বাংলাদেশের সকল android ব্যবহারকারীদের জন্য “gpmms” এ data connection না আসার সমাধান

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন   । ”Techtunes” আমার প্রিয় একটি ব্লগ । এই ব্লগে আমি প্রথম এই পোস্টটি করতে পেরে খুবই আনন্দিত ।

যাহোক , আমি আজকে যে বিষয়ে লিখব তা খুব সংক্ষিপ্ত কিন্তু  গুরুত্বপূর্ণ । কারন আমরা যারা android ব্যবহার করি তাদের মধ্যে বেশীর ভাগ ব্যবহারকারীরই ” mms ” problem হয় । যেমন -  mms আদান প্রদান ,  apn – mms  , default হিসেবে select করা ইত্যাদি । বর্তমানে আপনারা সবাই জানেন grameenphone এ gpmms  setting দ্বারা ফ্রি ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে । কিন্তু  android ব্যবহারকারীদের অনেকেই এই সুবিধা নিতে পারছেন না । কারন আপনি যখন apn “gpmms” দেন তখন আপনার ফোনের data connection off হয়ে যায় । অনেকে হয়ত আপনাকে বলে বারবার data on/off  করতে কিংবা mobile ap on/off করতে । কিন্তু তাতেও কাজ হয়না , বিশেষ করে যারা custom rom ব্যবহার করেন অথবা samsung brand এর মোবাইল ব্যবহার করেন ।  এখন আপনি যা করবেন -

New apn তৈরি করুন wireless setting এ গিয়ে নিচের মত -

apn name- আপনার মনের মত যা খুশি দিন

apn- gpmms

proxy- 10.128.1.2

port-8080

apn type- default (যাদের apn type এর ঘরে লিখার option নেই বা apn type নিয়ে সমস্যা তাদের

apn type কিছু দেওয়ার দরকার নেই )

এরপর save করুন । এবং এইমাত্র যে apn create করলেন তা default হিসেবে সিলেক্ট করুন ।

সমস্যা হলে নিচের তিনটি ছবি দেখুন -

এবার আসল কাজটি আপনি করবেন । আপনার dail pad / যেখানে মোবাইল নং চেপে আপনি কাউকে কল দেন সেখানে , লিখুন  *#*#4636#*#* তাহলে নিচের ছবির মত option আসবে ।

আপনি Phone information এ প্রবেশ করুন । সেখানে নিচের দিকে আপনি একটি option পাবেন যেখানে লিখা আছে – set preferred network type এবং তা GSM only default করা আছে  , আপনি সেটা পরিবর্তন করে “GSM auto(PRL) ‘ করে দিবেন নিচের ছবির মত ।

আপনার কাজ শেষ । কিছুক্ষণ অপেক্ষা করুন / মোবাইল restart দিন data connection চলে আসবে , আর কখনও mms setting নিয়ে আপনাকে কষ্ট করতে হবে না ।

এবার enjoy করুন ফ্রি নেট । ফ্রি নেটের জন্য ইন্টারনেটে অনেক লেখা / পরামর্শ পাবেন । rooted/ unrooted সকল ফোনে ফ্রি নেট ব্যবহার করা যায় ।

ভুল হলে ক্ষমা করবেন । এরপর আমার পোস্ট -  কীভাবে কোনরকম disconnect ছাড়া gpmms setting দ্বারা big big file download করবেন ।

Level 2

আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই পোস্ট টা সুন্দর হইছে কিন্তু ছবি গলো একটু ঠিক করেন কিছু দেখতে পাই না

ভাই, Content blocked by operator লেখা শো করে….প্লিজ হেল্প করুন।।।।।।

Level 2

ভাই ছবিগুলো save kore দেখুন / ছবিগুলো load হওয়ার সময় দিন , thanks

অবস্য আমার ফোন এ এমনিতেই চলছে তবুও আমার যে সব ফ্রেন্ড আছে তাদের জন্য এই টিপস আসা করছি কাজে লাগবে তাই তাদের পক্ষথেকে আপনাকে ধন্যবাদ।

এয়ারটেল ফ্রি নেট ব্যবহার করা যায় । তাদের পিং নাম্বার সংগ্রহ আছে তবে যে কোন পোজ লোড দিলে ৪০৪ দেখায় এখন প্রশ্ন হল গুগুল মামা কে দেখালে সে ৪০৪ পন্ড দেখায় আমি কি করে লোড দিব পেজ তাও ফ্রি।
পিং নাম্বার ফুল ইস্পীড দেখায়। আমাকে সাহয্য করুন। আমাকে ইমেল করুন
[email protected] subjet লিখুন আমি এস এম এস মাধ্যমে পেয়ে যাবে আপনার পরামশ ধন্যবাদ

Level 0

ami symphony w20 use lori, code dile oi page ase na.plz help koren.

Level 2

*#*#4636#*#*

Level 0

porer tune ta quick chai

Level 0

ANDROID এ Auto Disconnect এর সমাধান কেউ দিবেন Please

Bro ami “GSM auto(PRL) eta dile gsm only e thake change hoy na ki kora jay 🙁

Level 2

ফয়সাল ভাই ,আপনার ফোনের apn setting ভালো ভাবে করেন হবে ।

Level 2

sislam ভাই আপনি আমার ২য় tune টি দেখুন

Level 0

vay amar samsung apn type default kono option nay ki vabe default korbo.

Level 2

apn type এর ঘরে লিখুন – default

Level 0

vay apn type gore edit kono option nay.
asole ami noton android User tay bojte parsina.

Level 2

উপরে ছবি add করলাম , দেখে নিন

Level 0

zahid vay apnar sob kiso tik ase bat somosa aktay apn type option ase sodo internet+mms internet ar mms ay 3 ta.apnar sobi dek lam sob ki so tik ase sodo apn type default kor te par si na?

Level 2

Manik vai kisu set e apn default thakah na and ta edit korar kono option ney. Jamon galaxy y. Apnr code ta apply dilah auto gsm only hoeah jai. Keu problem tar solution dilah kub e upokrito hotam

Level 2

Jahid vai kisu set e apn default thakah na and ta edit korar kono option ney. Jamon galaxy y. Apnr code ta apply dilah auto gsm only hoeah jai. Keu problem tar solution dilah kub e upokrito hotam

Level 0

vay amaro aki somosa amio galaxy y use koki somosa ta somadan kor te parsi na.

w125 e chalate parci na. ami sob setting thik moto korlam. data connection ase bt opera te unable to connect ase.

Level 2

যাদের apn type নিয়ে সমস্যা তাদের apn type- কিছু দেওয়ার প্রয়োজন নেই

Level 2

অনিক ভাই , আপনি opera handelar ব্যবহার করেন । নিচের নিয়মে —
১. প্রথমে সকল প্রকার opera browser uninstall করুন ।
২। opera handelar install দিন
৩। Front query তে লিখুন 10.102.61.249:8002 @ ( 8002 এবং @ এর মাঝে অবশই ১ টি স্পেস দিন )
৪. save করুন
৫। এবার address bar এ লিখুন https://proxy-server.at এবং go তে ক্লিক করুন
৬। একটি পেজ আসবে সেখানে address লিখার জায়গায় আপনার কাঙ্ক্ষিত address লিখে browse করুন ।
যেমন- http://google.com , https://www.techtunes.io

Level 0

vai *#*#4636#*#* dial kore kisu asena ki korbo. phone walton d1. root korat system thakle diben please

Level 2

যাদের ফোন root করা আমি তাদের জন্য একটি পোস্ট খুব শীঘ্রই প্রকাশ করব – সেখানে আপনি দেখবেন কীভাবে আপনি google market সহ যেকোন browser এ unlimited free internet ব্যবহার করবেন

Level 2

আপনি imei দেখার জন্য কি *#06# dial করেন , নাকি এটি চাপলে automatic option আসে , এখানেও অটোমেটিক আসবে ডায়াল করার প্র্যজন নাই

Level 0

zahid vay thanks amar kag korse.

Level 2

wellcome

Level 0

vai amar phone samphony w30. etate *#*#4636#*#* puro lekha jai na *#*#4636#*# lekhar pore sheher hash dete gele sob lekha chole jai. Please help koren.

Level 2

easy problem , try

Level 2

আমার পোস্টটি কীভাবে চুরি হয়েছে দেখুন – http://friendszonebd24.blogspot.com/2013/06/android-gpmms-data-connection.html

Level 2

আমি এখানে কোন ফ্রি ইন্টারনেট এর টিপস দিইনি । ফ্রি ইন্টারনেট এর জন্য – ১. প্রথমে সকল প্রকার opera browser uninstall করুন ।
২। opera handelar install দিন
৩। Front query তে লিখুন 10.102.61.249:8002 @ ( 8002 এবং @ এর মাঝে অবশই ১ টি স্পেস দিন )
৪. save করুন
৫। এবার address bar এ লিখুন https://proxy-server.at এবং go তে ক্লিক করুন
৬। একটি পেজ আসবে সেখানে address লিখার জায়গায় আপনার কাঙ্ক্ষিত address লিখে browse করুন ।
যেমন- http://google.com ,

ভাই আমার Walton Primo তে Unable to connect to the Internet. Please check your setting. দেখাই। আমার ফোন রুট করা না।

vai,amr primo G1. gsm auto(prl) dileo kaj hoyna. net asena. r GSM Auto(PRL) dear por jodi abar *#*#4636#*#* di,tokhon dekhi abar ager moto WCDMA preferred hoye ache!!

Level 2

GSM aito(PRL) select korar por refresh e clik kore update e clik korun

Level 0

স্যামসাং গ্যালাক্সি y gts5360 এ Gsm auto prl কোন ভাবেই সিলেক্ট করা যায়না। ক্লিক করলে কাজ করেনা,নিজে নিজেই wcdma preferd অথবা gsm only তে চলে যায়।অনেকবার ট্রাই করছি।

Level 2

আপনার apn setting চেক করুন
apn name- Grameenphone
apn-gpmms ( কোন প্রকার স্পেস ছাড়া )
proxy-10.128.1.2
port-8080
apn type কিছু দেওয়ার দরকার নেই ।
GSM auto(PRL) select korar por refresh ও update করুন

    Level 0

    @zahidislam: যেভাবে বলছেন এইভাবেই দিছি,ফলাফল শূন্য।এটা রুট করা আছে।
    GSM auto(PRL এ ক্লিক করলে সেই wcdma preferd অথবা gsm only তেই চলে যায়।

Level 0

vai apnar kotha onusare *#*#4636#*#* amar symphony w 30 te dail korle sob hariae jasse kono kicu asce na?
help me?

Amio 1st time gsm auto disi but hoi nai…….next time unknown dilam hoilo….so sobai aivabe use koren…………nd zahid vi reo tnX :*

স্যামসাং গ্যালাক্সি y gts5360 এ Gsm auto
prl কোন ভাবেই সিলেক্ট করা যায়না। ক্লিক
করলে কাজ করেনা,নিজে নিজেই wcdma
preferd অথবা gsm only তে চলে যায়।
অনেকবার ট্রাই করছি।
plz help me..

স্যামসাং গ্যালাক্সি y gt-s5360 তে কোনোভাবেই GSM auto (PRL) সিলেক্ট করা যাচ্ছে না। কিন্তু GSM only সিলেক্ট করা যাচ্ছে।

    Level 2

    @শুভ পাল: আপনার সেটে wireless setting এ যদি network mode option থাকে তাহলে সেটি GSM/WCMDA auto select করুন

Level 0

তাহলে কি আমরা এটাতে gpmms একটিভ করতে পারবনা ? 🙁

Level 0

vai ami proxy nia ekta tune korte cai sm one help me. tune kivabe korte hoy?

Level 2

Mobstar vai , আপনি ভালভাবে দেখুন আপনার সেট এ gpmms এর সেটিং বাদে আর একটি gpinternet সেটিং আছে । gpinternet এ apn type default দেওয়া আছে এবং gpmms ই apn type default দেওয়া আছে । তাই এই সমস্যা হচ্ছে । আপনি gpinternet setting টি ডিলিট করে ফেলুন ।

Level 2

GSM auto (PRL) সিলেক্ট করা যাচ্ছে না।
আপনি ভালভাবে দেখুন আপনার সেট এ gpmms এর সেটিং বাদে আর একটি gpinternet সেটিং আছে । gpinternet এ apn type default দেওয়া আছে এবং gpmms ই apn type default দেওয়া আছে । তাই এই সমস্যা হচ্ছে । আপনি gpinternet setting টি ডিলিট করে ফেলুন ।

zahidislam bhai apni ektu apnar tuner er comment gulor dike lokkho korun ekhane jara jara symphony w30,w20 and walton er mobile use kortese tader mobile e apnar dewoa code type korleo kono settings er page ashtese na last er * ta dilei puro code ta muche jay amar symphony w10 e o etar kono settings ashtese na

    Level 2

    walton er w series er set gulote code use korar proijon nai. apnara sorasori apn gpmms setting korun data connection peye zabe.

    Level 2

    @Âßîr Hóssãìñ: symphony w serise এর সেট গুলতে gpmms setting করলে এমনিতেই data connection পাবে ।
    apn-gpmms
    proxy-10.128.1.2
    port-8080
    apn type-default

@zahidislam ভাই
সবগুলো APN ডিলিট করার পরে পুনরায় আপনার মেথড টি চেষ্টা করেও কোন লাভ হল না। আমার Samsung Galaxy Y S5360.ধন্যবাদ।

Level 2

zader GSM auto(PRL) select kora zacse na, tara gpmms setting korun, apn type internet +mms den, tarpor wireless setting -network mode- GSM,WCMDA auto select korun. code use korar dorkar nai

Level 0

Symphony W35 root korar way Ta Jode Blten khob opokar Hoto google mama amak HelP kore nai…Plz helP ME

    Level 2

    @XMANROCKY: তাড়াতাড়ি পাবেন আশা করি

    Level New

    zahidislam vi. Symphony w35 root + free net kivabe chalabo. Plz bolben !!!!!!

Level 0

vai, iPhone er kono system ase ki?

Level 0

Vai, amar phone samsung galaxy y duos GT-S 6102 model. amar phone a *#*#4636#*#* dile GSM auto (PRL) select korle shudu GSM Only thake. Plase help me……………

    Level 2

    @rahat011: আপনি wireless setting- network mode- GSM/WCMDA auto করেন যদি আপনার function এ থাকে , না হলে code use করার পর , unknown select করেন , refresh করেন , update করেন , toggle dns চেক করেন allowed koren , এরপর GSM only থাকলেও data connection পেয়ে যাবেন

Level 0

zahidislam: vai network to kisukhon thakar por chole jay, plase help me……………….

    Level 2

    @rahat011: চলে গিয়ে আবার না আসলে আপনি unknown পরিবর্তন করে GSM auto করেন

Level 0

buji nai plase bestarito bolle khusi hobo. r code use bolte ki bujay akto bolben…………..

    Level 2

    @rahat011: code use বলতে আমি উপরের টিউন এ যেভাবে বলা হয়েছে *#4636#*#* ব্যবহার করতে বলেছি

Level 0

Vai kono vabei code use korte parlam na.ami SAMSUNG GALAXY STAR-GTS-5282 use korteci…but kono kaj hocche na.

Level 0

Primo H2 use kori orbot + ai prosess try korlam bt lav holo na. CONNECTION ase bt speed nai. Play store theke dowload 403 error hoy. opera theke kono address ai dhuke na, Zahid vai kono somadhan dite parben ki PLZ?

Level 0

bai amar symphony w20 te *#4636#*#* code dele kicu ase na.

zahid vhai – content blocket by oparetor lika ase ki korbo

হুদাই। কাম করে না। খামোখা সময় নষ্ট করলেন।

Level 0

Zahid vai

ai rokom akta post kn je amar chokh ariye gesilo bujhte parini.Thanks apnake ai post korar jonno….amr kaj hoyse…valo thakben r besi besi ai rokom post korben..

vaia amar samsung galaxy note 2 e *#*#4636#*#* press korle kicu show kore na. tai porer step gulo te jte parci na.ki korte pari kindly ektu bolen.thanks.

vaia try korlam bt hoccena. in fact p1 o ami use korte parcina. network setting review korte bole.wht should i do vaia?

vaia ami xperia e single use kori……..amartay to hoitese nah

Level 0

আমার samsung galaxy s2 , E আসে কিন্তু নেট ব্যাবহার বা browse করা যায় না… কি করবো ?

Level 0

@ zahid bhai, here is my mms settings,
1. profile name : GP Proxy Net
2. apn: gpmms
3. Proxy 10.128.1.2
4. port-8080
5.apn type: default

N.B. No MMSC,MMS Proxy and MMS Port

i used custom AOKP ROM

E shows but browse korte gele kichui dekhay na..

Level 0

@ Zahid bhai, ami https://www.techtunes.io/android/tune-id/217712 ta o try korci.. same issues

Level 0

browser ser ki settings ? apni to kono settings er kotha bolen nai ?

থ্যাংকস জাহিদ ভাই