আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । আজ আপনাদের জন্য একটি টিউন
করতে যাচ্ছি - কীভাবে আপনি আপনার rooted ফোনে unlimited free internet ব্যবহার
করবেন (Browse and download )। root করা phone ছাড়া এই পদ্ধতি ব্যবহার করতে
পারবেন না । root করার কথা শুনলে অনেকে ভয় পায় । কিন্তু যারা root user তারা জানে রুট
করার মজা কী । root করাতে risk আছে কিন্তু কথায় আছে -No risk , No gain . যেমন আমি
৩ টি সেট root করেছি , আমার কোনরকম সমস্যা হয়নি । রুট করার বিষয়ে আপনাকে যিনি
সবচেয়ে বেশি সহযোগিতা করবেন তিনি আর কেও নন - mr . google . (নিজ দায়িত্বে রুট
করুন , আপনার ফোনের কোনপ্রকার ক্ষতির জন্য techtunes/tuner দায়ী থাকবে না )
শুরু করা যাক --
১। প্রথমে play store থেকে "Orbot" download করুন ।
২। এরপর orbot open করুন install complete করার জন্য , নিচের ছবিতে যেভাবে দেখানো
হয়েছে -
৩। এবার আপনার সেটে gpmms setting default হিসেবে সিলেক্ট করুন । ( gpmms এর জন্য আপনি
আমার এই পোস্টটি সেখতে পারেন - https://www.techtunes.io/android/tune-id/215387
৪। এবার orbot open করুন এবং setting option এ যান- লাল বৃত্ত
৫। Transparent proxying এবং Tor everything এ টিক আছে কিনা চেক করুন - টিক দেওয়া
না থাকলে টিক দিয়ে দিন ।
৬। নিচের দিকে যান এবং সেটিঙগুলো ঠিকভাবে করুন -
Outbound Proxy Type- HTTPS
Outbound Proxy Host-10.128.1.2
Outbound Proxy Port- 8080
৭। setting complete শেষে পাওয়ার বাটনের মত যে option আছে সেখানে কিছুক্ষণ চেপে ধরে
থাকুন যতক্ষণ না লিখা আসে - orbot is starting
কয়েক সেকেন্ডের মধ্যে Orbot connect হবে এবং নিচের মত রং ধারন করবে। প্রথমবার সময় একটু বেশি লাগতে পারে ।
এখন আপনি unlimited free internet ব্যবহার করতে পারবেন এমনকি play store সহ যেকোন সাইট। Browser হিসেবে normal
opera mini ব্যবহার করুন । আর আপনি যদি disconnect ছাড়া unlimited download
করতে চান তাহলে আমার এই পোস্টটি দেখুন - https://www.techtunes.io/android/tune-id/215418
P1 প্যাকেজ চালু করেই আপনি Orbot ব্যবহার করতে পারবেন , তবে ভালো স্পিডের জন্য আপনি সাপ্তাহিক
প্যাকেজটি নিতে পারেন ।
ভুল হলে ক্ষমা করবেন ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
superuser permission চাইলে allow করুন