাইপ করুন , এরপর enter চাপুন ।
mount -o ro,remount -t /system অথবা
mount -o ro,remount -t ext3 /dev/block/mmcblk1p21 /system ১১। SD card থেকে system এ ফাইল move করার জন্য নিচের কোড টাইপ করুন , এরপর enter চাপুন ।
mount -o rw,remount -t /system এরপর নিচের কোড Code:
busybox cp /sdcard/<path> /system/<path> <path> আপনি sd কার্ডের কোন ফোল্ডার থেকে system এর কোন ফোল্ডার এ move করবেন ।
১২। ফাইল remove করার জন্য নিচের কোড টাইপ করুন , এরপর enter চাপুন ।
mount -o rw,remount -t /system এরপর নিচের কোড
rm /<path> ধরুন , আপনি Orbot.apk remove করবেন , এটি system এ app ফোল্ডারে আছে , তাহলে command হবে নিচের মত - rm /system/app/Orbot.apk ১৩। ধরুন ,আপনি ১ টি নতুন ফোল্ডার তৈরি করবেন যার নাম Techtunes , তাহলে নিচের মত কোড টাইপ করুন , এরপর enter চাপুন । mkdir /sdcard/Techtunes ১৪।ধরুন ,আপনি ঐ ফোল্ডার remove করবেন , তাহলে নিচের মত কোড টাইপ করুন , এরপর enter চাপুন । rm /sdcard/Techtunes ১৫। build.prop সম্পর্কে জানতে চাইলে তাহলে নিচের মত কোড টাইপ করুন , এরপর enter চাপুন ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
hmm vai apni to boss !!! apni ki android r upor Engineering porsen??