আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । ”Techtunes” আমার প্রিয় একটি ব্লগ । এই ব্লগে আমি প্রথম এই পোস্টটি করতে পেরে খুবই আনন্দিত ।
যাহোক , আমি আজকে যে বিষয়ে লিখব তা খুব সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ । কারন আমরা যারা android ব্যবহার করি তাদের মধ্যে বেশীর ভাগ ব্যবহারকারীরই ” mms ” problem হয় । যেমন - mms আদান প্রদান , apn – mms , default হিসেবে select করা ইত্যাদি । বর্তমানে আপনারা সবাই জানেন grameenphone এ gpmms setting দ্বারা ফ্রি ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে । কিন্তু android ব্যবহারকারীদের অনেকেই এই সুবিধা নিতে পারছেন না । কারন আপনি যখন apn “gpmms” দেন তখন আপনার ফোনের data connection off হয়ে যায় । অনেকে হয়ত আপনাকে বলে বারবার data on/off করতে কিংবা mobile ap on/off করতে । কিন্তু তাতেও কাজ হয়না , বিশেষ করে যারা custom rom ব্যবহার করেন অথবা samsung brand এর মোবাইল ব্যবহার করেন । এখন আপনি যা করবেন -
New apn তৈরি করুন wireless setting এ গিয়ে নিচের মত -
apn name- আপনার মনের মত যা খুশি দিন
apn- gpmms
proxy- 10.128.1.2
port-8080
apn type- default (যাদের apn type এর ঘরে লিখার option নেই বা apn type নিয়ে সমস্যা তাদের
apn type কিছু দেওয়ার দরকার নেই )
এরপর save করুন । এবং এইমাত্র যে apn create করলেন তা default হিসেবে সিলেক্ট করুন ।
সমস্যা হলে নিচের তিনটি ছবি দেখুন -
এবার আসল কাজটি আপনি করবেন । আপনার dail pad / যেখানে মোবাইল নং চেপে আপনি কাউকে কল দেন সেখানে , লিখুন *#*#4636#*#* তাহলে নিচের ছবির মত option আসবে ।
আপনি Phone information এ প্রবেশ করুন । সেখানে নিচের দিকে আপনি একটি option পাবেন যেখানে লিখা আছে – set preferred network type এবং তা GSM only default করা আছে , আপনি সেটা পরিবর্তন করে “GSM auto(PRL) ‘ করে দিবেন নিচের ছবির মত ।
আপনার কাজ শেষ । কিছুক্ষণ অপেক্ষা করুন / মোবাইল restart দিন data connection চলে আসবে , আর কখনও mms setting নিয়ে আপনাকে কষ্ট করতে হবে না ।
এবার enjoy করুন ফ্রি নেট । ফ্রি নেটের জন্য ইন্টারনেটে অনেক লেখা / পরামর্শ পাবেন । rooted/ unrooted সকল ফোনে ফ্রি নেট ব্যবহার করা যায় ।
ভুল হলে ক্ষমা করবেন । এরপর আমার পোস্ট - কীভাবে কোনরকম disconnect ছাড়া gpmms setting দ্বারা big big file download করবেন ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই পোস্ট টা সুন্দর হইছে কিন্তু ছবি গলো একটু ঠিক করেন কিছু দেখতে পাই না