আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । Android ব্যবহারকারীরা যারা
এখনও ফোন root করতে পারেননি আমি তাদের জন্য এই টিউনটি করলাম ।
সুবিধাঃ- নেট স্পিড ভালো , ssl proxy server ব্যবহারের দরকার নেই , অনেকগুলো app
ব্যবহার করতে পারবেন । ধাপগুলো দেখুন ----
১। প্রথমে play store থেকে "Orbot" download করুন ।
২। এরপর orbot open করুন install complete করার জন্য , menu থেকে Wizard ক্লিক করে
নিচের ছবিতে যেভাবে দেখানো হয়েছে - ৪ নং ছবি গুরুত্বপূর্ণ , সেখানে I understand.............
টিক দিন ।
৩। এবার আপনার সেটে gpmms setting default হিসেবে সিলেক্ট করুন । ( gpmms এর জন্য
আপনি এই পোস্টটি দেখতে পারেন
৪। এবার orbot open করুন এবং setting option এ যান- লাল বৃত্ত
৫। নিচের দিকে যান এবং সেটিঙগুলো ঠিকভাবে করুন -
Outbound Proxy Type- HTTPS
Outbound Proxy Host-10.128.1.2
Outbound Proxy Port- 8080
৬। setting complete শেষে পাওয়ার বাটনের মত যে option আছে সেখানে কিছুক্ষণ চেপে ধরে
থাকুন যতক্ষণ না লিখা আসে - orbot is starting
কয়েক সেকেন্ডের মধ্যে Orbot connect হবে এবং নিচের মত রং ধারন করবে। প্রথমবার সময়
একটু বেশি লাগতে পারে ।
যেহেতু আপনি ফোন রুট করেন নি সেহেতু আপনি সরাসরি কোন application দ্বারা tor network
এ প্রবেশ করতে পারবেন না । আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে ।
ক) আপনি Orweb browser ব্যবহার করতে পারবেন । play store থেকে download করুন ।
এরপর menu-setting এ যান এবং নিচের মত সেটিং করুন ।
proxy host- localhost
port-8118
এখন Orweb browser ব্যবহারের জন্য প্রস্তুত । Menu-Go- address লিখুন । যেমন-
https://www.techtunes.io . Enjoy ..............
খ) আপনি Twitter ব্যবহার করতে পারবেন । play store থেকে download করুন ।
এরপর setting এ যান এবং নিচের মত সেটিং করুন ।
proxy host- localhost
port-8118
Twitter এ username , password দিয়ে enjoy করুন ।
গ) আপনি Opera mobile browser ব্যবহার করতে পারবেন । play store থেকে download
করুন । এবার address bar এ লিখুন opera:config , go তে ক্লিক করুন । proxy option এ
যান HTTP Server এ লিখুন 127.0.0.1:8118 এবং HTTPS Server এ লিখুন
127.0.0.1:8118 . use HTTP এবং use HTTPS এ টিক দিন । use FTP টিক দেওয়ার দরকার
নেই । নিচের ছবিগুলো দেখুন -
ঘ) আপনি Fire fox ব্যবহার করতে পারবেন । play store থেকে download করুন । আপনাকে
একটি plug-inযার নাম network preferences add-on install দিতে হবে । খেয়াল রাখতে হবে
সেটি যেন active থাকে ।
এরপর setting এ যান এবং নিচের মত সেটিং করুন ।
proxy type-http
proxy host- localhost
port-8118
enjoy................
সবাই ভালো থাকবেন ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এতে পাসওয়ার্ড হারানোর কোন ঝুকি আছে কি?