আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । আমি এখন যে বিষয় নিয়ে আলোচনা
করব তা শুধু যারা orbot / অন্য কোন vpn use করেন শুধু তাদের জন্য। gpmms setting
দ্বারা বড় ফাইল download করা সমস্যা । কারন কিছুক্ষন পরপর connection disconnect হওয়ার কারনে download fail হয় ।
আশা করি আজকের পড় থেকে এই সমস্যা আর হবে না ।
তো , শুরু করা যাক ।
১। opera mini install দিন
২। play store থেকে Loader Droid Download manager install দিন ।
৩। এবার আপনি আপনার কাঙ্ক্ষিত সাইটে যান এবং যে ফাইলটি download করতে চান সেটার
লিংক এ ক্লিক করুন ।
৪। উপরের ছবিতে যে download option এসেছে তা আসার আগেই আপনি নিচের ছবির মত দ্রুত
share এ ক্লিক করুন ।
৫। এবার add action এ loader droid select করুন ।
৬। লক্ষ্য করুন আপনি যে ফাইল download করতে চান তার নাম এবং লিংক show
করছে কিনা , না করলে আবার ৩ নং থেকে শুরু করুন । নিচের ছবির মত allow wifi and mobile
network select করে দিন ।( ১ বারের জন্য )
৭। start এ ক্লিক করুন এবং home button চেপে loader droid minimize করে রাখুন যদি
তা করা প্রয়োজন হয় ।
সবাই ভালো থাকবেন ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য দেখি হয় কিনা।
3নং স্টেপটা বুঝতে পারি নাই।
1. ডাউনলোড অপসন আসার পর কেনসেল দিয়ে তার পর শেয়ারে যাব
2. না লিংকে ক্লিক করেই ডাউনলোড অপসন আসার আগেই শেয়ারে ক্লিক করব।
আশা করি উত্তর দিবেন।