আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । Battery Drain সমস্যা Android
ব্যবহারকারীদের প্রধান সমস্যা । আজকাল নিত্যনতুন ROM বের হচ্ছে । আর এগুলোতে সুবিধা
বেশি থাকায় আমরা অনেকেই Custom ROM update করি । এতে আমাদের ব্যাটারী ব্যাকআপ
আগের তুলনায় কমে যায় । আবার অনেকের ফোন ব্যাটারী অনেক দ্রুত Drain হয় । এ জন্য বলা
হয় Custom ROM update করার পর ClocworkMod Recovery র মাধ্যমে battery stats
wipe করতে । কিন্তু এতেও ভালো ফলাফল আসে না । আজকে আমি এই সমস্যার সমাধান দিব , যার
ফলাফল আপনাকে অবাক করবে । তবে অবশ্যই আপনার ফোন রুট করা থাকতে হবে ।
*প্রথমে এখান থেকে Root explorer apk download করুন ।
যদি এ ধরনের কোন ফাইল ম্যানেজার আগে থেকেই ইন্সটল থাকে তাহলে দরকার নেই ।
পদ্ধতিঃ-
১। আপনার ফোন স্বাভাবিক ভাবে ব্যবহার করে ব্যাটারী empty করে ফেলুন । ফোন নিজের থেকে
বন্ধ হয়ে গেলে আবার অন করুন , ব্যবহার করুন যতক্ষণ নিজের থেকে বন্ধ না হয় । ( এভাবে ২/৩
ব্যবহার করুন । )
২। এবার বন্ধ অবস্থায় আপনার ফোন চার্জে দিন ( অবশ্যই চার্জার দিয়ে ) । ১০০ % চার্জ না হওয়া
পর্যন্ত ফোন অন করবেন না বা ব্যবহার করবেন না । চার্জ সম্পন্ন হলে চার্জার খুলে নিন ।
৩। এবার ফোন অন করুন ।
৪। এবার Root explorer ওপেন করুন ।
৫। mount r/w এ ক্লিক করুন । এরপর data ফোল্ডারে প্রবেশ করুন ।
৬। এবার system ফোল্ডারে প্রবেশ করুন ।
৭। system ফোল্ডারে batterystats.bin ফাইলটি ডিলিট করে ফেলুন ।
৮। আবার ১০০% পর্যন্ত চার্জ দিন ( কয়েক মিনিট লাগবে ) , চার্জার খুলে ফোন restart দিন ।
৯। আবার ৪,৫,৬,৭ নং কাজটি করুন ।
১০। ফোন বন্ধ করুন ।
১১। চার্জ এ দিন । ১০০ % না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন । ফোন অন করবেন না / ব্যবহার করবেন না ।
চার্জ সম্পন্ন হলে ম্যাজিক দেখুন । enjoy করুন ।
আমার পরবর্তী টিউন টি দেখুন ব্যাটারী সেভ করার জন্য ।
সবাই ভালো থাকবেন ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, সেট ব্রীক হওয়ার কি কোন রিস্ক আছে ?