সরাসরি “Amazon Appstore” থেকে দিনে ১ টি ( সপ্তাহে ৭ ,মাসে ৩০ , বছরে ৩৬৫ টি ) Paid Applications ফ্রি Download করুন । যার জন্য বছরে গুনতে হতো প্রায় ১ লক্ষ টাকা । ( সারা বিশ্বের Rooted android user দের জন্য )

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । আপনারা অনেকেই জানেন  Amazon

এর Google play store এর মত android app store রয়েছে । যার নাম "Amazon Appstore"

তাদের একটি অফার আছে । অফারটি হচ্ছে - তাদের রেজিস্টার্ড মেম্বারদের প্রতিদিন ১ টি Paid

application free দেওয়া । কিন্তু দুর্ভাগ্যবশত  "Amazon Appstore" শুধু মাত্র USA (United

State of America ) তে সীমাবদ্ধ । তাই এ অফারটি শুধুমাত্র আমেরিকানরা ব্যবহার করতে পারেন ।

আজকে আপনারা যারা এই টিউনটি পড়ছেন তারা প্রতিদিন  "Amazon Appstore"  থেকে ১ টি

/সপ্তাহে ৭ / মাসে ৩০ / বছরে ৩৬৫ টি paid application free download করতে পারবেন ।

যাহোক , আমাদেরকে ২ টি বাধা অতিক্রম করতে হবে সুযোগটি পাওয়ার জন্য । ( MB কাটবে ডলার

নয় ।)

প্রথম বাধা - IP Address - আমরা যে দেশেই থাকিনা কেন , আমরা যদি আমাদের ip

পরিবর্তন করে  valid / active USA IP ব্যবহার করতে পারি ।

দ্বিতীয় বাধা- Amazon USA account-  Amazon.com এ যদি USA এর ঠিকানা , ফোন নং ,

valid credit card no. ইত্যাদি দিয়ে একটি account খুলতে পারি , তাহলেই সম্ভব ।

এসব সব কিছুর সমন্বয় ঘটাতে আমার যে কষ্ট হয়েছে তা তখনই সার্থক হবে যখন আপনারা এর

দ্বারা উপকৃত হবেন । আসুন শুরু করি -

* সর্বপ্রথম এখান থেকে Amazon Appstore apk (1.28 mb) download করুন । airplane

mode on করে Amazon Appstore apk install দিন । ওপেন করবেন না ।

ক) প্রথম বাধা - IP Address  পরিবর্তন - ২ ভাবে করতে পারেন

* vpn দিয়ে - অনেক vpn আছে । আমরা Droid vpn ব্যবহার করব ।

এখান থেকে Droid vpn apk download করুন ।

এখান থেকে Tun.ko installer  apk download করুন ।

১। Tun.ko installer  apk  ইন্সটল দিন । open করুন । superuser permission দিন । কিছুক্ষণ

অপেক্ষা করুন । দেখাবে tun module is loaded . model এবং build no. টিক দিয়ে ইন্সটল

করুন । ( অনেক device এ / rom এ tunko module নাও থাকতে পারে তবে cyanogenmod

এ tun module include থাকে ।

২। Droid vpn apk ইন্সটল দিন ।

৩। এখান থেকে Droid vpn এর একটি ID খুলুন ।

৪। এবার Droid vpn ওপেন করে id , password দিন । সেটিং থেকে connection protocol -

ICMP করে দিন । server - Free 5 select করুন ।

খ) Market unlocker দিয়ে ip পরিবর্তন -

১। প্রথমে এখান থেকে  Market unlocker apk download করুন ।

২। ইন্সটল করে ওপেন করুন । superuser permission দিন । Enable unlocker On করুন ।

এবার সেটিং করুন -

Proxy for application - Amazon appstore

proxy type- HTTP

proxy host- 108.166.64.63

proxy port- 80

এবার Enable proxy ON করুন । এই proxy  যদি কখনও কাজ না করে তাহলে Fetch USA

proxy তে ক্লিক করুন । automatically proxy setup নিবে ।

এবার আপনি আপনার ip পরিবর্তনের জন্য যে পদ্ধতি অনুসরণ করেছেন তা চালু  করুন । অর্থাৎ

droid vpn connect করুন / market unlocker on  করুন ।

আসলেই আপনি USA proxy ব্যবহার করছেন কিনা তা চেক করার জন্য এখানে ক্লিক করে কোন

ব্রাউজার দ্বারা ওপেন করুন । যদি local ip দেখায় তাহলে উপরের সেটিং গুলো আবার দেখুন ।

* এবার Amazon Appstore ওপেন করুন । নিচের দিকে create account এ ক্লিক করুন ।

কোন ব্রাউজার দিয়ে ওপেন করুন ।

* পূরণ করুন -

Full name - আপনার নাম

Email- আপনার আসল Email address

password- আপনার ইচ্ছা

create account এ ক্লিক করুন ।

* account create  সম্পন্ন হলে । Amazon Appstore ওপেন করুন আপনার Email এবং

password দিয়ে sign in করুন । সেটিং থেকে - use wifi when downloading apps larger

than 20 mb করে দিন ।

* শুরুতেই একটি app show করবে যার price কেটে free লিখা আছে । সেটিতে  get app ক্লিক

করুন ।

* এবার আপনাকে নিচের মত একটি ম্যাসেজ দেখাবে । আপনি 1-clik setting এ ক্লিক করুন ।

কোন ব্রাউসার দিয়ে ওপেন করুন । email ও password দিয়ে sign in করুন । ( কারন আপনার

account এখনও complete হয়নি )

* নিচের ছবি ২ টি দেখুন সেখানে আপনার amazon user name দিবেন । আর বাকিগুলো USA

তথ্য দিয়ে পূরণ করতে হবে ।

1. Address line 1

2. Address line 2

3. city

4. state

5. zip/postal code

( country- united state  )

6.phone no.

1,2,3,4,5, এই ৫ টি তথ্যের জন্য এখানে  যান ।

এখানে আপনি অনেক state , city , এবং তার zip code পাবেন । এখান থেকে আপনি যেটি পছন্দ

করেন সেটি দিয়ে ১-৫ নং এর তথ্য পূরণ করবেন ।

এখানে যেমন - state - Alabama , city- Huntsville , zip code - 35801

তাহলে উপরের তথ্য পূরণ কেমন হতে পারে দেখুন -

1. Address line 1- Huntsville

2. Address line 2- Huntsville

3. city- Huntsville

4. state- Alabama

5. zip/postal code- 35801

ব্রাউজার পেজ মিনিমাইজ করে রাখুন

বাকি থাকে phone no , credit card no . এসবের জন্য  এখানে  যান ।

* Generate এ ক্লিক করুন । ভালভাবে দেখুন phone no , master card no এবং তার validity

date আছে কিনা । না থাকলে আবার Generate এ ক্লিক করুন । সবার উপরে name , phone no ,

master card no , expire date  নোট করুন ।

এবার মিনিমাইজ করা পেজ ওপেন করে phone no. দিয়ে continue করুন ।

তাহলে নিচের ছবির মত ৩ টি তথ্য চাইবে যা আপনি কিছুক্ষণ আগে নোট করেছেন ।

card no - দিন

expiration date - দিন

name on card - ঐ নামটি দিন - যেমন এখানে  Jason B. Hagans

এরপর continue করুন ।

যদি trun 1 clik option দেয় তাহলে ক্লিক করুন , না দিলে প্রয়োজন নেই ।

complete আপনার account ।

এবার Amazon Appstore এ sign in করে download করুন আপনার application .

সবাই ভালো থাকবেন ।

Level 2

আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এত কাহিনী না করে apkarchive.com তে গেলেই গুগল প্লে তে যেগুলা টাকা দিয়া কিনতে হয় সেইগুলা ফ্রি তেই পাওয়া যায়।

    Level 2

    paowa zai, hazaro site e paowa zai, eta sobai jane. kintu Amazon app store oneker valo lagbe amar bissas. thanks

@zahidislam: vhai apni sera sera tune koren thx vhai. vhai apner mobile no amake male kore din na amer kicu somossa celo ja comment ea text korte parbo na. [email protected]

ভাই আমি আপনার এই টিউনের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। যদিও বিভিন্ন সাইটে আজকাল ফ্রিতেই পেইড এপস পাওয়া যায়, তবুও authenticity বলে একটা ব্যাপার আছে, এমাজনের এপগুলো নি:সন্দেহে authentic. এছাড়াও, কিছু অসাধু ফ্রি ডাউনলোড সাইট তাদের এপ সমূহের মাঝে বিভিন্ন ম্যালওয়্যার দিয়ে রাখে, যা আপনার ফোন/ট্যাবের ক্ষতি করতে পারে। তাই পারলে সবসময় অফিসিয়াল সোর্স থেকে এপ ডাউনলোড করা উচিত আমার ধারণা।

    Level 2

    @ধূপছায়া: আপনি ঠিক বলেছেন । যেটি অনেকে বুঝতে চাইছে না ।

Level 0

vai ato kosto koira paid apps namanor dorkar ta ki??aro onk site ase easily namaite parben..

Level 0

zahid vai thanks again for your another great tune.but vai orbot akhono chalate parlam na….tnx

    Level 2

    @dipu09: orbot চালাতে আপনার কি ধরনের সমস্যা হচ্ছে , সেট মডেল কি ?

awesome.tune

Level 0

zahid vai amar set sgy duos rooted.apne bolecelan cm use korte for orbot.xda developer e search korlam kintu kicu bujlam na.apni aktu way ta bolen.plz..