স্মার্টফোন ব্যাবহারকারীরা প্রায়ই স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ধীর গতির (ল্যাগিং) অভিজ্ঞতা হয়, যা খুবই বিরক্তিকর। এই বিরক্তিকর ল্যাগিং আমরা মেনে নেই, মনেকরি, স্মার্টফোন মানেই এমন হতে পারে। তা অবশ্য হতে পারে, কিন্তু এই ল্যাগিং সমস্যা মূল কারন হতে পারে, একটি ভালো মানের মাইক্রো এস,ডি মেমরি কার্ড না থাকা। যে সকল স্মার্টফোনে মাইক্রো এস,ডি মেমরি কার্ড লাগানোর অপশন থাকে, সে সকল সেটেই ল্যাগিং সমস্যা বেশি হয়, কারন ফোনটা কেনার পর মেমরি কেনার ক্ষেত্রে আমরা কঞ্জুসের মত নিম্নমানের সস্তাদরের মেমরি কার্ড লাগাই। যেটাই সকল নষ্টের গোড়া, ল্যাগিং এখান থেকেই শুরু।
আসুন তাহলে ভালোমানের একটা মেমরি কার্ড কিভাবে চিনবেন? কোথায় পাবেন? কত দামে পাবেন দেখে নেই।
মেমরি কার্ডের স্পীড অনুযায়ী একে বিভিন্ন ক্লাসে ভাগ করা হয়ঃ
Class 2
Class 4
Class 6
Class 10
আমরা বাজার থেকে যে সকল সস্তা দরের মেমরি কার্ড কিনি, এগুলো কোন স্ট্যান্ডার্ড ক্লাসে পড়েনা বিধায় এগুলোতে কোন ক্লাস ট্যাগ থাকেনা। অন্যদিকে Class 4, Class 6, Class 10 SD কার্ডে ট্যাগ লাগানো থাকে নিচের চিত্রের মত। সুতরাং ট্যাগ দেখে ভালো ব্র্যান্ডের কার্ড কিনবেন।
আপনার স্মার্টফোনের জন্য অবশ্যই Class 10 Micro SD কার্ড কিনবেন। এতে write speed পাবেন 10 mbps এর বেশি, আর read speed পাবেন 20 mbps এর বেশি। যা আপনার SD কার্ডে থাকা apps, games, HD movie কে দেবে দুরন্ত গতি।
কোথায় পাবেনঃ BCS Computer City তে, Rayans Computers, Computer Source ltd, Massive Computers এ পাবেন। আরো অন্যান্য দোকানেও পাবেন। BCS Computer City তে আমি দুটি ব্র্যান্ড পেয়েছি, Appacer এবং Silicon Power ।
দরদামঃ Apecer 8GB Micro SD Class 10 ১০০০ টাকা, Apecer 16 GB Micro SD Class 10 ১৫০০ টাকা। দর কষাকষির অভ্যাস থাকলে যথাক্রমে ৯০০ টাকা ও ১৪০০ টাকায় পাবেন।
স্মার্টফোন কেনার পুর্বে ১০ টা ফিচার নিশ্চিত হয়ে কিনুন
আমি মোহাম্মদ মাহ্ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Awesome Bro! Many will appriciate that! Can u tell me that what class will be better 4 Android? And which Brand (Samsung, Apacer, Sandisk etc.) ? I wanna buy a 32 GB Card. 1 more qus – I saw a SDXC Sandisk Memory card! What’s that?
THANKS 4 ALL ADVANCED!