আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । আজকে আমরা দেখব - কিভাবে Android
ফোনে Incompatible গেম খেলা যায় । বিভিন্ন সেটে বিভিন্ন গেম Incompatible দেখায় ।
অনেক সময় রেসিং গেম খেলার সময় আপনি হয়ত গাড়ি ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না ।
আপনার সেটে যে গেমটি আপনি Smoothly খেলতে পারেন না সেটি আজ থেকে খেলতে পারবেন
ইনশাল্লাহ । আপনার ফোনটি অবশ্যই Root করা থাকতে হবে । যারা জেলিবিন রোম ব্যবহার
করেন তারা এই পদ্ধতি ব্যবহার করবেন না ।
* প্রথমে এখান থেকে Chainfire 3D apk download করুন ।
*এরপর এখান থেকে Plug-ins rar download করুন । এবার Plug-ins.rar extract করুন ।
Extract করলে ৩ টি zip ফাইল পাবেন । অবশ্যই এই ৩ টি zip ফাইল extract করবেন না । ফাইল
৩ টি zip অবস্থায় SD CARD এ নিন ।
Install পদ্ধতিঃ-
১। Chainfire 3D apk Install করে ওপেন করুন । Superuser request allow করুন ।
২। CF3D option এ যান ।
৩। এবার install option select করুন । ফোন restart নিবে ।
৪। এবার Install plugins/shaders option select করুন । plugins সার্চ হবে । ৩ টি plugins zip
দেখাবে । এক এক করে ৩ টি plugins জিপ ফাইল ইন্সটল দিন । Install complete দেখাবে ।
৫। এবার Fix Market Setting option সিলেক্ট করে Market setting fix করুন ।
৬। এবার Default OpenGL Setting select করুন ।
*Reduce texture quality তে টিক দিন ।
*Reduce texture size এ টিক দিন ।
* Use plugin option এ গিয়ে - QUALCOMM select করুন । ফোন restart দিন ।
৭। Chainfire 3D ওপেন করে মিনিমাইজ করে রেখে গেম খেলুন ।
* ৬ নং নিয়মটি শুধু গেম খেলার সময় ব্যবহার করবেন । খেলা শেষে Reduce texture quality ও
Reduce texture size অপশন দুটির টিক তুলে দিন । ফোন restart দিন ।
এখন থেকে যখন গেম খেলবেন তখন Chainfire 3D ওপেন করে ৬ নং এ যা যা করতে বলা হয়েছে
তা করবেন ।
বিঃ দ্রঃ *যদি কোন গেমে কালার সমস্যা হয় তাহলে Reduce texture size অপশনটির টিক তুলে দিন ।
* আপনি ইচ্ছা করলে night mode select করে বিভিন্ন কালারে খেলতে পারেন ।
এবার সবাই মজা করে গেম খেলুন আর ভালো থাকুন ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চমৎকার টিউন ভাই ………………………