আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । আজকে আমরা দেখব কিভাবে আপনার
Android ফোন দিয়ে ডিলিট হওয়া ফাইল ফিরে পাওয়া যাবে । আপনি FAT ফরম্যাটের ১০০০+
টাইপের ফাইল Restore করতে পারবেন ।
* প্রথমে এখান থেকে একটি Zip ফাইল download করুন ।
* এবার জিপ ফাইলটিকে extract করুন । ৩ টি ফাইল পাবেন যার প্রত্যেকটির দরকার আছে ।
* fahrbot.apps.undelete.apk ফাইলটি ইন্সটল দিন । অবশ্যই ওপেন করবেন না ।
* Lucky patcher apk ফাইলটি ইন্সটল দিন । open করুন । কিছুক্ষণ পর ক্লোজ করে দিন ।
*fahrbot.apps.undelete.txt ফাইলটি কপি করে SD কার্ডে Lucky patcher নামে একটি
ফোল্ডার তৈরি হয়েছে সেখানে পেস্ট করুন ।
* Lucky patcher ওপেন করুন ।
* Undelete এ ক্লিক করে কিছুক্ষণ hold করুন ।
* Custom patch এ ক্লিক করুন ।
* Complete হলে Result দেখাবে ।
* এখান থেকে বেরিয়ে এসে date setting থেকে year 2011 সেট করুন । আপনি যখনই এই
undelete app ব্যবহার করবেন তার পূর্বে date এভাবে পরিবর্তন করবেন ।
* পরীক্ষা করার জন্য কয়েকটি ফাইল ( Image , music , video ) delete করুন ।
* এবার undelete app ওপেন করুন । superuser permission দিন । scan storage এ ক্লিক
করুন । প্রয়োজন হলে storage select করে দিন ।
* Scan complete হলে ডিলিট হওয়া ফাইলের লিস্ট দেখাবে ।
* সেটিং থেকে আপনি restore location পরিবর্তন করতে পারবেন ।
* সবগুলো restore করতে চাইলে select all / না চাইলে যে ফাইলটি restore করতে চান তার
উপর ক্লিক করে hold করুন । এরপর restore item এ ক্লিক করুন ।
সবাই ভালো থাকবেন ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
bhai hlp me.. apnar software ta amr phne kaj krena. ame play store theke dwnld krc. akhn kaj kre but prblm holo ame image chara r kichu recover krte parena. other kichu recover krtegele purches krte bole. pls key tar dwnld link ta amy din…