অবশেষে Unlock করে ফেললাম Walton F1 । হিমু ভাই, নাজিম ভাই, Codeknot ভাই, SF অর্ণব ভাই, আবু নাসির রাজন শেখ ভাই , নিয়াজ ভাই, কামরান পারভেজ ইভান ভাই ও সৈকত ভাই এবং টেকটিউনসকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে সাহায্য করার জন্য ।

আসসালামু আলাইকুম । প্রথমেই আল্লাহর নামে শুরু করছি । আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন ।  22 June আমার Walton F1 লক হয়ে যায় । তার পর অনেক চেষ্টা করেও লক খুলতে পারিনি । কোন উপায় না পেয়ে টিটিতে ওই দিনই একটি সাহায্য মুলক টিউন করি অ্যান্ড্রয়েড বিভাগে । এর পর অনেক ভাই আমাকে সাহায্য মুলক মন্তব্য করেন । টিউনটি দেখতে এই লিংকে যেতে পারেন https://www.techtunes.io/android/tune-id/217292। এদের মাঝে হিমু ভাই, নাজিম ভাই, Codeknot ভাই, SF অর্ণব ভাই,  আবু নাসির রাজন শেখ ভাই , নিয়াজ ভাই, কামরান পারভেজ ইভান ভাই ও সৈকত ভাই আমাকে Help করেন । তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ । আর টিটিকেও ধন্যবাদ জানাই কারন এরকম সুন্দর প্রযুক্তির মিলন মেলা উপহার দেওয়ার জন্য । গত দুই দিন আমার জ্বর ছিল । তাই টিটিতে খুব একটা বসতে পারিনি । আর Unlock ও করে পারিনি আমার ফোনটি। আমার ছোট ভাই আমাকে না জানিয়ে ফোনটি নিয়ে যায় সার্ভিসইং সেন্টারে । তারা বলল Unlock করতে নাকি ৩০ মিনিট সময় দিতে হবে আর এতে ৩০০ টাকা দিতে হবে । এবার বুঝেন !!! অথচ আজ আমার  22 June এর টিউনটি দেখে মাত্র ৫ মিনিটেই ফোনটি Unlock করে ফেললাম ।  আবারও অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে । আল্লাহ হাফেজ ।

Level 0

আমি Tanvir Mustafa Joy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 379 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, আপনার প্রবলেম সলভট। এবার আমার প্রবলেমটার একটা প্রতিকার চাই।
আমি Maxis Maxpro Tab ইউজ করি । কিন্তু রুট করতে চাই। অনেক খুজেও পেলাম না। কোন উপায় থাকলে বলুন।

    @মোঃ আরিফ: ভাই আপাতত আমার Maxis Maxpro Tab এর রুটের বেপারে জানা নেই । তবে খুজে পেলে আপনাকে জানাতে চেষ্টা করব । তবে আমি Walton primo সিরিজ রুট করতে জানি । এনিয়ে খুব তারাতারি একটি টিউন করব ।

Level 0

কিভাবে আনলক করলেন একটু খুলে বলুন। সমস্যার সমাধান হয়েছে জেনে ভাল লাগল।
আমি সিম্ফোনী w70 use করি। এটা দিয়ে স্ক্রীন সট নেওয়া যায় কিভাবে জানা থাকলে প্লিজ শেয়ার করবেন।
ধন্যবাদ।

Thank You Brother

Level 0

are ami 2 month dhore onek net ghetou symphony w30 root e korte parlam na kou janle help me man.
thanks for your tune.

samsung music duos 6012 রুট করার দরকার হেল্প চাই।

কিভাবে আনলক করলেন জানালে মনেহয় সবার জন্য খুব ভালো হত। কারন পরবর্তিতে কেউ সমস্যায় পড়লে আগে থেকেই সমাধান জানা থাকত।

ভাই আমি আমার walton primo রুট করতে চাই প্লিজ আমাই হেল্প করেন

Level 2

symphony w15 lock hoie geche; unlock korbo kibabe ????????
Help Me

Level 0

@Tanvir Mustafa Joy:আপনার সমস্যা সমাধান হয়েছে দেখে সত্যি অনেক ভাল লাগল।

@Saikat: ধন্যবাদ ভাই । 😀

Level 0

Walton primo series রুট করার পদ্ধতি সম্পর্কে জানান প্লিজ ।

tuch ar net a konta basi speed f1 na f2