== কিভাবে আমি Android Phone ROOT করবো ?? ==

সুপ্রিয় টেকটিউন্স ভাইয়েরা আপনাদের মাধ্যমে আমি অনেক উপকৃত হইছি। আমি  Sony  XPERIA  Sole  ব্যবহার করি। তো অনেকেই মোবাইল ROOT করে ব্যবহার করেন। তার কারনে অনেক বেশি সুবিধা পান। আমার ফোন ROOT করা নাই। তাই আমি license না করা  apps গুলা ব্যবহার করতে পারসি নাহ। আমাকে কি কেও মোবাইল ROOT করার সবথেকে নিরাপদ উপায় টা জানাবেন????? আমি খুব উপকৃত হব।

Level 0

আমি LeEMoN Pr!yO। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এপস ইন্সটল করতে তো রুট করার প্রয়োজন নাই । আপনি SETING > SECURITY থেকে INSTALL FROM UNKNOWN SOURCE টিক দিয়ে দিন , তাহলে পিসি থেকে ডাউনলোড করে ফোনে নিয়ে ইন্সটল করতে পারবেন । আর ফোন দিয়ে ডাউনলোড করতে BLACHMART ALPHA / 4SHARED ইউস করতে পারেন ।তবুও যদি রুট করতে চান এইটা দেখতে পারেন http://www.youtube.com/watch?v=krxuBq6SauI

ভাই, ডিটেইলসে বলা বহুত ঝামেলার ব্যাপার। আপনাকে কোন স্টেপের পর কোন স্টেপ করা লাগবে তা বলে দিই। আপনি গুগল করে বাকিটা জেনে নেন। আমিও সোলা ইউজ করি, আর কয়দিন আগে নিজেই রুট করেছি।

১। একদম প্রথমে আপনাকে “adb driver” ইন্সটল করতে হবে। সোলার জন্য আলাদা “adb driver” আছে। ২-৩টা পদ্ধতিতে এটা করা যায়। গুগল করে জেনে নেন।

২। এবার আপনাকে “bootloader unlock” করতে হবে। sony’র নিজস্ব একটা সাইটই আছে এটা করার জন্য। “unlockbootloader.sonymobile.com/”

৩। একদম শেষে হল রুট করা। এইটাও বেশ কয়েকভাবে করা যায়। আমি বেশ কয়েকভাবে ট্রাই দিসিলাম।
সবচে সহজটা হল “flashtool” দিয়ে রুট করা।

কাজে নামার আগে “flashtool” আর “MT27i_6.1.1.B.1.10_India.ftf” এই দুইটা ফাইল নামায় নিবেন। “flashtool” softটা ইন্সটল করবেন আর পরের ফাইলটা হল সোলার firmware ফাইল। কোন কারণে যদি ফোন বুট না হয়, তাহলে খালি “flashtool” দিয়ে firmware আবার ফোনে ইন্সটল দিবেন……… ব্যাস।

ঝামেলা হলে জানাবেন 🙂

Level 0

Samsung Galaxy S Duos S7562 সাকসেসফুলি রুট করার সিস্টেম যদি কারো জানা থাকে একটু আওয়াজ দিয়েন প্লীজ।

কেউ বলবেন কি “ROOT” করা মানে কি ? এটা কেন করতে হয় ? করলে কি কি সুবিধা/অসুবিধা পাওয়া যায় ?

ভাই আমি আমার Walton Primo রুট করবো কি করে। পুরতন সব লিঙ্ক কাজ করে না।

vai ami amar huawei t1 7.0 kono app dia root kora jai na.akon ki korbo?? ar vai boothloader kibaba unlock korbo root ar jonno.plz help