আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । আমরা অনেকেই আমাদের ফোন রুট
করেছি । কিন্তু আসলেই আমাদের ফোন রুট হয়েছে কি আমরা হয়ত চেক করে দেখিনি । আজ চেক
করে দেখুন । যদি পুরোপুরি রুট না হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিন ।
পুরোপুরি রুট করার জন্য আপনাকে নিচের ৫ টি ধাপ কমপ্লিট করতে হবে ।
1. Root access
2.Superuser application
3. Superuser binary
4.Busybox bainary
5. Busybox applets
* এখান থেকে Root Validator apk download করুন । ইন্সটল দিন ।
* ওপেন করুন । Do i have root ? - এ ক্লিক করুন ।
* যদি নিচের মত দেখায় তাহলে আপনার সেট পুরোপুরি রুট হয়েছে ।
* Root complete থাকলে এই ম্যাসেজ দেখাবে -
Yes everything is good . Your device is successfully rooted.
* successfully rooted না হলে এখান থেকে Busybox apk install দিন ।
সবাই ভালো থাকবেন ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai ami htc desire hd 2.3.5 chalai ami aita root korte chai,kivabe korbo bistarito janale khusi hobo