“নতুন ROM Flash/Update দেওয়ার পর ব্যাটারী ব্যাকআপ নিয়ে সমস্যায় আছেন ? সমাধান নিয়ে যান । ” ( Android root user only )

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । Battery Drain সমস্যা Android

ব্যবহারকারীদের প্রধান সমস্যা । আজকাল নিত্যনতুন ROM বের হচ্ছে । আর এগুলোতে সুবিধা

বেশি থাকায় আমরা অনেকেই Custom ROM update করি । এতে আমাদের ব্যাটারী ব্যাকআপ

আগের তুলনায় কমে যায় । আবার অনেকের ফোন ব্যাটারী  অনেক দ্রুত Drain হয় । এ জন্য বলা

হয় Custom ROM update করার পর ClocworkMod Recovery র মাধ্যমে battery stats

wipe করতে । কিন্তু এতেও ভালো ফলাফল আসে না । আজকে আমি এই সমস্যার সমাধান দিব , যার

ফলাফল আপনাকে অবাক করবে । তবে অবশ্যই আপনার ফোন রুট করা থাকতে হবে ।

*প্রথমে এখান থেকে  Root explorer apk download করুন ।

যদি এ ধরনের কোন  ফাইল ম্যানেজার আগে থেকেই ইন্সটল থাকে তাহলে দরকার নেই ।

পদ্ধতিঃ-

১। আপনার ফোন স্বাভাবিক ভাবে ব্যবহার করে ব্যাটারী empty করে ফেলুন । ফোন নিজের থেকে

বন্ধ হয়ে গেলে আবার অন করুন , ব্যবহার করুন যতক্ষণ নিজের থেকে বন্ধ না হয় । ( এভাবে ২/৩

ব্যবহার করুন । )

২। এবার বন্ধ অবস্থায় আপনার ফোন চার্জে দিন ( অবশ্যই চার্জার দিয়ে ) । ১০০ % চার্জ না হওয়া

পর্যন্ত ফোন অন করবেন না বা ব্যবহার করবেন না । চার্জ সম্পন্ন হলে চার্জার খুলে নিন ।

৩। এবার ফোন অন করুন ।

৪। এবার Root explorer ওপেন করুন ।

৫। mount r/w  এ ক্লিক করুন । এরপর data ফোল্ডারে প্রবেশ করুন ।

৬। এবার system  ফোল্ডারে প্রবেশ করুন ।

৭। system  ফোল্ডারে  batterystats.bin ফাইলটি ডিলিট করে ফেলুন ।

৮। আবার ১০০% পর্যন্ত চার্জ দিন ( কয়েক মিনিট লাগবে ) , চার্জার খুলে ফোন restart দিন ।

৯। আবার ৪,৫,৬,৭ নং কাজটি করুন ।

১০। ফোন বন্ধ করুন ।

১১। চার্জ এ দিন । ১০০ % না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন । ফোন অন করবেন না / ব্যবহার করবেন না ।

চার্জ সম্পন্ন হলে ম্যাজিক দেখুন । enjoy করুন ।

আমার পরবর্তী টিউন টি দেখুন ব্যাটারী সেভ করার জন্য ।

সবাই ভালো থাকবেন ।

Level 2

আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, সেট ব্রীক হওয়ার কি কোন রিস্ক আছে ?

ভাই !! চার্জ দেওয়ার সময় ”load shedding” হলে কোন সমস্যা হবে???

ভাই যদি এমনিতেই গিয়ে ফাইলটা ডিলিট করে দেই তাহলে কি হবে?

Level 0

ভাই ম্যাজিক টা কি? সেটা যদি বলে দিতেন ভালো হত । আর এটা করলে বেটারি বা ফোনের কি ধরনের চেঞ্জ হয় সেটা বলে দিলে ভাল হত।]

    Level 2

    @amisawon9: battery backup আগের চেয়ে বেশি পাবেন

asssa vai i sony live with walkman use kori.phn a jokon 20% charge thake tokon hotat 1% crge hye phn off hye jai,r on hoina, carger connect korlei abr 20% crg dekai…ki kora jai akon?

    Level 2

    @kaosarshuvo: ROM update এর পর সাধারণত এই রকম সমস্যা হয় । আপনি আমার এই টিউন ফলো করলে আশা করি এই সমস্যা থাকবে না । তবে অবশ্যই আপনার সেটে custom rom update থাকতে হবে , stock rom নয় ।

Level 0

আর ভাই আমি w90 ইউস করি । রুট করা । কিসুদিন আগে আমার এক বন্ধ ব্লুটুথ এ ফাইল নিতে গিয়ে কি করসে জানি না কিন্তু mobail restart korle modemlog নামের ekta app chalu হয় আর আমার মেমরি এর ভেতরে প্রায় ২ জিবি এর চেয়ে বর একটা ফোল্ডার হইয়া সব স্পেস ফুল কইরা দেয়।এখন কি করবো? আর cwm কি ? এটা কিভাবে ইন্সটল করব? আর লাস্ট প্রশ্ন ২ দিন ধইরা আমার bangla dictionary offline ei app ta চালাইতে নিলে picoTTS has been stop lekha uthe app ta off hoye jay.আরো কয়েকটা এপ এরকম হয়। আগে ঠিক মতি চলত,। এখন কি করা যায়? solution dile khub উপক্রিত হইতাম। thanks