সনি ফোন এ বুটলোডার আনলক করুন কাস্টম রম+রিকভারি ইন্সটল করুন

এখনকার সময়ে এন্ড্রয়েড সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হিসেবে পরিচিত। আপনার সাধের এন্ড্রয়েড কে আপনি ইচ্ছে করলেই সাজিয়ে নিতে পারবেন আপনার মনের মতো করে,এক্সট্রা অনেক ফিচার যোগ করে আপনি আপনার কমদামি স্মার্টফোন এও অনেক কিছু করতে পারবেন। এন্ড্রয়েড এর নাড়িনক্ষত্র জানতে আপনি ভিসিট করতে পারেন http://xda-developers.com আমার যতটুকু এন্ড্রয়েড সম্পর্কে জানা সব আমি এই সাইট থেকেই শিখেছি।তো কথা না বাড়িয়ে পোস্ট এ চলে যাই

Sony/Sony erricson এন্ড্রয়েড ডিভাইস এ বুটলোডার আনলকঃ

১.প্রথমে দেখুন আপনার ফোনের Bootloader unlock করা যাবে নাকি,Dialer ওপেন করে *#*#7378423#*#* টাইপ করুন,তারপর Service info > Configuration > Rooting Status এ গিয়ে দেখুন যদি Bootloader unlock allowed থাকে তাহলে আপনি Bootloader আনলক করতে পারবেন

২.বুটলোডার আনলক করতে Key লাগবে যা আপনাকে সংগ্রহ করতে হবে Sony এর সাইট থেকে  http://unlockbootloader.sonymobile.com এ ঢুকে ইন্সট্রাকশন ফলো করুন। আপনার ফোন এর IMEI নাম্বার দিন ঐখানে,সবকিছু হলে Sony এর ওয়েবসাইট থেকে Unlock Key মেইল পাবেন

৩.Flashtool ডাউনলোড করুন :    http://depositfiles.com/files/mg00yu79b

৪.Flashtool ইন্সটল করুন,যেই ডিরেক্টরিতে ইন্সটল করবেন সেইখানে Flashtool ফোল্ডার এ ড্রাইভার ফোল্ডার এ গিয়ে Flashtool Drivers ইন্সটল করুন,আপনার ডিভাইস এ Tick করুন,মনে রাখবেন Flashtool Driver,Fastboot Driver অবশ্যই ইন্সটল করবেন(Windows 8 এর ক্ষেত্রে Driver ইন্সটল এ সমস্যা হতে পারে,হলে কমেন্টে জানাবেন)

.Phone এর Settings এ গিয়ে Developer Options এ গিয়ে USB debugging চালু করুন।

৬.Flashtool চালু করুন,৬৪ বিট এর জন্য Flashtool64 ওপেন করুন,USB cable দিয়ে ফোন কম্পিউটারের সাথে কানেক্ট করুন।

7.সবকিছু ঠিক থাকলে নিচের ৪ লাইন এর মতো শো করবে,flashtool এর উপরের Plugins এ ক্লিক করুন,তারপর Run>Bootloader unlock এ ক্লিক করুন

৮.তারপর ডিভাইস আনপ্লাগ করুন,ফোন এর পাওয়ার অফ করুন,volume down/bottom back key এ চাপ দিয়ে ধরে Usb connect করুন

৯.Bootloader unlock key চাবে,দিয়ে কিছুক্ষন অপেক্ষা করুন,ফোন রিস্টার্ট নিবে

১০.হয়ে গেলো Bootloader unlock

11.একদম প্রথম স্টেপ এর সার্ভিস মেনুতে গিয়ে দেখুন bootloader unlock হয়েছে কিনা থাকলে rooted/yes থাকবে Allow এর জায়গায়

কাস্টম রিকভারি/কার্নেল ফ্ল্যাশ এর পদ্ধতিঃ 

১.কার্নেল ফাইল এর ফরম্যাট (.img)

2. আপনি ইচ্ছে করলে স্টক রম এর সাথে কাস্টম কার্নেল  ইউজ করতে পারেন,গুগল এ সার্চ দিন আপনার ফোন এর কার্নেল এর জন্য,সার্চ দেয়ার আপনার এন্ড্রয়েড ভার্সন এর অনুযায়ী কার্নেল সার্চ দিবেন (ex: custom gingerbread kernel for xperia mini pro,custom jb kernel for mini pro) এইরকম,XDA-Developers এর লিঙ্ক পাবেন বেশি,ওইখান থেকে যেকোনো একটা ডাউনলোড করবেন

৩.কার্নেল ফ্ল্যাশ করার জন্য Fastboot ইউজ করতে হবে অবশ্য Flashtool দিয়ে ও Kernel flash করা যায়,তবে এইটা আমার কাছে সবচেয়ে Easy মনে হইছে

৪.কাস্টম রম Google এ অথবা XDA-developers এ সার্চ দিলে অনেক পাবেন,আপনার পছন্দ মতোন ROM ডাউনলোড করুন,Custom rom এর সাথে যেই কার্নেল রিকমেন্ড করবে ঐটাই ব্যবহার করবেন,ডাউনলোড করার আগে Feedback,Feature গুলো অবশ্যই দেখে নিবেন,

৫. https://www.dropbox.com/s/nisctukkgqrtyfc/Fastboot%20by%20tabij._.baba.zip << Fastboot download link

6. কার্নেল ডাউনলোড করার পর Img ফাইলটি Rename করে boot দিন,ফাইল ফরম্যাট হবে boot.img

.boot ফাইলটা fastboot ফোল্ডার এ Paste করুন

৮.তারপর flash কমান্ড প্রম্পট ফাইলটায় ক্লিক করুন,Waiting for device দেখাবে

৯.ফোন বন্ধ করুন,ভলিউম আপ বাটন চাপ দিয়ে Usb connect করুন,flashed successfully হলে Press any key to continue দেখাবে

১০. ব্যস কাস্টম কার্নেল/রিকভারী মোড ইন্সটল হয়ে গেলো

১১.রিকভারি মোড এ যাওয়ার জন্য ফোন বন্ধ করে Power button+volume down বাটন চাপ দিয়ে ধরুন,একবার ভাইব্রেট করবে,Volume down চাপ দিয়ে ধরে রাখবেন

পাওয়ার বাটন ছেড়ে দিন,দেখবেন রিকভারি মোড আসবে

১২.কাস্টম রম গুলো Zip ফাইল আকারে থাকে,কাস্টম রম ইমস্টল করার সময় Recovery menu ওপেন করুন,ইচ্ছে করলে আপনি আপনার স্টক রম এর ব্যাকআপ রাখতে পারবেন,Backup and restore এ গিয়ে backup রাখুন,কাস্টম রম install করার জন্য install zip from sdcard এ গিয়ে কাস্টম রম এর ZIP ফাইল সিলেক্ট করুন,Aroma installer আসবে,আপনার ডিভাইস সিলেক্ট করুন যে যে ফিচার চান সেইগুলা মার্ক করুন,বেশিরভাগ Recovery menu তে টাচ ফিচার থাকেনা,UP,Down যাওয়ার জন্য Volume key ইউজ করুন,সিলেক্ট করার জন্য Home key,Hardware Back  ও কাজ করবে

১৩.কাস্টম রম ইন্সটল করার আগে Factory reset,wipe cache partition,format system/data,wipe Dalvik cache করে নিবেন

যাই হোক অনেক লিখলাম

কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন

হ্যাপি এন্ড্রয়েডিং 🙂

Level 0

আমি nvidia™। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bootloader status not allowed…!
so what can I do…?
please help me.
you can answer me in bangla.

Level 0

flashtool driver install hoy na amr set er nam dakhay na…..sob thik thakleo set on hoye jay key debar agei…….ki korbo

ধন্যবাদ 🙂

Level 0

Ha vi bootloader unlock hoise,..akhn jodi ami custom rom install krte chai taile recovery mode ase then karnel flash kora lagbe ki naki ami amnitei akta rom install korte parbo http://m.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.technikan.com%2Fhow-to-update-sony-xperia-mini-pro-sk17isk17a-to-android-4-1-2-paranoid-custom-rom%2F&h=TAQGnnX-O&s=1 ai rom ta try krlam mini pro te but instal holo na kano bujlm na…r ki kora lagbe pls jodi help kren valo hoy khub

Level 0

amr root & bootloader unlock ase….akhn
ami ki GB er stock kernel er sathe JB/ICS er
kono custom rom install krte parbo naki
kernel flash kora lage…..plzzzzzzz urgently

    Level 0

    @sobuz.rmc: আপনি GB এর কার্নেল এর সাথে শুধুই GB ইউজ করতে পারবেন,মিনি প্রো এর জন্য jellybean রিলিজ দিবেনা সনি,আপনি FXP এর কার্নেল আর Cyanogenmod ইউজ করতে পারেন,CM10 jellybean

Level 0

via amk akta custom jb kernel er link diben plzzzzzzzzzzzz…..xperia mini pro er jonno…..

Level 0

sony ericsson x8 phone *#*#7378423#*#* eta kaj kore na keno?

Level 0

amar ekta jiggasa ase,ami xperia tipo bairer desh theke nia aseci. amader kono sim kaj korena. otar network kivabe unlock korbo.?..kew plz help koben….

    Level 0

    @imzahid: গুগল এ সার্চ দিয়ে এশিয়া রিজিয়ন এর ফার্মওয়্যআর ডাউনলোড করে ফ্ল্যাশ দেন,আশা করি কাজ হবে

ভাই আমার windows 8.1 এ ড্রাইভার ইনস্টল এ সমস্যা হচ্ছে এটা কি ভাবে সমাধান করব ?

অত্যন্ত সুন্দর পোষ্ট করেছেন, খুবই মানসম্মত।
xda তে সবকিছুই ইংলিশে লিখা হয় যার ফলে অনেখ কিছিই বুঝতে অসুবিধা হয়, এখানে আপনি বাংলায় গুছিয়ে লিখেছেন,
ধন্যবাদ আপনাকে।