কীভাবে Android এ Boot Animation ও Shutdown Animation Change করবেন

আমি মেহেদি হাসান শাওন আপনাদের শুভ কামনা করছি...

আমি আপনাদের আজ যা শিখাবো তা হল  কীভাবে Android এ Boot Animation ও Shutdown Animation Change করবেন

  • Boot Animation বলতে আমরা বুঝি যে মোবাইল অন করার সময় যা শো করে
  • Shutdown Animation বলতে আমরা বুঝি যে মোবাইল অফ করার সময় যা শো করে

তো আমি আপনাদের আজ শিখাবো যে কি ভাবে তা পরিবরতন করে নুতন animation দেয়া যায়

  • ১. প্রথমে আপনাদের সেট রুট করা থাকতে হবে
  • ২. Root Explora সফটোয়ার টা লাগবে -------------------------------------- ডাউনলোড
  • ৩. কিছু Boot/Shatdown Animation সংগ্রহ করতে হবে ------------------- ডাউনলোড

আমি ওয়ল্টন প্রিমো ইউস করি তাই আমি এটিরই উদাহরন দিচ্ছি। আমার মোবাইলে প্রথমে যে Animation ছিলো সেটি হলো..

Rootexplora ইন্সট্রল করার পর ওপেন করুন এবার নিচের প্রসেস টা ফলো করন

  • System>Media>
  • ওখানে দেখবেন Bootanimation.zip ও shutdownanimation.zip নামে দুইটা ফাইল আছে
  • আপনার প্রয়োজনে ফাইল দুটি sd  তে কপি করে রাখতে পারেন
  • আবার  আপনার Media তে থাকা ফাইল টি ডিলিট করে দেন
  • আমি যে ফাইল দুটি দিয়াছি সেগুলি সেখানা পেস্ট করুন
  • [নোটঃ Rootexplor এর mountR/O থেকে mountR/W করে নিতে হবে]

এবার ফোন ওফ অন করুন। দেখবেন নতুন অ্যানিমেশন

যদি সমস্য হয় তাহলে কল করবেন  ০১৮৩৪২০৭৪৪৫

Level 0

আমি মেহেদি হাসান শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vi, samsung glaxey y gt s5360. ai modele to bootanimation .zip name kono file ni…
ami ki kore change korbo?

valo hoy custom rom babohar kora, ar por mon moto settings thaka animation select kora ! 🙂 othoba download kora one tap instal !

এতে করে সেট এর Hardwar এ কোন সমস্যা হয়??? একটু জানাবেন।