Samsung galaxy – র প্রায় ৭১ টি মডেলের Root করুন ।

আসসালামু আলাইকুম । আশা করি ভালো আছেন ।

রুট করার সুবিধা বা অসুবিধা নিয়ে আমি কোন কথা বলতে চায় না । আমি সরাসরি দেখাব কীভাবে

আপনি আপনার samsung galaxy কে root করবেন । root সম্পর্কে যদি আপনার ধারনা না থাকে

এবং আপনার samsung galaxy-র মডেলটি যদি নিচের তালিকায় না থাকে তাহলে আপনি এই

পদ্ধতি ব্যবহার করবেন না ।

তালিকা- GT-S5570, GT-S5570B, GT-S5570I, GT-S5570L, GT-S5571, GT-S5578 (Chinese Mini),

GT-S5660, GT-S5660M, GT-S5660L, GT-S5660V, SHW-M290K (Korean Gio),

GT-S5670, GT-S5670B, GT-S5670L, GT-S5830, GT-S5830B, GT-S5830C, GT-S5830D,

GT-S5830F(La Fleur), GT-S5830i, GT-S5830L, GT-S5830M, GT-S5830T, GT-S5830V,

GT-S5830Z, GT-S5839i, GT-S6802, GT-B5330, GT-B7510, GT-B7510B, GT-B7510L,

GT-B7800, GT-B5510, GT-B5510B, GT-B5510L, GT-B5512, GT-B5512B, GT-S6102,

GT-S6102B, GT-S5300, GT-S5300B, GT-S5302, GT-S5360, GT-S5360B, GT-S5360L,

GT-S5360T, GT-S5363, GT-S5369, GT-S5690, GT-S5690i(new), GT-S5690L,

GT-S5690M, GT-S5690R(new), GT-I8150, GT-I8150B, GT-I5510, GT-I5510B,

GT-I5510L, GT-I5510M, GT-I5510T, SCH-i509, SGH-T499, SGH-T499Y(new),

SGH-T499V(new), SGH-T499W(new), SGH-T589, SGH-T589R, SGH-T589W(new),

SGH-I827, SGH-I837, SGH-I857.

এই পধতিতে আমি নিজে root করেছি । এটি নির্ভরযোগ্য , তবে আপনার android phone এর

কোনরকম ক্ষতির জন্য techtunes /tuner দায়ী থাকবে না । নিজ দায়িত্বে রুট করুন ।

১। নিচের লিংক থেকে  universal_gb_root_v25.zip   1.27 MB -র ফাইলটি download করুন ।

http://www.mediafire.com/download/scv2zobgl7rbv7l/universal_gb_root_v25.zip

২। ফাইলটি zip অবস্থায় / extract না করে আপনার  SD CARD এ নিন । আপনার যদি ClockworkMod Recovery র

কোন version install দেওয়া  থাকে তাহলে ফাইলটি যেকোন

ফোল্ডারে নিতে পারেন , আর যদি যদি ইন্সটল দেওয়া না থাকে তাহলে এমন ফোল্ডারে নিন যেন

ফোল্ডারটি file manager - এ প্রথম দিকে থাকে ।

৩। এবার আপনাকে আপনার ফোনে recovery mode -এ প্রবেশ করতে হবে ।

recovery mode -এ প্রবেশ করার জন্য নিচের নিয়ম ফলো করুন -

ক) ফোন restart অবস্থায় (Volume up Button) + (Power Button) একসাথে চেপে

ধরে রাখুন । যাদের ফোন মডেল- samsung galaxy Young CDMA SCH-i509 and

Chinese Version CDMA SCH-i509


খ) ফোন restart অবস্থায়
(T Button) + (Power Button) একসাথে চেপে ধরে

রাখুন । যাদের ফোন মডেলGravity Smart SGH-T589/R/W )

(551 GT-i5510/B/L/M/T) (Pro GT-B7510)

গ) ফোন restart অবস্থায় (Power Button) + (Home Button) একসাথে চেপে ধরে

রাখুন । যাদের ফোন মডেল(Ace GT-S5830/B/C/D/L/M/T) (Gio GT-S5660/M/L/V) (Fit GT-S5670/B/L)

(Mini GT-S5770/B/L, GT-S5771)

ঘ) ফোন restart অবস্থায় (Volume up Button) + (Home Button) +

(Power button)একসাথে চেপে ধরে রাখুন । যাদের ফোন মডেল(Ace GT-S5830i) (Mini GT-S5570I)

(W GT-I8150/B) (Xcover GT-S5690/I/M/L/R) (Young GT-S5360/B/L/T, GT-S5363, GT-S5369)

(Y-Duos GT-S6102/B) (Y-Pro GT-B5510/B/L) (Y-Pro Duos GT-B5512/B) (M-Pro GT-B7800)

(Pocket GT-S5300/B)

তাহলে নিচের ছবির মত  recovery mode চালু হবে ।

৪। এবার install zip from sd card select করুন ।

৫। choose zip from sd select করুন ।

৬। এবার আপনার sd card থেকে universal_gb_root_v25.zip  ফাইলটি সিলেক্ট করে

দিন ।

সিলেক্ট করার জন্য Home button ব্যবহার করুন । কিছুক্ষন অপেক্ষা করুন তাহলে এই

ম্যাসেজ দেখাবে - "Install form sdcard complete".

৭। এবার "reboot system now"  সিলেক্ট করুন ।

আপনার ফোন রুট করা complete . এবার enjoy করুন ।

ভুল হলে ক্ষমা করবেন । উপকৃত হলে comment করবেন ।




Level 2

আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

GT-S5301 ta naiiiii keeeennnnn :/

Level 2

sushan vai আপনি এই লিংক এ যান – http://forum.xda-developers.com/showthread.php?t=2261823

Level 0

ভাই,যারা ভাল ভাল মোবাইল use করে তাদের আরো সুযোগ সুবিধা বাড়াতে আপনার মতো আরো আনেক ভাই তাদের মোবাইল গুলো root করার উপর tune করেন। আমরা যারা নরমাল মোবাইল যেমন: symphonyw20,30,15 use করি দয়া করে আমাদের দিকে একবার তাকান। ভালো ভালো post দেয়ার জন্ন শুকরিয়া।

Level 2

দোয়া করেন খুব শীঘ্রই যেন করতে পারি

ভাই আমি XPERIA SOLA ব্যবহার করি। আমার মোবাইল টা ROOT করার কোন মাধ্যম জানা থাকলে দয়া করে আমাকে সাহায্য করুন… আমি নিরাপদ কোন মাধ্যম পাচ্ছি নাহ।

    Level 2

    @Leemon Priyo: xda devolopers এ এই বিষয়ে খোজ করুন , আশা করি সমাধান পেয়ে যাবেন , হ্যাঁ অবশই root করার পূর্বে comment গুলো দেখুন

GT-S6012………. রুট করার নির্ভরযোগ্য পরীক্ষিত পদ্ধতি কি? লিংক দিন প্লিজ

Level 0

Symphony W35 root korar way Ta Jode Blten khob opokar Hoto google mama amak HelP kore nai…Plz helP ME

Level 0

phone diye walton primo root korar ki any active way ase z4root o androot chara?

Level New

S duos ?

জাহিদ ভাই, স্যামসাং গ্যালাক্সি এস থ্রি GT-I9100 রুট করব কিভাবে?????????????? অথেন্টিক এবং রিলায়েবল সোর্স দিন প্লিজ।

ধন্যবাদ আজকে সকালে আমি আমার galaxy Ace GT S5830i পেলাম এখন রুট করলাম

Level 2

আমার Galaxy Y Duos Bricked করছে, আমি কিভাবে পুর্বের Version এ ফিরে যেতে পারি, কেউ সাহায্য করলে উপকৃত হব।

    Level 2

    @hellboy: recovery mode -এ প্রবেশ করে data wipe করে দেখতে পারেন

vai plz help root korte jaia amr phn ki jano hoica plz help

Here is the list of Samsung mobile. Pick the best one for you.