আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন ।
Google Play Store হচ্ছে Android Application এর বিশাল ভাণ্ডার । এটি ছাড়া আমাদের
চলে না । কিন্তু অধিকাংশ Android ব্যবহারকারী Play Store ব্রাউজ করার সময় ২ টি প্রধান
সমস্যার সম্মুখীন হন । ১) Connection Timeout ২) slow speed . Play Store এর data
clear করার পরও হয়ত এই সমস্যার সমাধান হয় না । আজকে আপনি দেখবেন কিভাবে WIFI/
Mobile networks দুইটির মাধ্যমেই Play Store ফাস্ট স্পিডে ব্যবহার করা যায় । আপনার
ফোন root করা থাকতে হবে ।
* প্রথমে এখান থেকে Set DNS download করুন ।
১। Set DNS apk install করুন । ওপেন করুন । Superuser permission চাইলে allow করুন ।
২। এরপর option থেকে DNS select করুন ।
Mobile networks এর জন্য Google DNS select করুন । তারপর apply এ ক্লিক করুন ।
আর আপনি যদি WIFI ব্যবহার করতে চান তাহলে OpenDNS select করুন । তারপর
apply এ ক্লিক করুন ।
৩। আপনি কোন network ব্যবহার করছেন তা সেটিং থেকে select করুন ।
৪। ফোন restart দিন ।
৫। Set DNS ওপেন করে মিনিমাইজ করে রাখুন ।
এবার Play Store ব্রাউজ করুন । আর ম্যাজিক দেখুন ।
বিঃদ্রঃ Orbot ব্যবহারকারী যারা আছেন তারাও এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন ।
সবাই ভালো থাকবেন ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Google Play Store থেকে Paid Apps নামানোর কোন পদ্ধতি আছে ? আমি Aptoide. Blackmart.4shared এর কথা বলছিনা। কারন সব Paid Apps এই গুলোর মধ্যে পাওয়া যায় না।