প্রথমেই বলে নেই, লেখালেখির ব্যাপারে আমি খুব অলস এবং কাঁচা :p তারপরও আমি গুছিয়ে এবং সহজে লেখার চেষ্টা করব ।
অনেকেই symphony w125 এর স্টক রম নিয়ে নানা সমস্যায় পরেছেন । আবার অনেকেই তাদের w125 ব্রিক করে ফেলেছেন ।
এবার আপনার w125 এর সফটওয়্যার সঙ্ক্রান্ত যত ঝামেলাই হোক, স্টক রম নিয়ে আর চিন্তা করতে হবে না 😎
এখন থেকে খুব সহজেই ফ্ল্যাশ করতে পারবেন আপনার w125
প্রথমেই প্রয়োজনীয় ফাইল গুলো ডাউনলোড করে নিন
এই লিঙ্কে গেলে আপনি ১৩ টি ফাইল পাবেন । সবগুলোই symphony w125 এর স্টক রমের ব্যাকআপ ফাইল । কাজেই সবগুলো ফাইল ডাউনলোড করতে হবে আপনাকে ।
ডাউনলোড হয়ে গেলে সব গুলো ফাইল একটা ফোল্ডারে রাখুন । তারপর cache.rar , system.rar , userdata.rar এই তিনটি rar ফাইল একই ফোল্ডারে extract করে নিন ।
[ কোন ফাইলের নাম পরিবর্তন করবেন না ]
আপনাদের সুবিধার্থে স্ক্রিনশট দিয়ে দিলাম স্ক্রিনশটের সাথে মিলিয়ে নিন ।
এবার ফ্ল্যাশ দেয়ার প্রয়োজনীয় ফাইল গুলো ডাউনলোড করে নিন ।
ডাউনলোড হয়ে গেলে কম্পিউটারের সাথে w125 usb connect করে vcom driver ইন্সটল করুন ।
ইন্সটল হয়ে গেলে usb disconnect করুন ।
এবার ফ্ল্যাশ দেয়ার পালা 🙂
sp tool.exe ওপেন করুন
এইবার Scatter-loading এ ক্লিক করুন । তারপর যেই ফোল্ডারে w125 এর ব্যাকআপ ফাইলগুলো রেখেছিলেন অই ফোল্ডারে MT6589_Android_scatter_emmc.text ফাইল টা সিলেক্ট করুন ।
আতঃপর নিচের স্ক্রিনশটের মত দেখাবে ।
সব কিছু ঠিকঠাক থাকলে Firmware->Upgrade এ ক্লিক করুন ।
এখন আপনার w125 এর ব্যাটারি খুলে ৫/৬ সেকেন্ড পরে লাগান । মোবাইল অন করবেন না !!
এবার মোবাইল বন্ধ থাকা অবস্থায় usb কানেক্ট করুন পিসির সাথে । অটোমেটিক ফ্ল্যাশ হউয়া শুরু হবে ।
ফ্ল্যাশ শুরু হলে নিচের দেয়া স্ক্রীনশটের মত দেখাবে ।
প্রথমে লাল বার দেখবেন । তারপর ফ্ল্যাশ শুরু হলে সবুজ বার দেখতে পাবেন ।
ফ্ল্যাশ হয়ে গেলে নিচের দেয়া স্ক্রীনশটের মত দেখাবে ।
সবুজ সিগন্যাল দেখলেই মনে করবেন ফ্ল্যাশ করা শেষ হয়েছে । এবার sp tool ভাল ভাবে close করে usb ডিসকানেক্ট করুন।
মোবাইলের ব্যাটারি টা খুলে আবার লাগান । তারপর ( vol + ) এবং power button একসাথে চেপে ধরে রাখুন । রিকভেরি মেনু আসবে ।
রিকভেরি মেনু থেকে factory data reset করুন ।
ব্যাস কাজ শেষ 🙂 রিকভেরি মেনু থেকে reboot করুন । প্রথম অবস্থায় মোবাইল চালু হতে সামান্য সময় নিবে ( ২/৩ মিনিটের মত )
পরে স্বাভাবিক ভাবেই চালু হবে ।
কোন সমস্যায় পরলে কমেন্ট করবেন আমি সাধ্যমত হেল্প করার চেষ্টা করব ।
জরুরী প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন http://www.fb.com/Litu.carter
আমি Litu.carter। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল……… কাজে লাগবে……।।আমি W125 ব্যাবহার করি……………এটি Root করা, তো এই অবস্থায় কি কাজ হবে।