আসসালামু আলাইকুম.
প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভাল আছি আল্লাহর রহমতে, বলতে গেলে সব মিলিয়ে নানা রকম আছি আরকি.
এবার কাজের কথায় অসি, আমাদের অনেকের Android এর internal memory কম হওয়ার কারণে আমাদের পছন্দের apps games ইত্যাদি ব্যবহারে নানা রকম অসুবিধায় পরতে হয়, আজ আমি আপনাদের এর সমধান দিচ্ছি. তবে যারা আগেই জানেন, তাহারা দয়াকরে এখানে সময় নষ্ট করবেন না.
প্রথমে আপনাকে দুটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, একটি আপনার android এর জন্যে, আর অন্য আরেকটি আপনার পিসির জন্যে. (আশা করি আপনার ডিভাইসটি রুট করা আছে)
১. Link2sd (আপনার android এর জন্যে )
https://play.google.com/store/apps/details?id=com.buak.Link2SD&feature=search_result#?t=W251bGwsMSwyLDEsImNvbS5idWFrLkxpbmsyU0QiXQ..
২. Mini tool (আপনার windows এর জন্যে )
http://dl.dropbox.com/u/101898979/MiniTool%20Partition%20Wizard%20Server%20Edition%207.1.zip
উপরের দুটি সফটওয়্যার ইনস্টল করে নিন.
এবার আপনার android ডিভাইসটি পিসিতে কানেক্ট করুন. তার পর আপনার
পিসি থেকে Mini tool সফটওয়্যারটি ওপেন করুন. এবার নিচে চিত্রে দেখানো নিয়ম অনুসরণ করুন!
এবার পিসির কাজ শেষ, এখন Link2sd ওপেন করার পর আপনার ডিভাইসে কিছু অনুমতি চাইবে, ঠিকঠাক দিয়ে রিস্টার্ট দিন.
এইবার link2sd ওপেন করুন আপনার ডিভাইস থেকে, এবার নিচের দেখানো চিত্রে গিয়ে user এ ক্লিক করুন.
এবার নিচে চিত্রে দেখানো নিয়ম অনুসরণ করুন!
2. তারপর Select all এ ক্লিক করুন.
3. Action e এ ক্লিক করুন.
4. Remove link এ ক্লিক করুন.
5. ok এ ক্লিক করুন.
এবার কাজ শেষ.
এবার আপনি যে app টি remove করতে চান,(link2sd থেকে) তার উপরে ক্লিক করুন, তারপর...
১. Move to SD card এ ক্লিক করুন.
২. Ok ক্লিক করুন.
Ok এবার আপনার মেমরি চেক করে দেখুন,
এখন থেকে শুদু শেষের নিয়ম (শেষের তিন লাইন )অনুসরণ করলেই হবে.
ভাল থাকবেন,
আল্লাহ হাফেজ,
আমি fahaditaly। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জি ভাই এই বিষয়ে এ্যানড্রোয়েড কথনে বিস্তারিত পোষ্ট করা হয়েছে। কপি পেষ্ট করলেও তো কৃতজ্ঞা টুকুও তো প্রাকশ করতে পারতেন। এই নিন লিংক :-
http://www.androidkothon.com/post-id/1848