"আমার এই লেখাটির বিষয়বস্তু আমি ভিন্ন দৃষ্টিকোন থেকে বোঝানোর চেষ্টা করেছি, যে চেষ্টাটি হয়ত কারো কারো কাছে ভালো লাগবেনা, সুতরাং তাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।"
সাড়া বিশ্বের স্মার্টফোন ম্যানুফ্যাকচার কোম্পানি গুলো প্রতিনিয়ত একে অপরকে টেক্কা দেয়ার জন্য প্রতিযোগিতায় মেতে উঠেছে।
প্রতিযোগিতার অনেক বিষয় রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ক্রেতাদের জন্য তুলনা মূলক সুন্দর, উজ্জ্বল, নিখুত, আকর্ষনীয় একটি ডিসপ্লে। ডিসপ্লেকে দীর্ঘদিন সুন্দর এবং একই রকম রাখার জন্য প্রটেক্টর হিসেবে Damage Resistant Glass লাগানো হয়। কিন্তু আমরা অনেকেই এর উপর আস্থা রাখতে পারিনা।
স্মার্টফোন কেনার সময় আমরা সুন্দর, উজ্জ্বল, নিখুত, আকর্ষনীয় একটি ডিসপ্লের জন্য স্ক্রীন রেজুলেশন দেখি, PPI (pixel per inch) দেখি , Amoled নাকি IPS টেকনোলজির ডিসপ্লে সেটা দেখি, স্ক্রিনের ব্রাইটনেছ আর কনট্রাস্ট দেখে তারপর কিনি।
এত কিছু দেখে স্মার্টফোনটি কেনার পর, আমরা স্ক্রিন প্রটেক্টর হিসেবে প্লাস্টিকের একটি আবরন লাগাই, ৪০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত আমরা এর পেছনে খরচ করি। এটা নাকি স্ক্রীন ভালো রাখে। স্ক্রিনে দাগ পড়তে দেয়না।
এটা আমাদের আরো কি কি উপহার দেয়, জানেন?
১. দশ পনের দিন পর প্লাস্টিকের আবরনে দাগ পরবে।
২. স্ক্রিন ঘোলা হয়ে যাবে।
৩. স্মুথ টাচ মাঝে মাঝে স্বপ্নে দেখবেন।
৪. আর পি,পি,আই ব্রাইটনেস সিকেই উঠে যাবে।
বন্ধুরা তোমার স্মার্টফোনে যদি কর্নিং গোরিলা গ্লাস থাকে, নিশ্চিন্তে প্লাস্টিকের আবরনটা খুলে ফেলতে পারো। আমরা অনেকেই জানিনা কর্নিং গোরিলা গ্লাস কতটুকু Damage Resistant ক্ষমতা রাখে।
আমি iphone 4, iphone 3gs, Samsung galaxy ace, lumia 920, Motorola milestone, X1, H1 নিয়ে একটি এক্সপেরিমেন্ট করেছি। স্ট্যপ্লার পিন আর সেলাই মেশিনের সুই দিয়ে ফোনগুলোর স্ক্রিনে জোরে খুচিয়ে খুচিয়ে দেখেছি কোন স্ক্র্যাচ ফেলতে পারি কিনা। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তাহলে কি দরকার প্লাস্টিকের আবরন লাগানোর।
আমি এই মর্মে আমার ব্যর্থতা বন্ধুদের নিকট স্বীকার করছি যাতে আমার বন্ধুরা সুন্দর, উজ্জ্বল, নিখুত, আকর্ষনীয় ডিসপ্লে উপভোগ করতে পারে আর এর সাথে স্মুথ টাচ রেসপন্স একদম ফ্রী। প্লাস্টিকের আবরনটা নিশ্চিন্তে খুলে ফেলো আজই।
আমার যে বন্ধুদের স্মার্টফোনে কর্নিং গোরিলা গ্লাস নাই, তাদের দুশ্চিন্তার কোন কারন নাই। পৃথিবীতে corning incorporation একাই Damage Resistant Glass তৈরি করেনা। আরও অনেক ম্যানুফ্যাকচারার রয়েছে যারা Damage Resistant Glass তৈরি করে।
সুতরাং যে বন্ধুদের সাধারন মানের স্মার্টফোন আছে তাদের ফোনেও Damage Resistant Glass থাকতে পারে। Walton, symphony, micromax সকল স্মার্টফোনেই স্ক্রিনের উপর গ্লাস লাগানো থাকে। তোমার যদি সেলাই মেশিনের সুই দিয়ে আমার মত খোচানোর অভ্যাস না থাকে তাহলে নিশ্চিন্তে প্লাস্টিকের আবরনটা খুলে ফেলতে পারো। তুমি জেনে হয়তো অবাক হবে, Walton, symphony, micromax এর স্ক্রিনের উপর যে গ্লাস লাগানো আছে তা স্ট্যাপ্লার পিনের খোচা খুচি সহ্য করতে সক্ষম। সুতরাং স্বাভাভিক ভাবে ব্যবহার করলে স্ক্র্যাচ পরার কোন সম্ভাবনা নাই।
এক্সপেরিমেন্ট করে দেখার জন্য তোমার স্মার্টফোনের ডিসপ্লে এরিয়ার বাইরে উপরের দিকে স্ট্যাপ্লার পিন দিয়ে খুচিয়ে দেখতে পারো। আশা করি প্লাস্টিকের আবরন খুলে ফেলার সাহস পাবে। আর উপভোগ করবে সুন্দর, উজ্জ্বল, নিখুত, আকর্ষনীয় ডিসপ্লে।
আজ এটুকুই, আর একটা কথা, খোচা খুচি করে মন্তব্য করতে ভুলবেনা।
আমি মোহাম্মদ মাহ্ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জি ভাই আপনার কথা ১০০% সত্যি। ধন্যবাদ ।