এবার ৩০০+ Boot Animations আপনার হাতে । পছন্দ করুন কখন কোনটি ব্যবহার করবেন । (Android root user only)

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । আপনাকে যদি প্রস্ন করি , ভাইয়া / আপু

আপনি সেট রুট করেছেন কেন ? আপনি সহজ উত্তর দিবেন - বাড়তি সুবিধা পাওয়ার জন্য । সেট

রুট করলে বহু সুবিধা আছে । তার মধ্যে থেকে আজকে আমরা দেখব , কিভাবে খুব সহজে আমরা

আমাদের সেটে Boot Animations পরিবর্তন করব । আজকে আপনাদের জন্য থাকছে ৩০০+

Boot Animations .

শুরু করা যাক -

১। এখান থেকে  Busy box apk download করে ইন্সটল দিন ।

২। ওপেন করুন । superuser permission চাইলে allow করুন । ইন্সটল এ ক্লিক করুন । ইন্সটল

সম্পন্ন হলে ফোন  restart দিন ।

৩। এবার এখান থেকে Boot Animation apk download করে ইন্সটল দিন ।

৪। আপনার সেটের data connection অন করুন । ( M.B থাকতে হবে )

৫। ওপেন করুন । superuser permission চাইলে allow করুন ।

৬। এবার server option এ আপনি ৩০০+ Boot Animation ফাইল দেখতে পাবেন ।

৭। আপনি যে Boot Animation পছন্দ করবেন সেটার উপর ক্লিক করুন । অপশন দিলে

download এ ক্লিক করুন ।

৮। এভাবে এখান থেকে আপনি ৩০০+ Boot Animations download করতে পারবেন । একবার

download করলে পুনরায় ঐ ফাইলটি আর download করতে হবে না ।

৯। আপনি যে Boot Animations গুলো download করবেন তা মেনু থেকে ব্যাকআপ রাখতে

পারবেন । পরে restore করতে পারবেন ।

১০। মেনু থেকে preview current থেকে আপনি ইন্সটলকৃত  Boot Animations টি দেখতে

পারবেন ।

১১। download কৃত Boot Animations  এ টিক দেওয়া থাকবে । আপনি যেটা সেট করতে চান

তার অপশন থেকে ইন্সটল এ ক্লিক করুন ।

১২। Menu-More-Preference থেকে আপনি  Boot Animations  enable/disable/remove

করতে পারবেন ।

১৩। আপনি Animated gif কে Boot Animations , Boot Animations কে Animated gif

তৈরি করতে পারবেন ।

১৪। SD Card থেকে  Boot Animations  ইন্সটল দিতে পারবেন ।

১৫। Boot Animations এর সাইজ সেটের উপযোগী করে ব্যবহার করতে পারবেন ।

* আমি একজন সাধারণ মানুষ । Expert নই , ভালো কোন টিউনার ও নই । সাজিয়ে লিখতে পারি না ।

ভুল হলে ক্ষমা করবেন ।

সবাই ভালো থাকবেন ।

Level 2

আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য ।

xperia mini te kaj kortese na

Level 0

walton x1 e ki samsung/ xpera er startup log dite parbo?
plz help