আপনি কি একজন Galaxy Pocket অথবা Ginger Bread ব্যবহারকারী ? বন্ধুদের Jelly Bean Update মোবাইল দেখে ভাবছেন ইশ কেন যে এটা কিনতে গেলাম? কথা দিচ্ছি আমার এই পোষ্ট পড়ার পর আপনার এই আফসোস থাকবেনা এবং আপনার বন্ধুদেরকেও চমকে দিতে পারবেন। আরেকটি কথা এটা আমি আমার সেটে Try করেছি So মোবাইল নষ্ট হওয়ার Chance নাই। এত ভয় পাইয়েন না।
তারপরেও যদি মোবাইলে কোন সমস্যা হয় তার জন্য আমি দায়ী না। সেটাকে আপনার ভুল হিসেবে ধরে নিতে হবে। হয়তো আপনি আমার কথা মত কাজ করেন নি।
এবার কাজের কথায় আসি। আপনার মোবাইলটি অবশ্যই রুট করা থাকতে হবে। প্রথমে আপনার সব ডাটার Backup নিয়ে নিন। নিচ থেকে ফাইল দুটি ডাওনলোড করুন। তারপর ফাইল দুটিকে আপনার SD Card এর Root Folder এ রাখুন।
এবার আপনার মোবাইলের Recovery Mode এ যান। এর জন্য Power Button+Volume Up Button+Home Button একসাথে কিছুখন চেপে ধরে রাখুন। apply update zip from sdcard ক্লিক করুন। ক্লিক করার জন্য Home Button চাপুন আর উপর নীচে যাওয়ার জন্য Volume up/Down Key ব্যবহার করুন। apply update zip from sdcard এ ক্লিক করার পর vM00CWMv3f.zip ফাইলটি সিলেক্ট করুন। তারপর দেখুন নতুন একটা Recovery Mode এসেছে । সেখান থেকে install zip from sdcard এ ক্লিক করুন তারপর choose zip from sdcard এ ক্লিক করুন এখন Jelly Blast v3 ForPocket.zip ফাইলটি সিলেক্ট করুন। Permission চাইলে Yes চাপুন। Install শেষ হলে Power Button এ ক্লিক করুন। চেপে ধরে রাখবেন না। এখন reboot system nowক্লিক করুন। হয়ে গেল আপনার Ginger Bread এখন Jelly Bean। যদি মোবাইল পুরোপুরি চালু না হয় শুধু Welcome Message দেখায় তবে Wipe Data Factory Reset করে পুরো পদ্ধতিটা আবার অনুসরণ করুন।
কোন সমস্যা হলে কমেন্ট করুন।
ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায় আমার ২য় পোষ্ট শেষ করছি।
কোন সমস্যা হলে নিচের ব্লগে গিয়ে কমেন্ট করুন ।
আমি তোফায়েল আহমাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের মতই প্রযুক্তি প্রিয় একজন মানুষ। বলতে গেলে সারাদিন আমি কম্পিউটার নিয়েই পড়ে থাকি কিছু শিখতে চেষ্টা করি। এই জন্য ইন্টারনেটে বিচরন করি এরই সুত্র ধরে আমার টেকটিউনস এ আসা। আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারব। এবং যদি নতুন কিছু জানতে পারি সেই বিষয়ে পোষ্ট করব। ধন্যবাদ!
ভাই যাকে খুঁজছিলাম ,আপনি সেই । জটিল টিউন্স ।আপনি ধন্যবান । (যে ধন্যবাদ পাওয়ার যোগ্য ,তাঁকে ধন্যবান বলে )