আসসালামু আলাইকুম । প্রথমেই আল্লাহর নামে শুরু করছি । আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন । আমিও আল্লাহর রহমতে ভালই আছি । আমরা অনেকেই আমাদের Walton Primo Sires রুট করতে চাই । কিন্তু পর্যাপ্ত দিক নির্দেশনা না পাওয়ায় আমাদের আর রুট করা হয়ে উঠে না । তাই Android এর আসল স্বাদ নিতে পারি না । আমার পূর্বের এই টিউনে https://www.techtunes.io/android/tune-id/218151 অনেকই Walton Prime Sires কিভাবে রুট করতে হয় জানতে চেয়েছিলেন । আজকের টিউনটি তাদের জন্যই । তো চলুন রুট টিউটোরিয়াল শুরু করি ।
প্রথমে আপনার ফোনের স্টক রমের বেকআপ নিয়ে নিন । ( আমি নেইনি আপনারা নিতে পারেন )
তারপর Bin4ry for primo series.rar http://www.mediafire.com/?3j6eumm3x4d8adf এই লিংক থেকে ডাউনলোড করে নিন ।
rar ফাইল টি ওপেন করার জন্য winrar ডাউনলোড করে নিতে পারেন http://www.mediafire.com/?9efqe7yfd3lch55 এই লিংক থেকে ।
আপনার ফোনের settings এ যান ।
এখন Developer options এ যান ।
USB debugging enable করুন ।
এখন আপনার ফোনটি USB cable দিয়ে PCর সাথে connect করুন ।
এখন উপরের notification bar থেকে Connected as USB Storage এ টেপ করুন।
এখানে USB storage এ টিক দেয়া থাকে । এটা তুলে Media device এ টিক দিন ।
এখন Bin4ry for primo series.rar ফাইলটা PC তে Extract করুন ।
Bin4ry for primo series ফোল্ডার এ RunMe.bat নামের ফাইল টা open করুন ।
ফাইলটা open হলে নিচের চিত্রের মত কাজ করতে থাকুন ।
ফাইলটি open হলে Make a choice: লেখাটায় কোন সংখ্যা থাকবে না । এখানে 1 চাপতে হবে এবং enter দিবেন । আর আপনার ফোনের ডান দিকে নিচে Restore বাটন দেখবেন । Restore বাটনে চাপুন । তাহলে নিচের চিত্রের মত দেখা যাবে ।
এবার Press any key to continue... লেখা আসলে enter বা যেকোন key তে চাপ দিন। ( এই পর্যন্ত আসতে আপনার ফোনটি ২ বার restart নিবে । তাই ভয় পাবেন না । )
Ok! আপনার ফোনটি রুট হয়ে গেছে । আপনার ফোন যে রুট হয়েছে কিভাবে বুঝবেন ?
আপনি দেখবেন আপনার ফোনে SuperSU নামে একটা app যোগ হয়েছে । তো এখন থেকে বাধাহীন android এর স্বাদ নিতে থাকুন ।
আমি আমার Walton F1 এই প্রক্রিয়ায় রুট করেছি । এই প্রক্রিয়াটি Walton এর
Walton Mobile (Dev) এই পেজে দেওয় হয়েছিল । পেজটি দেখতে এই লিংকে যান https://www.facebook.com/WaltonMobileDev/posts/513981698652305
আর যদি আন রুট করতে চান তবে RunMe.bat ফাইলটা open করে device type এ x লিখে enter দিন তারপর y লিখে enter দিন । তারপর manually ফোনটি restart দিন । ব্যাস আন রুট complet !
সব শেষে বলে নেই রুট করতে গিয়ে আপনার ফোনের যদি কোন ক্ষতি হয় তবে আমি বা টেকটিউনস কোন ভাবে দায়ী নয় ।
টিউনটি করতে অনেক কষ্ট হল ভুল হলে ক্ষমা করে দিবেন । আর কমেন্ট করলে খুশি হব । আরেকটা কথা এই টিউনটি সম্পূর্ণ বা আংশিক কপি করে যেকোন ব্লগে বা সাইটে প্রকাশ করা যাবে । পরবর্তী টিউনে বিস্তারিত বলবো কিভাবে android এর হার্ড লক খুলা যায় কোন সফটওয়্যার ছাড়া ( চিত্র সহ) ।
তো ভাল থাকুন সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।
আমি Tanvir Mustafa Joy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 379 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফোনে তো রিষ্টোর নামে কোন অফশন আসে নাই