স্মার্টফোনের দুরন্ত স্মুথ গতির জন্য একটি মাইক্রো টিউন, কিন্তু গুরুত্বটা মেগা।

স্মার্টফোন ব্যাবহারকারীরা প্রায়ই স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ধীর গতির (ল্যাগিং) অভিজ্ঞতা হয়, যা খুবই বিরক্তিকর। এই বিরক্তিকর ল্যাগিং আমরা মেনে নেই, মনেকরি, স্মার্টফোন মানেই এমন হতে পারে। তা অবশ্য হতে পারে, কিন্তু এই ল্যাগিং সমস্যা মূল কারন হতে পারে, একটি ভালো মানের মাইক্রো এস,ডি মেমরি কার্ড না থাকা। যে সকল স্মার্টফোনে মাইক্রো এস,ডি মেমরি কার্ড  লাগানোর অপশন থাকে, সে সকল সেটেই ল্যাগিং সমস্যা বেশি হয়, কারন ফোনটা কেনার পর মেমরি কেনার ক্ষেত্রে আমরা কঞ্জুসের মত নিম্নমানের সস্তাদরের মেমরি কার্ড লাগাই। যেটাই সকল নষ্টের গোড়া, ল্যাগিং এখান থেকেই শুরু।

আসুন তাহলে ভালোমানের একটা মেমরি কার্ড কিভাবে চিনবেন? কোথায় পাবেন? কত দামে পাবেন দেখে নেই।

মেমরি কার্ডের স্পীড অনুযায়ী একে বিভিন্ন ক্লাসে ভাগ করা হয়ঃ

Class 2

Class 4

Class 6

Class 10

আমরা বাজার থেকে যে সকল সস্তা দরের মেমরি কার্ড কিনি, এগুলো কোন স্ট্যান্ডার্ড ক্লাসে পড়েনা বিধায় এগুলোতে কোন ক্লাস ট্যাগ থাকেনা। অন্যদিকে Class 4, Class 6, Class 10 SD কার্ডে ট্যাগ লাগানো থাকে নিচের চিত্রের মত। সুতরাং ট্যাগ দেখে ভালো ব্র্যান্ডের কার্ড কিনবেন।

আপনার স্মার্টফোনের জন্য অবশ্যই Class 10 Micro SD কার্ড কিনবেন। এতে write speed পাবেন 10 mbps এর বেশি, আর read speed পাবেন 20 mbps এর বেশি। যা আপনার SD কার্ডে থাকা apps, games, HD movie কে দেবে দুরন্ত গতি।

কোথায় পাবেনঃ BCS Computer City তে, Rayans Computers, Computer Source ltd, Massive Computers এ পাবেন। আরো অন্যান্য দোকানেও পাবেন। BCS Computer City তে আমি দুটি ব্র্যান্ড পেয়েছি, Appacer এবং Silicon Power ।

দরদামঃ Apecer 8GB Micro SD Class 10 ১০০০ টাকা, Apecer 16 GB Micro SD Class 10 ১৫০০ টাকা। দর কষাকষির অভ্যাস থাকলে যথাক্রমে ৯০০ টাকা ও ১৪০০ টাকায় পাবেন।

আপনার মাথায় কি স্মার্টফোন নামে ঘুন পোকা আছে? যা আপনার ক্ষতি করছে।

স্মার্টফোন কেনার পুর্বে ১০ টা ফিচার নিশ্চিত হয়ে কিনুন

SYMPHONY WALTON এর মত দেশি অ্যান্ড্রয়েড ব্র্যান্ডগুলো ১00% এর চেয়েও বেশি কমদামে পাওয়া যাচ্ছে।

Level 0

আমি মোহাম্মদ মাহ্‌ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Awesome Bro! Many will appriciate that! Can u tell me that what class will be better 4 Android? And which Brand (Samsung, Apacer, Sandisk etc.) ? I wanna buy a 32 GB Card. 1 more qus – I saw a SDXC Sandisk Memory card! What’s that?
THANKS 4 ALL ADVANCED!

    Level 0

    @DEVIL NEXUS: SDXC means Secure Digital extended Capacity. It doesn’t support all device.

আমার তো টুইনমস এর ১৬জিবি ক্লাস ৪ এর।৯৫০টাকা সাথে আছে আজীবন ওয়ারেন্টি।

    @মুকুট:
    Vaia 32 GB paoa jabe Twinmos-er? class 10? kemon apnar ta? service kemon pachchen? read-write speed koto? I want to buy a very good card. So I need help! Samsung, Sandisk ar Apacer agulor moddhe konta besi valo hobe bolte paren?
    Thanks in Advance!!

      @DEVIL NEXUS: ৩২জিবি দিয়ে এখন মার্কেট ভরে গিয়েছে।ক্লাস ১০ পাওয়া যাবেনা কেনো?তবে দাম তো বেশি পরবে।আমি রায়ানস আইটি(আইডিবি) থেকে কিনেছি।সার্ভিস ভালোই।লাইফ টাইম ওয়ারেন্টি আছে তো।তাই ঝামেলা মুক্ত।

      সংশোধনিঃআমার টা এপাসার এর ক্লাস ৪ ১৬ জিবি কার্ড।

      সবচেয়ে ভালো হবে স্যানডিস্ক।তবে দাম অনেক বেশি।

Level 0

“Life time warranty” doesn’t mean, as you live long, they support you. Life time warranty means, they replace your defective product as long as this product is available in market.

    @Rasel: এটা সবাই জানে।কেউ যদি আজীবন ওয়ারেন্টি পাওয়ার চিন্তা করে তাহলে সেটা তার বোকামি

ইস…………………………………………………………..ধ্যততারি টিউনটা পড়ে মনটাই খারাপ হয়ে গেলো । আগে যদি ক্লাস এর ব্যাপারটা জানতাম…..। খুব শখ করে 32জিবি কিনেছিলাম । টিউন পড়ে মোবাইল থেকে মেমরী কার্ড খুলে নাম দেখলাম = স্যানডিস্ক কিন্তু ক্লাস 4 আগে জানলে ক্লাস 10 ই কিনতাম দাম যা পড়ে

Level New

vai Walton X1 kinte chassi. ato taka diye walton er phone kena ki thik hobe? plz kew ai phone use kore thakle reply korben.

    Level 0

    @Parish: ওয়াল্টন কোন ফোন তৈরি করে না। এক্স ১ তৈরি করেছে GIONEE নামে একটি চাইনিজ মাদার কোম্পানি। এরা বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন প্রস্তুত করে। X1 is very good and awesome built quality phone. you can buy it without any hesitation.

      @Rasel: আমি এবং আমার বন্ধু আজ বসুন্ধরা থেকে দুটো সেট কিনেছি।Parish ভাই যদি অপেক্ষা করেন তো আমি আমার Walton primo X1 সেট মাস খানেক ব্যবহার করে আপনাকে এর ভাল মন্দ জানাতে পারি… প্রয়োজনে আমাকে আমার মেইলে স্মরণ করলেই হবে… [email protected]

    @বাপ্পী: @Parish: @Rasel: আমি এবং আমার বন্ধু আজ বসুন্ধরা থেকে দুটো সেট কিনেছি।Parish ভাই যদি অপেক্ষা করেন তো আমি আমার Walton primo X1 সেট মাস খানেক ব্যবহার করে আপনাকে এর ভাল মন্দ জানাতে পারি… প্রয়োজনে আমাকে আমার মেইলে স্মরণ করলেই হবে… [email protected]

Level 2

Thanks for very very useful tunes.

    Level 0

    @Jahirs: Thanks Jahir vi, Just spread this tune, many will be benefited.

অসংখ্য ধন্যবাদ ভাই সময় মত টিউনটা করার জন্য। আমি ঠিক দুদিন পর ১৬জিবি মাইক্রো এসডি মেমোরি কার্ড কিনবো। আমি তো এত কিছুই জানতাম না। এখন জেনে খুবই উপকৃত হলাম। এমন হেল্পফুল টিউনের জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভাল থাকবেন।

SanDisk 16 GB class 10 Mobile Ultra® microSDHC™ UHS-I এই মেমোরি কার্ডটির মূল্য বাংলাদেশের মার্কেটে কত কেউ কি বলতে পারেন? এবং কোন মার্কেটে অর্জিনালটা পাব? প্লিজ জানালে উপকৃত হই।

Level 2

(Y)

Level 2

sandisk original paben na .

Level 0

Apecer 8GB Micro SD ১০০০ টাকা, Apecer 16 GB Micro SD ১৫০০ টাকা। দর কষাকষির অভ্যাস থাকলে যথাক্রমে ৯০০ টাকা ও ১৪০০ টাকায় পাবেন। এই দাম কোন ক্লাস এর জন্য ? যদি সম্ভব হয়, ক্লাস 4, 6 & 10 এর দাম ৮ ১৬ ৩২ জিবি হিসেবে উল্লেখ করলে উপকার হত. ব্রান্ড হিসেবে।

    Level 0

    @hridoy: thanks for your point, that you suggest me to rectify an important view.

যদি কারো জানা থাকে তবে একটু কষ্ট করে 4, 6 & 10 class এর যেকোনো কোম্পানীর 8, 16 & 32 GB এর দাম জানাবেন প্লিজ!!! আমি Original & Good Brand এর কার্ড কিনতে চাচ্ছি কিন্তু মনস্থির করতে পারছি না! এতে আমার সাথে সাথে আরো অনেকেরই উপকার হবে!
Thanks in Advance!!!!

    @DEVIL NEXUS: অরজিনাল স্মার্ট কম্পিউটারসের লোডে সীল করা এবং প্রোডাক্ট লাইফটাইম ওয়ারেন্টসহ এই কার্ড আপনি পাবেন ১০৫০ টাকায় মাল্টিপ্লান সিটিতেই। আর সীল ব্যাতিত টুইনমস ১৬জিবি পাবেন ৯০০ টাকায়।

ভাই আমি আজ মেমেরী কার্ড কিনেছি। কিন্তু দুঃখের কথা কি বলবো আমার পছন্দের ব্রান্ড সানডিক্স তো দূরের কথা কোন ব্রান্ডের অরজিনাল ক্লাস ১০ মাইক্রো এসডি কার্ড বাজারে পেলাম না। বসুন্ধরা সিটি, আইডিবি আর মাল্টিপ্লান সিটি তন্ন তন্ন করে শেষে যা পেয়েছি ক্লাস ১০ লিখা পর্যন্তই সীমাবদ্ধ। অর্থাৎ মাইক্রো এসডি কোন কার্ডই বাংলাদেশের বাজারে অরজিনাল ক্লাস ১০ পাওয়া যাবে না। ততে এসডি কার্ড আছে। কিন্তু মোবাইলের জন্য তো আর এসডি কার্ড দিয়ে হবে না। সুতরাং শেষে স্মাট কম্পিউটারের আনা টুইনমস ১৬ জিবি ক্লাস ৬ মাইক্রো এসডি কার্ড নিলাম আমার বন্ধুর দোকান থেকে মাত্র ৯৫০ টাকায়। অরজিনাল স্মার্ট কম্পিউটারসের লোডে সীল করা এবং প্রোডাক্ট লাইফটাইম ওয়ারেন্টসহ এই কার্ড আপনি পাবেন ১০৫০ টাকায় মাল্টিপ্লান সিটিতেই। আর সীল ব্যাতিত টুইনমস ১৬জিবি পাবেন ৯০০ টাকায়। তবে আমি খুবই হতাশ হলাম একটি ক্লাস ১০ মেমোরী কার্ড কিনতে না পারায়…

Level 2

ধন্যবাদ। খুব কাজে লাগবে।